পাখির জীবন থেকে মানুষের জন্য শিক্ষা....! ✔✔✔ আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১৯ এপ্রিল, ২০১৬, ০৫:০৮:৫৭ বিকাল
ডাস্টবিনের ময়লার স্তুপ থেকেও
শিক্ষার ফর্মুলা পাওয়া যায়,
ডাস্টবিনের কাছে এসে রোজ
কাক পাখিটি খাবার টুকরে খায়।
কাকের জীবন থেকেও
শিক্ষার ফর্মুলা পাওয়া যায়,
কাকের বাসায় কোকিলের ডিম
হলেও সে আদরে বাচ্চা ফুটায়!
কোকিলের জীবন থেকে পায় শিক্ষার
ফর্মুলা কন্ঠে মধু, কর্মে অলসতা,
সব জায়গার শিক্ষা বুঝে নিয়ে
নিশ্চিত করতে হবে নিজের সততা।
বাবুই পাখির জীবন থেকে
শিক্ষার ফর্মুলায় শিখি সংগ্রামী হতে,
বাবুই পাখির বৈশাখ জৈষ্ঠের জীবন
দেখে শিখি শত প্রতিকুলতায়ও টিকে থাকতে।
হুতুম পেঁচার জীবন থেকে শিক্ষার ফর্মুলায়
শিখি নীরব থাকতে সময়ের প্রয়োজনে,
ময়না পাখির কথা বলা দেখে
সফলতার প্রত্যাশায় মুখ খুলি আনমনে।
বুলবুলি পাখির জীবন থেকে শিক্ষার
ফর্মুলা পাই থাকবে সমাজে রংবেরঙের চরিত্র,
শালিক পাখির কিচিরমিচির আওয়াজে
খুঁজে পাই বসন্ত আগমনের চিঠি সচিত্র।
বক পাখির জীবন থেকে শিক্ষার ফর্মুলা
পাই ছুটে চলতে কাজে প্রতিদিন ভোরে,
মা-মুরগির জীবনের শিক্ষার ফর্মুলায়
কর্ম শেষে ফিরতে শিখছি ঘরে।
বিষয়: বিবিধ
১৯২৭ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সময়োপযোগী এবং শিক্ষণীয় পোস্ট। ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন