হালাল উপার্জন বনাম হারাম উপার্জন (পরবর্তী কিস্তি)।

লিখেছেন লিখেছেন ইবনে হাসেম ২৬ আগস্ট, ২০১৪, ০৫:৪৬:৫৬ বিকাল

আরো একটি বিষয় এখানে গভীর ভাবে ভাবার আছে। যে মানুষটি স্বাভাবিক ভাবে জীবিকা গ্রহণ করে ৮০/৮৫ বছর হায়াৎ নিয়ে বৃদ্ধ বয়সে তার প্রভূর সাথে মিলিত হতে যাবেন, তাঁর মৃত্যুটা হতো সহজ স্বাভাবিক, বয়সজনিত স্বাভাবিক মৃত্যু। এটাও হাদিসেরই বাণী যে একজন মুত্তাকীর জীবন হরণ করতে আযরাঈল ফিরিশতা নমনীয়ভাবেই তা হরণ করেন, যাতে তাঁর কষ্ট না হয়। কিন্তু, যে ব্যক্তি তার স্বাভাবিক জীবিকা গ্রহণের পরিবর্তে অন্যায়ভাবে ৬০ বছরেই সব রিযিক একত্রে গ্রহণ করে নেয়, সেতো বৃদ্ধ হয় না। অন্যায় ভাবে ঘুষ খেয়ে বা পরের ধণ হরণ করে রোজ রোজ পোলাও কোর্মা খেয়ে সে তো তখন হয়ে পড়ে কোরবানীর গরুর মতো। তার গর্দান মোটা, পেট মোটা, ভূঁড়ি হয় তিনহাত উঁচু। অতএব কিভাবে স্বাভাবিকভাবে তার রূহ হরণ করবেন মৃত্যুদূত? তখন, তাঁকে অবলম্বন করতে হয় বাঁকা পথ। এই কোরবাণীর গরুটাকে বাগে আনতে তাই তার জন্য পাঠানো হয় মরণব্যাধি ক্যান্সার অথবা সমজাতীয় অন্য কোন কঠিন রোগ। কারো জন্য বা পাঠানো হয় সড়ক/রেল/ জাহাজডুবি নামীয় দূর্ঘটনায় মৃত্যুর পরোয়ানা, কারো জন্য পাঠানো হয় শত্রুর ধারালো অস্ত্রের আঘাতে (কোরবাণীর গরুর ন্যায় জবাই) নিহত হবার ঘটনা।

এই ছোট্ট জীবনে ক্যান্সারাক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা অনেক দেখেছি। (তাই বলে কোন সাধু সজ্জনের যে এরূপ ব্যাধি হয় না তা নয়, সম্মানিত পাঠক পাঠিকাগণ বুঝতে ভূল করবেন না যেন)। আহা! কি করুণ, বেদনাদায়ক সেসব মৃত্যু। গলার ক্যান্সার হয়ে এমন অনেকে ২/৩ বছর বেঁচে থাকেন জীবম্মৃত হয়ে, ঘরের সবাই মজাদার সব খাবার খাচ্ছে তার সামনে আর তিনি গলায় ছিদ্র করে পাইপের মাধ্যমে তরল বিস্বাদ খাবার গ্রহণে বাধ্য হন, দিনে দিনে নাদুস নুদুস চেহারা হয়ে পড়ে একবোরে কাষ্টখন্ডের মতো, মৃত্যুর আগে হয়ে পড়েন একটা নরকঙ্কাল যেন। নিজের কামাই নিজে খাবারো সুযোগ হয়না আর। এদিকে চিকিৎসকের ফি দিতে দিতে কিংবা ঘন ঘন চেক আপের জন্য সিংগাপুর, ব্যাংকক দৌড়াদৌড়িতে বিগত ২০/২২ বছরের অবৈধ কামাইয়ের প্রায় সবটুকুই যেন হাওয়ায় মিলিয়ে যায়। তখন হয়তঃ বেচারা বসে বসে আপন মনে ভাবে, হায় একি করলাম আমি। অন্যায়ভাবে অপরের সম্পদ হরণ করে নিজের ব্যাংক ব্যালেন্স স্ফীত করে এই কি শেষ পরিণতি? এর চাইতে তো অর্ধ বেলা/ পুরোদিন উপোস করে হালাল রুজির উপর ধৈর্য্য ধারণ করে থাকাই তো ছিল বুদ্ধিমানের কাজ। কিন্তু তার এই বোধদয় তখন আর কোন কাজেই আসেনা। নিজের মনে নিজেকে গালি দেন আর নীরবে অশ্রু বিসর্জন দিতে থাকেন।

