মাম দ্য জুনিয়র!
লিখেছেন লিখেছেন udash kobi ২৪ এপ্রিল, ২০১৬, ০১:৩৫:২৯ রাত
আকাশের কান্না দেখে, মাল গোছাতে ত্রস্ততা ছিল
দৃষ্টিটা ছিল ঠিক আত্মমগ্নতায়, নিজের ভুবনে।
হঠাৎ তেরেসা বলে উঠল- আমার ছোটবোন!
আমি অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে দেখি-
দুই রূপসী দাঁড়িয়ে আছে ওর পাশে।
আমার প্রশ্নবোধক চাহনীতে
সে আমার ভাষা বুঝেছিল-
"তোমার আকৃতি আর রঙের তো কোনো মিল নেই!"
আমার নিরবতার মাঝে সে বলল- এ আমার মা!
দুইজনের মাঝে বড়টার প্রতি ইঙ্গিত করে-
মাম দ্য জুনিয়র! আমি তো অবাক
-শুধু তোমাদের সমাজেই কেন, আমার পিতাও পারে।
আমি কিছুই বলি নি, শুধু অভ্যর্থনার সম্বোধন ছাড়া
ওরা চলে গেলে সে বলল, পিতারাই কেন শুধু...
আমার মুখে উত্তর তৈরিই ছিল। বলার আগেই সে বলল-
তোমার হৃদপিন্ডটা কিভাবে দুইভাগ করবে?
বিষয়: সাহিত্য
১০১৫ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন