মুখে লাগাম দেওয়ার ব্যবস্থা করতে হবে

লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ২৬ আগস্ট, ২০১৪, ০৬:১২:২৬ সন্ধ্যা



মুখ আছে তাই বলে যা ইচ্ছে তা বলে ফেলবেন সেটা হতে পারেনা। মুখের ও একটা সম্মান আছে কিন্তু সেই মুখ যখন বাচালদের তখন আর কি করার সেই মুখ দিয়ে সীমাহীন কথাবার্তা বের হয়। অনেক কথা সমাজ ও দেশের জন্য ক্ষতিকর বিশেষ করে দেশের শীর্ষ ব্যক্তিদের কথা বলার সময় হিসেব করে বলা উচিত। এক তো জনগনের অধিকার কেড়ে নিয়ে জোরপূর্বক মন্ত্রী অন্যদিকে জনগনকে নিয়ে তামাশা।

বিদেশে জনশক্তি রফতানির ক্ষেত্রে ২০০৮ সালের আওয়ামী সরকার এবং বর্তমানের জোরপূর্বক আওয়ামী সরকার সম্পূর্ণ রূপে ব্যর্থ এখন এই ব্যর্থতা ঢাকতে "চুদুর বুদুর "কথা বলতেছেন বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ( দেশে সুর আছে তিনি শীর্ষ রাজাকারের সন্তান নিজেও রাজাকার ) ।

এটিএন নিউজের বিশেষ অনুষ্ঠান ‘কানেকটিং বাংলাদেশ’-এর সাম্প্রতিক একটি পর্বে ‘প্রবাসী শ্রমিকের সমস্যা’ শীর্ষক আলোচনায় অতিথি হয়ে এসে খন্দকার মোশাররফ মিথ্যে কথার ঝরনা ছেড়েছিলেন। তিনি সেই অনুষ্টানে মালয়েশিয়া সরকার কর্তৃক সাম্প্রতিককালে কয়েক লাখ লোককে বৈধ করে নেয়ার বিষয়টির ভুল ব্যাখ্যা দিয়ে খন্দকার মোশাররফ বলেন, “আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত প্রচেষ্টায় মালয়েশিয়া সরকার সম্প্রতি যে পাঁচ লাখ লোককে তাদের দেশে বৈধ করে নিছে, তাদের মধ্যেই কিন্তু বছরে আমাদের প্রত্যাশিত ওই এক লাখ লোক। যাদেরকে তারা বৈধতা দিছে, তাদেরকে তো আর হাওয়ায় দেয় নাই”।

“গভর্নমেন্ট-টু-গভর্নমেন্ট এগ্রিমেন্টের বাধ্যবাধকতার কারণে গত দুই বছরে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি এতটা স্লো হবে এটা কি আপনারা ভেবেছিলেন”? – প্রশ্নের জবাবে তাচ্ছিল্যের সুরে মন্ত্রীর বালসুলভ জবাব, “এইটা যদি পেয়াঁজ-মরিচ কিংবা কোনো কনজিউমেবল আইটেম হতো, তবে সেইভাবে আমরা রফতানি করতে পারতাম। মানুষ যাবে, ঐখানে যদি প্রয়োজন না থাকে, ফোর্স করে তো আর সেইখানে পুশ করা যায় না”।

এক দিকে বিদেশের সাথে সম্পর্ক আলু বর্তার মত নরম করে রেখেছেন অন্যদিকে লাগাম হীন কথা বলতেছেন জনশক্তিকে পেয়াঁজ-মরিচের সঙ্গে তুলনা করতেছেন।দেশে দেশে আজ বাংলাদেশীদের জন্য ভিসা বন্ধ রয়েছে যা দেশের জন্য লজ্জাজনক ,দেশের কুটনৈতিক তত্পরতার জন্য কলঙ্কের। তাই বলতেছি মুখে লাগাম দেওয়ার সময় হয়েছে লাগাম দেন নয়তো ফসলের জমিতে যেমন গরুকে লাগাম দিয়ে নেওয়ায় হয় জনগণ ও একই ব্যবস্থা করে ছাড়বে।

বিষয়: বিবিধ

১৪৪৪ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

258475
২৬ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৩৪
আবু সাইফ লিখেছেন : আপনি কি কখনো শুনেছেন যে গরু-ছাগলে মানুষের মত কথা বলে???

