নীতি ধরে রাখার রিতি তৈরি হোক...!
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ২৪ এপ্রিল, ২০১৬, ০২:০৮:৫১ রাত
নির্বাচনে দলীয় প্রভাব বিস্তার করে
জয়ী হয়ে সুখ হবেনা নেতার মনে,
নেতার মন হবে পুলিশ পুলিশ
বসবেনা মন জনগণের কল্যাণে।
হে নেতা নিজের যোগ্যতা
তৈরি করো পেতে জনগণের মন,
এলাকায় সুষ্ঠু বিচার ও উন্নয়নে
প্রকাশ পাক নেতা সৎ জন।
ন্যায়ের ফসল ফলিয়ে এলাকায়
প্রতিযোগিতা হোক নেতৃত্বের,
হিংসা বিদ্ধেষ নয় জিতে এসে
নেতাকে হতে হবে সবার।
সাংবিধানিক দায়িত্বের সাথে
একত্বতা ঘটালে প্রকাশ পাবে পরিচয়,
আগামী দিনে মানুষের ভালোবাসা
পেতে নেই আর কোন ভয়!
মানুষের ভালোবাসা পেলেই
নেতৃত্ব মজবুদ হয় যুগে যুগে প্রমাণ,
৭০/৭১এ মানুষের ভালোবাসা পেয়ে
নেতা হয়েছিলেন শেখ মুজিবুর রহমান।
নেতার নেতৃত্ব গ্রহণযোগ্যতা পায়
নীতির কাছে থাকলে পরাজিত,
নীতি হারালে নেতা নাম থাকে
থাকেনা নেতৃত্বের মূল শর্ত।
নীতির বিরুদ্ধে লড়াইয়ে যাওয়া
ঠিক নয় যুগে যুগে প্রমান করেছে সময়,
নীতি ধরে রাখার রিতি তৈরি হোক
নির্বাচনে আসুক জয় অথবা পরাজয়।
বিষয়: বিবিধ
১২৬৬ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নীতি ধরে রাখার রীতি সবার জন্যই কল্যাণকর।
মন্তব্য করতে লগইন করুন