শ্বশুর বাড়ির ভিক্ষুক...

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০৭ নভেম্বর, ২০১৬, ০৪:৪২:২৭ বিকাল



আমাদের চিন্তা চেতনার কিছুটা হলেও পরিবর্তন জরুরি তা নিচের লেখায় ফুটে উঠেছে বলে আমি মনে করি। ভিক্ষার থালা হাতে আমরা আর কত গুরবো আর কত???

শ্বশুর বাড়ির ভিক্ষুক

"""""""""""""""""""""

যৌতুক দেয়া এবং নেয়া

দুটোই অপরাধ,

এ কাজে তাই সর্বলোকে

জানায় নিন্দাবাদ।

Happy

যৌতুক নিয়ে বিয়ে-শাদি

করে থাকে যারা,

শ্বশুরবাড়ির নিম্নস্তরের

ভিক্ষুক হলো তারা।

Happy

নারী-পুরুষ যখন হবে

যুগলবন্ধি ভবে।

তখন তাদের পরস্পরের।

জীবন সার্থক হবে।

Happy

একারণে দুয়ের মাঝে

ঘটাতে মেলবন্ধন,

মানবরাজ্যে চলে থাকে

বিয়ের আয়োজন।

Happy

বিয়ে মানে হয়ে যাওয়া

দুজনে দুজনার,

সুখে-দুঃখে, মিলে মিশে

গড়া প্রীতির সংসার।

Happy

যৌতুকলোভী পাপীর কিন্তু

নেই এমন চেতনা,

নববধু হয় কেবল তার

যৌতুকের প্রেরণা।

Happy

যৌতুক অংকের যোগ বিয়োগে

হেরফের হয়ে গেলে,

এ পাপিষ্ঠ বধু নিয়ে

ত্রাসের খেলা খেলে।

Happy

বিয়ে করার প্রাক্কালে যে

সুপাত্রীর সন্ধানে,

নলার মজ্জা পানি করে

হেটে নানা স্থানে।

Happy

বহুদিনের সাধনায় তার

যে সুপাত্রী পাওয়া,

যৌতুক পেতে তাকেও সে

মারতে করে ধাওয়া।

Happy

দৈহিক ও মানসিক পীড়ন

চালায় তার উপরে,

চাকু এবং বেত মেরে তার

দেহ ক্ষত করে।

Happy

এ সমাজে আরো বহু

আছে নর পিচাশ,

যৌতুক পেতে বউকে মেরে

করে থাকে উল্লাস।

Happy

কেহ মেরে গরম পানি

ঝলসায় বধুর দেহ,

যে দেহ তার গড়ে পেয়ে

মাতাপিতর স্নেহ।

Happy

এভাবে যে কতো নারী

এ দেশের ভেতরে,

যৌতুক লোভীর নিপীড়নে

গিয়েছে কবরে।

Happy

নারীজাতি বলতে বুঝায়

মা, বোন, বধু, মেয়ে,

কেন তারা থাকবে বলো

এমন দুঃখ পেয়ে?

Happy

বিয়ের আগে নারীর মোহর

করতে হয় উসুল,

মুসলিমদেরকে এ নির্দেশ দেন

আল্লা' ও রাসুল।

Happy

এটি কিন্তু বৃদ্ধি করে

নারীদের সম্মান,

মানতে হবে এ নীতিটি

সকল মুসলমান।

Happy

শ্বশুর বাড়ির ভিক্ষুকেরা

সারা দেশে আজ,

কলুষিত করে রাখছে

নারীদের সমাজ।

Happy

বাংলাদেশের কুলাঙ্গার সব

এ ভিক্ষুকদের দলে

ঝাড়ু-জুতা মার তাদের

পেলে লোক সকলে।

Happy

বরে যৌতুক নেয়া হারাম

বলেছে ইসলামে,

এ আদেশ না মানলে কিন্তু

যাবে জাহান্নামে।

Happy

পাপ করো না এ ভিক্ষুকদের

করে ভিক্ষা দান,

যৌতুককে 'না' বলে বাড়াও

নারী জাতির মান।

......