তবে কোন কোন পাখীকে কথা শেখানো যায়!


আর পুতুলে তো তাই বলবে যা তার মাঝে সেট করা আছে!
২৬ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৫৮
202161
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ঠিক ভাই মানুষ হলে মানুষের মান বুঝতে পারত
258479
২৬ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৪০
মেঘ ভাঙা রোদ লিখেছেন : কাজে নয় কথায় পারদর্শী। রাজাকার মন্ত্রী
২৬ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৫৮
202162
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : কথাটাও যদি ভালো করে বলতে পারত তা ও তো পারেনা
258485
২৬ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৫৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এটাই তো এখন মন্ত্রিত্বে যোগ্যতা!!!
মিথ্যা কথা আর সাধারন মানুষ কে মানুষ মনে না করা।
২৬ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৫৯
202163
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : হুম ,,এটাই আসল কারণ ,ধন্যবাদ
258492
২৬ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৩৩
শেখের পোলা লিখেছেন : এরা হলেন আওয়ামী মনতিরি৷ ভবিষ্যতে রাণী মায়ের উজির৷ এদের হাতে পাইক পিয়াদাও থাকবে৷ তাই সাবধান৷
২৬ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৫৯
202164
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : হ্যা ভাই সবায়েক সাবধান হতে হবে
258494
২৬ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৩৭
বুড়া মিয়া লিখেছেন : পোষ্ট কিন্তু জ্বালাময়ী হয়েছে শাহীন ভাই, ধন্যবাদ।
২৬ আগস্ট ২০১৪ রাত ০৮:০৪
202165
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : রাজাকারের জবাব এভাবে দিতে হয় ,আপনাকে ও অনেক ধন্যবাদ ভাই
258499
২৬ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৪৫
আমি মুসাফির লিখেছেন : পিয়াজ মরিচ মন্ত্রীর মুখে ঘসে দিলে ঠিক হবে। লাগাশ ছাড়া প্রধান মন্ত্রীর লাগাম ছাড়া বেয়াই।
২৬ আগস্ট ২০১৪ রাত ০৮:০৪
202166
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : কিন্তু ঘসে দেওয়ার মত যে দেশে কেউ নেই ভাই
258513
২৬ আগস্ট ২০১৪ রাত ০৮:২৫
প্যারিস থেকে আমি লিখেছেন : আমারতো মনে হয়না খারাপ কিছু বলেছেন। তিনিতো এটাই বুঝাতে চেয়েছেন যে মানুষকে পিয়াজ মরিচের মত রপ্তানী করা যাবেনা।
২৬ আগস্ট ২০১৪ রাত ১০:৩৯
202206
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনাকে অনুরুধ জনাব টুডে ব্লগের ম্যাগাজিনে গিয়ে উনার বক্তব্যের ভিডিও দেখার জন্য
258523
২৬ আগস্ট ২০১৪ রাত ০৯:০৭
আফরা লিখেছেন : ভাল বলেছেন ভাইয়া ......... Good Luck Good Luck Good Luck
২৬ আগস্ট ২০১৪ রাত ১০:৪০
202207
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : বর্তমানে লাগামহীন কথা বার্তা দেখে মনে হচ্ছে লাগাম অনেক জরুরি
258627
২৭ আগস্ট ২০১৪ রাত ০৪:২৬
কাহাফ লিখেছেন : ওদের থেকে এর চেয়ে আর কী-বা আশা করা যায়,খাসলত বলে একটা কথা আছে না.....?
২৭ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:০৭
202540
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ওরা মানুষ হবে কবে ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File