চন্দ্রঘোনায় নতুন পেপার মিল
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৭ নভেম্বর, ২০১৬, ০৪:৩৪:৫১ বিকাল
বর্তমান সরকারের সময়োপযোগী নানা উদ্যোগে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত হওয়ায় ডুইং বিজনেস সূচকে উন্নয়ন আর অব্যাহতভাবে শিল্প সহায়ক অবকাঠামোর নিমার্ণের ফলে বাংলাদেশ এখন বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষনের কেন্দ্রে পরিণত হয়েছে। একই সঙ্গে বিদেশি বিনিয়োগ আকর্ষনে মাননীয় প্রধানমন্ত্রীর নিরলস প্রচেষ্টাও এ বিষয়ের ইতিবাচক অগ্রগতিতে ফলপ্রসূ ভূমিকা রেখে চলেছে। সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রীর সৌদি আরব সফরের সাফল্য আর অন্যান্য ইতিবাচক অনুঘটকের যুগলবন্দীতে সৌদি সরকারের অর্থায়নে দৈনিক এক হাজার টন কাগজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে চন্দ্রঘোনায় স্থাপিত হচ্ছে একটি নতুন পেপার মিল। সৌদি উদ্যোক্তা প্রতিষ্ঠান আল রাজি গ্রুপ এই প্রকল্পে বিনিয়োগ করবে দুই হাজার ৩০০ কোটি টাকা। সম্পূর্ণ দেশীয় কাঁচামাল দিয়ে উৎপাদিত এই মিলের কাগজের ৩৯ শতাংশ বাংলাদেশ এবং ৬১ শতাংশ আল রাজি গ্রুপ পাবে। চলতি বছরে প্রধানমন্ত্রীর সৌদি সফরকালীন জেদ্দা চেম্বার অব কমার্সের সভায় সৌদি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানানোর পরিপ্রেক্ষিতে আল রাজি গ্রুপের পক্ষ থেকে বিসিআইসির আওতাধীন কারখানা কর্ণফুলী পেপার মিলস লিমিটেড (কেপিএম) সংলগ্ন কারখানার নিজস্ব জমিতে ৩৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন পাওয়ার প্ল্যান্ট ও বার্ষিক তিন লাখ টন কাগজ উৎপাদন ক্ষমতাসম্পন্ন অত্যাধুনিক প্রযুক্তির একটি কাগজ কারখানা স্থাপন করার ব্যাপারে সম্মত হয়। বিদ্যুৎ কারখানায় উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। পুরাতন কারখানার পাশে নতুন কারখানা স্থাপনের মাধ্যমে পেপার মিলের প্রাথমিক কাজ শুরু করা হবে। নতুন মিল স্থাপিত না হওয়া পর্যন্ত পুরনো যন্ত্রপাতি দিয়েই কেপিএমের উৎপাদনের ধারাবাহিকতা অব্যাহত রাখা হবে। নতুন মিল স্থাপিত হওয়ার পর পুরনো মিলটি সরিয়ে ফেলা হবে। নতুন কাগজ কল চালু হলে এখানে প্রায় পাঁচ হাজার মানুষের কর্মসংস্থান হবে। চন্দ্রঘোনায় প্রাকৃতিক উৎস থেকে কাঁচামালপ্রাপ্তির অপার সম্ভাবনা এবং কর্ণফুলী নদী পথে ভারী যন্ত্রপাতি ও কাঁচামাল পরিবহনের সুবিধা থাকায় সৌদি উদ্যোক্তারা এখানে কাগজ কল স্থাপনে বিনিয়োগ করছে। উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখতে পারলে এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের শিল্প খাতে একটি মাইলফলক হিসেবে আত্মপ্রকাশ করবে।
বিষয়: বিবিধ
১০১৪ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন