বন্ধুর ভুল গুলো শুধরে দিও... ✔✔✔ আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ২০ মার্চ, ২০১৭, ১২:২০:২৩ রাত



ক্ষমা করে দিও বন্ধু, যদি

দেখ বন্ধুর দোষ ত্রুটি,

ভুলের কারণে কখনো বন্ধ

করোনা কারো রুজি রুটি।

Happy

বন্ধুর ভুল গুলো শুধরে

দিও, একান্ত আপন ভেবে,

শুধরে দিলেইতো তুমি

তাহার প্রকৃত বন্ধু হবে।

Happy

ভুল দেখেও নিশ্চুপ থাকা

নহে বন্ধুত্বের পরিচয়,

ভুল শুধরে দিয়ে ফেরাতে

হবে মানবতার জয়।

Happy

মানুষ ভুল করে, ভুল

থেকে ফিরেও আসে,

সংশোধনের ফুল গুলো

মানুষের জন্য প্রতিনিয়ত হাসে।

Happy

হাসি ভরা ফুল যে নেবে

হতে তুলে গভীর যত্ন করে,

তাহার জন্য সুন্দর ইহকাল-

পরকাল অপেক্ষা করে।

বিষয়: বিবিধ

১০১৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File