হালাল পথে উপার্জন করলে আজকে তার যে অবস্থান হতো সমাজে বা পরকালে সেটা হতো ঃ

১) ৬০ বছরের স্থলে ৮০/৯০ বছর দীর্ঘ হায়াৎ পেতেন;

২) সমাজে পরিচিত হতেন একজন পরহেজগার মুত্তাকীরূপে;

৩) পরিবার পরিজনকেও গড়ে তুলতে পারতেন নিজের আদর্শের ছাঁচে;

৪) শেষ যাত্রা হতো হাজারো গুনমুগ্ধদের জানাজা পাঠের মাধ্যমে;

৫) বংশধরদের জন্য রেখে যেতে পারতেন একটা আদর্শিক পরিচয় (মূলধন); এবং

৬) সামান্য হলেও কিছু সম্পদ যার প্রতিটি বিন্দু হতে বেরুতো হালালের খুশবু, সামান্য হলেও বরকতের দিক দিয়ে হতো অকল্পনীয়ভাবে বিশাল।

৭) পরকালে বিনা বিচারে চলে যাবেন জান্নাতে।

কিন্তু হারাম উপার্জনের ফলে এখন তার যে পরিচয় /অবস্থান তা হলো:

১) আয়ু তার ২০/২২ বছর কমে গেল;

২) মৃত্যুটা হবে অতি কঠিন এবং চরম কষ্টদায়ক উপায়ে;

৩) সমাজে পরিচিত হবেন ধোঁকাবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজ হিসেবে;

৪) নিজ পরিবার ও সন্তানদেরকেও সেই ধাঁচেই গড়ে তুলবেন;

৫) তাদের জন্য কিছুই অবশিষ্ট রেখে যেতে পারলেন না; যা থাকবে তাও ঐ অপদার্থ অকর্মা সন্তানদের দ্বারা অচিরেই ধ্বংসপ্রাপ্ত হবে;

৬) তার জানাজায় আসবে দু চারজন, যারা তারই সহযোগী/সহচর ছিল। ফলে জানাজাটা পর্যবসিত হবে একটি অর্থহীন অনুষ্ঠানে।

৭) পরকালে নিজেতো জাহান্নামে যাবেনই, সঙ্গে আরো অনেকের জাহান্নামে যাবার ব্যবস্থা করে গেলেন।

সুতরাং, আসুন আমরা সবাই সময় থাকতেই সাবধান হই। ধন্যবাদ সবাইকে।

বিষয়: বিবিধ

১৪২২ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

258458
২৬ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৫৩
আফরা লিখেছেন : আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করার ও সন্তষ্ঠ থাকার তৌফিক দিন ।আমীন ।
২৭ আগস্ট ২০১৪ রাত ০৩:৫৯
202295
ইবনে হাসেম লিখেছেন : আমীন, ছুম্মা আমীন।
258470
২৬ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:২৮
মেঘ ভাঙা রোদ লিখেছেন : আফরা লিখেছেন : আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করার ও সন্তষ্ঠ থাকার তৌফিক দিন ।আমীন ।
২৭ আগস্ট ২০১৪ রাত ০৩:৫৮
202294
ইবনে হাসেম লিখেছেন : আমীন। ছুম্মা আমীন।
258474
২৬ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৩৩
বাজলবী লিখেছেন : অাল্লাহুম্মা অাকফিনি বিহালালিকা ওয়াঅান হারামিকা ওয়াগনিনি বিফড়লিকা অাম্মান সিওয়াখ।
২৬ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৪০
202146
আবু সাইফ লিখেছেন : জাযাকাল্লাহ..