লিখেছেনঃ মুহাম্মদ আবদুল মান্নান ইয়াকুবী

বিষয়: বিবিধ

১২৫১ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

379546
০৭ নভেম্বর ২০১৬ সন্ধ্যা ০৬:৩৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এএহে!!
এভাবে বলা ঠিক না নিজের ই শশুরবাড়ি তো!
০৭ নভেম্বর ২০১৬ সন্ধ্যা ০৭:৪০
314231
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : নিজের বলেই যথাযথ আবদার!
379548
০৭ নভেম্বর ২০১৬ রাত ০৮:১০
গাজী সালাউদ্দিন লিখেছেন : অসম্ভব ভালো লেগেছে কবিতাটি। ঈক কথায় অসাধারণ!
০৭ নভেম্বর ২০১৬ রাত ১১:৩৫
314238
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ, ভাইয়া ওনি আমার একজন শ্রদ্ধাভাজন আমি অনুরোধ করে ছিলাম একটি যৌতুক নিয়ে লিখতে লিখেছে।
আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।
379554
০৭ নভেম্বর ২০১৬ রাত ০৯:১৮
আফরা লিখেছেন : কবিতাটা পড়েও মজা পেয়েছি । ধন্যবাদ ভাইয়া
০৭ নভেম্বর ২০১৬ রাত ১১:৩৫
314239
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ, আপনিও বেশ মজা করে লিখেন যদিও ব্লগে আগের মত সময় দিতে পারিনা।
379562
০৭ নভেম্বর ২০১৬ রাত ১০:৩১
কুয়েত থেকে লিখেছেন : শ্বশুর বাড়ির ভিক্ষুক অনেক ভালো লাগলো কবিতাটি আপনাকে অসংখ্য ধন্যবাদ
০৭ নভেম্বর ২০১৬ রাত ১১:৩৬
314240
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : অসংখ্য ধন্যবাদ ভালোলাগা অনুভূতি রেখে যাবার জন্য।
379563
০৭ নভেম্বর ২০১৬ রাত ১১:২৭
তবুওআশাবা্দী লিখেছেন : আমি নিজে কত ধোনি তা জানিনা | আমাকে আদৌ ধোনি বলা যাবে কিনা কিনা তাও জানিনা | কিন্তু ভাবতে খুবই ভালো লাগছে যে আপনার কবিতার কোনো স্কেলেই আমি ভিক্ষুক নই ! ধন্যবাদ অনেক কবিতার জন্য |
০৭ নভেম্বর ২০১৬ রাত ১১:৩৮
314241
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ। আমারা ভিক্ষুক বিহীন সমাজ দেখতে চাই। দোয়া কাম্য।
379587
০৮ নভেম্বর ২০১৬ সন্ধ্যা ০৬:২৪
আবু জান্নাত লিখেছেন : ভালো লাগলো, শেয়ার করার জন্য ধন্যবাদ
০৯ নভেম্বর ২০১৬ রাত ১২:৩৩
314274
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
379592
০৮ নভেম্বর ২০১৬ রাত ০৯:২৩
স্বপন২ লিখেছেন : Excellent!
০৯ নভেম্বর ২০১৬ রাত ১২:৩৪
314275
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ।
379638
১১ নভেম্বর ২০১৬ দুপুর ১২:১০
হতভাগা লিখেছেন : যৌতুক নিলেও কিংবা নাইবা নিলেও

মানতে হয় বউয়ের আজ্ঞা

তবে কেন যৌতুক নিয়ে

এত নিষেধাজ্ঞা

পুরুষ তথা স্বামীর দাপট আছে কি সংসারে

বউয়ের আজ্ঞাবহ হয়েই চলতে হয় যে তাকে

যৌতুকবিহীন বিয়েতে কি বউয়েরা হয় অনুগতা

সংসারের রাজ হাতে নিতে করে নানা ছুতা

অশান্তি আর অভিযোগের আগুন লাগায় সংসারে

শান্তি সেথায় মনে হয় ছিল না কোন কালে

এতই যখন অপমান , অবমান আর নেই সুখ
কি যায় আসবে হলে তাতে শশুড় বাড়ির ভিক্ষুক

১২ নভেম্বর ২০১৬ রাত ০১:৩৭
314309
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor
382008
২৫ ফেব্রুয়ারি ২০১৭ দুপুর ১২:৩৭
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! অসাধারণ লিখেছেন তাও যদি আমাদের যুবকদের জ্ঞানের বোধদয় ঘটে..........।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File