অমঙ্গলের প্রতীক
.।
লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ১৯ এপ্রিল, ২০১৬, ০৮:১৭:০১ রাত
চোর-ডাকাত, চোরাকারবারী, ত্রাস সমাজের কীট
সুদখোর-মদখোর-ছিনতাইকারী নিকৃষ্ট জীব।
হেরোইন, গাঁজা, ইয়াবা, পতিতালয় নষ্ট চক্র
শয়তানী রসম-রেওয়াজ, নকলবাজ হৃদয় বক্র।
বদমাইশ, ভন্ড, দালাল ভিনদেশি চর প্যাদানি,
ধর্মাপরাধী, দ্বীন বিরোধী ছদ্মবেশী কাদিয়ানী।
করে হিংসা-বিদ্বেষ, বহি:শক্তির চর নাদান গং
দিনকে রাত বানাতে ওস্তাদ খবরে মেখে রং।
---------
লালাসক্ত জিভ ভয়ানক প্রবল জগদ্দল পাথর
শুধু চায়, লুটে পুটে খায়, বেশরম-বেশ্যা ইতর।
অপসংস্কৃতির সয়লাব বয়ে যায়, সংস্কৃতির নামে
আকাম-কুকামে পরিচয় দেয়, ডানে নয় বামে।
জঘন্য কারবারী তোদের তরে শত লক্ষ ধিক,
অমানুষ দানব ধ্বংস মানবতা অমঙ্গলের প্রতীক।
(বি.দ্র : লেখা ও ছবির সাথে মিল না খুঁজলে কৃতার্থ হবো)
=====
বিষয়: সাহিত্য
১২১০ বার পঠিত, ২৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কে আছ জোয়ান
হও আগুয়ান
কবিতা খানি মোরে
বুঝাই দিয়া যান
"সহজ করে লিখতে আমায় কহ যে,
সহজ করে যায় লিখা সহজে?"
ঠিক আছে। আপনার জন্য সহজ কবিতা পোস্ট করবো।
গালিগালাজ করা ভালো কাজ নয়- যদিও ওরা সেসবের উপযুক্ত!
অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন