ঢাকার ঐতিহাসিক ট্র্যাজেডী HQ পিডিএফ

লিখেছেন লিখেছেন গোলাম মাওলা ২০ জুন, ২০১৭, ০৩:২৬:১৫ দুপুর

বইঃ ঢাকার ঐতিহাসিক ট্র্যাজেডী HQ পিডিএফ

লেখকঃ আনিস সিদ্দিকি

প্রকাশনীঃ নওরোজ সাহিত্য সম্ভার

দামঃ৮০(৬০) টাকা

লিংকঃ https://www.pdf-archive.com/2017/06/20/dhakar-oitihasik-tragedy/

ধন্যবাদঃ কাজী মাহমুদুল হক

------সব্বাইকে ঈদ শুভেচ্ছা।

সুর্য তখন ডুবে গেছে। পশ্চিমাঞ্চলে। মাগরিবের নামাজে দাঁড়িয়েছেন বাবা আদম । এমন সময় বিজয়ী বেশে উন্মুক্ত তরবারি হাতে সেখানে হাজির হলেন স্বয়ং রাজা বল্লাল সেন। দেরী সহ্য হলো না তার। প্রচন্ড আঘাত হানলেন দরবেশের মাথায়। কিন্তু ফল হলো না কিছুই। পাগড়ির ঝুলন্ত অংশ পর্যন্ত রইলো অক্ষত | অবাক হলেন বল্লাল সেন। তরবারি উত্তোলন করলেন আবার । এই সময় নামাজ শেষ হলো বাবা আদমের। সালাম ফিরায়ে আরম্ভ করলেন দীর্ঘ মোনাজাত। মোনাজাত শেষে অনেক কথা কাটাকাটি হলো রাজার সাথে। পরিশেষে তিনি বললেন,-খোদার ইচ্ছায় বিধমীর হাতেই মুহুর্তে মৃত্যু হবে আমার। কিন্তু তোমার তরবারিতে নয়। এই নাও আমার তরবারি। আঘাত হানো। এবার ঠিক কামিয়াব হবে। তবে তুমি বাচতে পারবে না। খোদার অভিশাপ নেমে আসবে তোমার উপরে । তোমার পাপে অনেক নিরীহ ব্যক্তি হয়তো প্ৰাণ হারাবে। দম্ভকে খোদা সহ্য করেনা। নিজের ভালো তুমি বুঝলে না। জয়নামাজের নীচ থেকে তরবারিটা বের করে দিলেন বাবা আদম । বললেন,- এবার আঘাত হানো । আদমের মাথার উপর উত্তোলন করে বললেন,-এতোদিন অনর্থক ভয় করতাম মুসলিম শক্তিকে। অনেক রাজা মোকাবেলা করতে সাহস পাননি মুসলমানদের। কিন্তু আমি দেখলাম, কিছুই না। সাহস করলে, বীরের মতো যুদ্ধ করতে পারলে মুসলমানদের পরাজিত করা কঠিন কিছু নয়। —রাজা, ভুল করছো। আমরা যোদ্ধা নই। ধর্ম প্রচারক। মুসলিম সৈনিকদের সাথে শক্তি পরীক্ষার সুযোগ তোমার জীবনে হবে না। তার আগেই খোদার অভিশাপ নেমে আসবে তোমার পরিবারে। নির্বংশ হবে তুমি। দরবেশের কথা শেষ হতে পারলো না। দাঁড়িয়ে অভিশাপ শোনার ধৈর্য তার ছিল না। দরবেশের তরবারি দিয়েই আঘাত হানলেন তিনি দরবেশের কাধে । এবার সহজে তিনি দূরে। এই সময় কোন ফাঁকে তার জামার নীচ থেকে পায়রা বেরিয়ে গিয়েছিল, জানতে পারেননি। তিনি। বিজয়ের আনন্দে তখন তিনি আত্মহারা । আত্মীয়বর্গ তখন প্রাসাদের ছাদে দাড়িয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন দিনশেষে যুদ্ধের খবর শোনার জন্য। সেদিন কোনো দূত যায়নি। পতপত করে হাজির হয়েছিল বল্লাল সেনের নিয়ে যাওয়া সেই বিশেষ পায়রাটা। পায়রা জানতো না, কতো মারাত্মক পরিণতির ভয়াবহ সংবাদ সে পৌঁছে দিয়েছিল প্ৰাসাদের অধিবাসীদের কাছে। মুহুর্তে মৰ্মভেদী কান্নার রোল উঠলো সমগ্র রাজপ্রাসাদে। বিলাপ করার সময় ছিল না তাদের হাতে। অগ্নিকুণ্ডে শুকনো কাঠ সরবারহ করা হলো। বেশি পরিমাণে ঢেলে দেওয়া হলো কয়েক টিন ঘি। বিজয় উন্মত্ত মুসলিম সেনারা অচিরেই পৌছে যাবে প্রাসাদে।

এই রকম নানা ঐতিহাসিক কাহিনীর বর্ননা আছে এই বই এ-----

জানতে হলে পড়তে হবে এই বই।

ধন্যবাদ, রোজার সামনের দিন গুলি কেটে যাবে আনন্দে।

বিষয়: বিবিধ

১১১৫ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

383393
২১ জুন ২০১৭ রাত ০৩:২০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File