অাল্লাহুম্মাকফিনি বি হালালিকা অান হারামিকা ওয়াগনিনি বিফাদ্বলিকা অাম্মান সিওয়াক

Praying Praying
২৭ আগস্ট ২০১৪ রাত ০৩:৫৭
202293
ইবনে হাসেম লিখেছেন : জাযাকাল্লাহ্
258477
২৬ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৩৬
সাদিয়া মুকিম লিখেছেন : আল্লাহ আমাদের হালাল উপার্জন করার ও হালাল পথ থাকার তৌফিক দিন! সচেতনটামূলক পোস্টটির জন্য শুকরিয়া! Good Luck
২৭ আগস্ট ২০১৪ রাত ০৩:৫৬
202292
ইবনে হাসেম লিখেছেন : ধন্যবাদ আপনাকেও সুন্দর মন্তব্যের জন্য। আল্লাহ আমাদেরকে সচেতন হবার তৌফিক দিন, আমিন।
২৭ আগস্ট ২০১৪ সকাল ০৯:০৫
202344
বাজলবী লিখেছেন : অামিন
258495
২৬ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৪৩
শেখের পোলা লিখেছেন : আপনার ওখানের খবর জানিনা তবে আমার এখানে হালালের সংজ্ঞা একটু আলাদা৷ সরকারী ট্যাক্স ফাঁকী, ক্যাশে কাজ করে মিথ্যে কম ইনকাম দেখিয়ে স্বল্প ভাড়ায় সরকারী বাসায় থেকে সেই টাকায় খাবার না কিনলে তা হারাম নয়৷ আর হালাল সাইন লাগানো দোকান থেকে কিনলে তা হালাল৷
২৭ আগস্ট ২০১৪ রাত ০৩:৫৫
202291
ইবনে হাসেম লিখেছেন : মানুষ যেমন নিজ নিজ সুবিধার কথা বিবেচনায় নিয়ে ধর্মটাকেও করে ফেলেছে বিভিন্ন রংয়ের/ঢংয়ের তেমনি একই বিবেচনা থেকে নিজে নিজেই হালাল হারামের নানাবিধ নূতন নূতন সঙ্ঘা আবিষ্কার করেছে। কিন্তু যিনি সত্যিকার অর্থে আল্লাহর সন্তুষ্টি অর্জনে সচেষ্ট, তাঁর নিকট হালাল/হারাম তাই, যা মহান আল্লাহ ও তাঁর রাসূল বর্ণনা করে গেছেন।
২৮ আগস্ট ২০১৪ রাত ০৩:০০
202775
বৃত্তের বাইরে লিখেছেন : ধন্যবাদ শেখের পোলা ভাই আপনাকে। টরন্টে অনেককে দেখেছি ট্যাক্স ফাঁকি দেয়ার জন্য ক্যাশে কাজ করে। ট্যাক্সি ড্রাইভাররাও একই কাজ করে। অনেকে ইচ্ছে করে কাজ না করে বসে গভমেন্টের সোস্যাল খায়।
259027
২৮ আগস্ট ২০১৪ রাত ০৩:০১
বৃত্তের বাইরে লিখেছেন : নামধারী মুসলমানরা হালাল-হারাম, সুদের ব্যাপারটা আজকাল সবাই সবার সুবিধামত করে নিয়েছে। সচেতনমূলক লেখার জন্য ধন্যবাদ ভাইয়া আপনাকে।
২৮ আগস্ট ২০১৪ সকাল ১১:৩০
202850
ইবনে হাসেম লিখেছেন : পাঠ এবং মন্তব্য রেখে যাবার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আল্লাহ আমাদের সহায় হউন, আমিন।
268670
২৫ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:২৪
জাগো মানুস জাগো লিখেছেন : Practical-nice explanation.
২৫ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:২৬
212374
ইবনে হাসেম লিখেছেন : Welcome brother to my post. I am seeing you, perhaps for the first time.

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File