কোরআন কথা বলে সবার সাথে....! ✔✔✔আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ২০ জুন, ২০১৭, ০৬:৩৫:১৯ সকাল
কোরআন ছুয়ে দেখা হয়নি
গত ১০,২০,৩০ অথবা ৪০ বছর,
কোরআনের অর্থ কি বুঝবো
কি বুঝবো পেশ, জের, যবর?
কোরআন নিয়ে লিখতে ও বলতে
দরকার হয় কোরআনের জ্ঞান,
শুনা হয়নি কোরআনের আয়াত
শুনেছি সবে মিথ্যা মিশ্রিত গান।
কোরআন কথা বলে সবার সাথে
যত আছে মুমিন, কাফের, মোনাফেক,
কোরআন পড়ে কোরআনের পথে
এলে মানুষ হয়ে যায় নেক!
কোরআন শুধু পড়া ও শুনা নয়
কোরআন একটি উন্নত জীবন বিধান,
কোরআন পড়তে ও অর্থ বুঝতে
নিজেকে করতে হয় নিবেদন।
কোথায় আছে ন্যায়? করি হায়! হায়!
ন্যায়ের কিতাব পেছনে রেখে,
কিতাবের কথায় ব্যক্তি জীবন, সমাজ জীবন বা
রাষ্ট্র জীবনের কথা এলে মোরা নিজের থেকে যায় রুখে।
কোরআনের বিধান সহ্য হয়না, স্বার্থের
জন্য কোরআনের দেখি কতোক ব্যাবহার,
স্বার্থতো লোক দেখনো, লোক দেখনো
কাজে আত্মার কি হবে উপকার?
আত্মার উপকার পেতে হলে বুঝতে হবে
কোরআন, ফিরতে হবে কোরআনের কথায়,
জীবন মরণ আল্লাহর জন্য সপে মোহাম্মদ সাঃ এর
অনুসরনে শোকরিয়া চিত্তে লুটাতে হবে সেজদায়।
বিষয়: বিবিধ
৮৮৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বিশিষ্ট আলেম (!) জ.ই. মামুন ও পিয়ালের ফতোয়া দেখেন।
মন্তব্য করতে লগইন করুন