ঐক্যবদ্ধতাই একটি সুন্দর ও সমৃদ্ধশালী দেশ গড়ার চাবিকাঠি
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৯ মার্চ, ২০১৭, ০৮:১০:০৮ রাত
একাত্তরে অগণিত মানুষের প্রাণের বিনিময়ে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয় এ দেশ। পৃথিবীর মানচিত্রে প্রতিষ্ঠিত হয় লাল-সবুজের বাংলাদেশ। একটি পতাকা, একটি জাতি ও একটি ভূখণ্ড পাই। দীর্ঘ সংগ্রামের পর অর্জিত স্বাধীনতার যে স্বপ্ন ছিল তার কতটুকু বাস্তবায়ন হয়েছে সে হিসাব জনগণই করবে। এরপরও স্বপ্নের দিকে আমাদের যাত্রা অবিরত রাখতে হবে। শিক্ষাদীক্ষা, অর্থনীতি, সুশাসন আর শান্তিতে আমাদের উন্নতি করতে হবে। বিশ্বে একটি আদর্শ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে কঠোর পরিশ্রম করে যেতে হবে। দীর্ঘ পথচলায় এ দেশে এসেছে বহু ঝড়। সব ঝড় মোকাবেলা করে এ দেশের মানুষ বারবার ঘুরে দাঁড়িয়েছে। যদিও স্বাধীনতার পর থেকে যে ধরনের উন্নয়ন হওয়ার কথা ছিল তা পুরোপুরি হয়নি। কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা দেশের উন্নয়নকে বারবার ব্যাহত করেছে। এরপরও থেমে থাকেনি উন্নয়নের চাকা। উন্নয়নের ছোঁয়া লেগেছে দেশের বিভিন্ন স্থানে। এসব কিছু দেশের মানুষের অবদান। অবশ্যই রাজনৈতিক নেতৃত্ব এতে সম্পৃক্ত। বড় বড় সেতু, শিল্পকারখানা, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি ক্ষেত্রে অগ্রসরতা লক্ষণীয়। স্বাধীনভাবে মত প্রকাশ, নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ, সুশাসন ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমাদের রাজনৈতিক নেতৃত্বকে ঐকমত্যে পৌঁছতে হবে। কোনোভাবেই যেন এগুলো হরণ না হয় সে সিদ্ধান্ত নিতে হবে। কাউকে দমিয়ে রাখার চেষ্টা কখনো সুফল বয়ে আনেনি, আনবেও না। একটি সুন্দর ও সমৃদ্ধশালী দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবেই এগিয়ে যেতে হবে। বিভেদের দেয়াল ভেঙে, প্রতিহিংসাকে দূরে ঠেলে আমাদের এগিয়ে যেতে হবে। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত একটি উন্নত দেশ গড়ার যে স্বপ্ন নিয়ে স্বাধীনতা এনেছে এ দেশের মানুষ, সে স্বপ্নের বাস্তবায়নে দৃঢ়পদে সামনে অগ্রসর হওয়াই এ মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন। প্রতি রাতে এ দেশের মানুষ একটি সুন্দর স্বপ্নের সকাল দেখবে বলে ঘুমোতে যায়। এমন একটি স্বপ্নের সকাল দেখার প্রত্যাশায় থাকি নিয়ত। গড়ে উঠুক সবার প্রচেষ্টায় সেই স্বপ্নের বাংলাদেশ।
বিষয়: বিবিধ
৭৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন