কোরআন কথা বলে সবার সাথে....! ✔✔✔আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ২০ জুন, ২০১৭, ০৬:৩৫:১৯ সকাল
কোরআন ছুয়ে দেখা হয়নি
গত ১০,২০,৩০ অথবা ৪০ বছর,
কোরআনের অর্থ কি বুঝবো
কি বুঝবো পেশ, জের, যবর?![]()
কোরআন নিয়ে লিখতে ও বলতে
দরকার হয় কোরআনের জ্ঞান,
শুনা হয়নি কোরআনের আয়াত
শুনেছি সবে মিথ্যা মিশ্রিত গান।![]()
কোরআন কথা বলে সবার সাথে
যত আছে মুমিন, কাফের, মোনাফেক,
কোরআন পড়ে কোরআনের পথে
এলে মানুষ হয়ে যায় নেক!![]()
কোরআন শুধু পড়া ও শুনা নয়
কোরআন একটি উন্নত জীবন বিধান,
কোরআন পড়তে ও অর্থ বুঝতে
নিজেকে করতে হয় নিবেদন।![]()
কোথায় আছে ন্যায়? করি হায়! হায়!
ন্যায়ের কিতাব পেছনে রেখে,
কিতাবের কথায় ব্যক্তি জীবন, সমাজ জীবন বা
রাষ্ট্র জীবনের কথা এলে মোরা নিজের থেকে যায় রুখে।![]()
কোরআনের বিধান সহ্য হয়না, স্বার্থের
জন্য কোরআনের দেখি কতোক ব্যাবহার,
স্বার্থতো লোক দেখনো, লোক দেখনো
কাজে আত্মার কি হবে উপকার?![]()
আত্মার উপকার পেতে হলে বুঝতে হবে
কোরআন, ফিরতে হবে কোরআনের কথায়,
জীবন মরণ আল্লাহর জন্য সপে মোহাম্মদ সাঃ এর
অনুসরনে শোকরিয়া চিত্তে লুটাতে হবে সেজদায়।
বিষয়: বিবিধ
৯৪৩ বার পঠিত, ২ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
বিশিষ্ট আলেম (!) জ.ই. মামুন ও পিয়ালের ফতোয়া দেখেন।
মন্তব্য করতে লগইন করুন