দেশে আইনের শাসন আছে বলেইতো আমেরিকার ঘটনায় বাংলাদেশে আসামী গ্রেপ্তার!
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ১৯ এপ্রিল, ২০১৬, ০৭:১৩:৫২ সন্ধ্যা
বেটার সাহস বটে, ইস্কাটনে বসে যুক্তরাষ্টে থাকা আওয়ামীলীগ হত্যা করতে চায়, তাও আবার যেন-তেন মানুষ নয় একদম সাচ্চা আওয়ামী লীগ।!!
খালেদা জিয়া যদি গৃহবন্দী থেকে বাসে আগুন লাগিয়ে মানুষ হত্যা করতে পারে আর তাঁর জন্য তাকে আদালতে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থেকে জামিন নিতে হয়।
এম কে আনোয়ার যদি ঢাকায় বসে কুমিল্লায় বাসে আগুন দিতে পারে আর তার জন্য জেলে যেতে হয়, সেখানে শফিক রেহমান ইস্কাটনে বসে যুক্তরাষ্টে একজন আওয়ামী লীগকে হত্যা চেষ্টা করলে ৫/৭ দিন রিমান্ডতো কিছুইনা।
দেশে আইনের শাসন আছে বলেইতো শফিক রেহমান বেচে গেল, তা না হইলে হয়তো ইলিয়াস আলী বা ঢৌধুরি আলমের ভাগ্যবরন করতে হত।
বাংলাদেশের পুলিশ।আমেরিকায় ঘটে যাওয়া ঘটনার তদন্ত্র করে আসামী গ্রেপ্তার করে ফেলল।!!!
তনুকে ভাল্লুকে হত্যা করেছে তাও পাওয়া গেল।!!!
পাওয়া গেলনা আমার রিজার্ভের টাকা কে নিল তার খবর!!!!!
হায়রে দুর্ভাগা মেঘ শুধু তোর বাবা মাকে যারা হত্যা করেছে তাদের পায়না আমাদের পুলিশ।
মাহমুদুর রহমান ৮০ এর অধিক মামলায় জামিন পেলেও মুক্তি মেলেনা, মাহফুজ আনাম ৭৬ মামলার আসামী হয়ে কয়েকটায় হাজিরা দিয়েই তা থেকে মুক্ত।
সংগ্রহিত
বিষয়: বিবিধ
১২২১ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে অনেক ধন্যবাদ
১০০% একমত
আপনাকে অনেক ধন্যবাদ
কিন্তু কথা হলো আমি দেশে থাকলে তো সেটা সহজ হতো এখন ...........
তাইতো আমাদের ব্লগের নিয়মিত পাঠক আওয়ামি ঘরানার লোক সে বলতেছে এত সাহস থাকলে দেশে আসেন তখন বুঝবেন ......সবাই তো অস্রের মুখে মাথা দেওয়া যাবে না , সংগ্রামে যে যার মতো পারা যায় বাতিলের বিরুদে্ধ তাই করতে হবে
ধন্যবাদ
ইন্ডিয়ান কোন চ্যানেলে একটা সিরিয়াল ছিল ; সাস বি কাভি বহুথি( শাশুড়ী ও এক সময় বউ ছিল)
হাসিনা বিভিন্ন দেশের এমন কি নিজের গুষ্টির ইতিহাসটাও ভুলে গেছে তাই ওর জন্য আফসুসু করা লাগে কারন পরিনতি কেমন ভয়াবহ হবে সেটার জন্য
হবারও কথা । কারণ হাসুবু যেভাবে শুরু করেছেন তাতে পালিয়ে না থেকে কিছু একটা কাব যাব করে গ্রফতার বরণ করে নেওয়াই বুদ্ধিমানের কাজ ।
অধিকাংশ বিএনপি নেতা এই থিওরী ফলো করছেন ।
আর জামায়াতের ব্যাপারে জিরো টলারেন্স
হিটলারের অন্ধ সমর্থকরা বাহাবাহা দিচ্ছে আসলে ওরা বুঝতে পারেনি হাসিনার পিঠে দেয়াল ঠেকেে গেছে
হাসিনা হয়তো পালাতে পারবে কিন্তু ওর অন্ধ ভক্তদের অবস্থা লাওয়ারিস কুত্তার মতো হতে.............সামান্য অপেক্ষার পালা
চীরদিন আওয়ামিলীগ ক্ষমতায় থাকবে
দেশের বাকীরা এত দামড়া না
২০১৪ সালে সম্ভব হয়েছিল হাসিনার মিথ্যা আশ্বাসের কারনে এবার কিন্তু..........বেশী ক্ষতি হবে সোর্সদের
নির্বুদ্ধিাতার পরিচয় দিলে লোকজন হাসবে
ঐ সময়ের সিদ্ধান্ত যে চরম একটা বোকামী ছিল এটা বিএনপি-জামায়াত এখন ভালই টের পাচ্ছে ।
সে সময়ে মনে করেছিল যে , অনসঘ না নিলে নির্বাচনের গ্রহনযোগ্যতা কমে যাবে । বিদেশী বাবারা চাপ দিয়ে তাদেরকে ১.৫/২ বছরেই ক্ষমতায় বসিয়ে দেবে।
এখন তো তারেকের পছন্দের বিজেপিও মজে আছে হাসিনাতে ।
মন্তব্য করতে লগইন করুন