'''''''''''''আমার বাবা'''''''''''''আমি বাবা'''''''''''''''' ✔✔✔আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১৯ জুন, ২০১৬, ০৫:২৬:৫৭ বিকাল



.......আমার বাবা

বাবা আছে এখনো

যেন ছাদ আছে আমার মাথায়,

বাবা এখনো সব-

কিছু গুছিয়ে দেয় আমায়।

Rose

আমার ভুল চিন্তা দেখলে

বন্ধুর মত দেন তিনি সুধরে,

বাবার প্রতি ভালোবাসা

আছে আমার অন্তরে।

Rose

বাবা অসুস্থ শুনলে

কেঁদে উঠে মন,

শত কষ্টেও বাবা আমায়

বুকে রেখেছে করে আপন।

Rose

মাঝে মাঝে মনে হয়

যেন বন্ধু, তিনি বাবা নন!

ভালোবাসা নিও বাবা, প্রবাসে আছি

আমি, তোমাতে পড়ে থাকে মন।

Rose

.....আমি বাবা

আমি বাবা আমার

আছে আদরের সন্তান,

বয়সে কম হলেও সে হেসে খেলে

জয় করেছে আমার মন।

Rose

তারি তরে মন ছুটে চলে

নদীর স্রোতের মত,

তাহার হাসি খেলা-

দেখিতে চাই মন অবিরত।

Rose

প্রবাস জীবনে ভিডিওতে-

দেখা হয়, হয়না বাস্তবে দেখা,

ভিডিওতে মন ভরেনা

মনে রয়ে যায় শূন্যতার রেখা।

Rose

ভালোবাসার কল্প ছায়ায়

দাড়িয়ে থাকি শূণ্য মনে,

কল্পনায় পেয়ে বসে যেন ডাকে সে

বাবা বাবা এই আকুল আহবানে!

Rose

প্রতিদিনই বাবা দিবস!

বিষয়: বিবিধ

১৬০০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

372491
১৯ জুন ২০১৬ বিকাল ০৫:৪০
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : সুন্দর প্রকাশ,
প্রতিদিনই বাবা দিবস!..ধন্যবাদ..
১৯ জুন ২০১৬ রাত ০৯:৪৩
309276
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ অনুভূতি পেশ করার জন্য।
372504
১৯ জুন ২০১৬ রাত ০৮:২৯
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : খুব সুন্দরভাবে মনের অনুভূতি প্রকাশ করেছেন ভাইয়া।
১৯ জুন ২০১৬ রাত ০৯:৪৪
309277
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : অসংখ্য ধন্যবাদ, আপনার উপস্থিতি সত্যিই অনুপ্রাণিত করে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File