ব্লগে দেখি পোস্টের বন্যা বইতে শুরু করেছে
লিখেছেন লিখেছেন গাজী সালাউদ্দিন ১৯ এপ্রিল, ২০১৬, ০৮:৩০:৪১ রাত
ব্লগে সুদিন বুঝি ফিরেছে
খুশিতে মন নাচছেরে
এক দিনেই এখন পর্যন্ত ২৯ টা পোস্ট।
এই সময়ে সত্যিই তা অভাবনীয়!
পুরনো অনেককেই দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ্।
আপনারা কে কোথায় আছেন?
আসেন, গোল হয়ে বসেন সবে
একটু সুখ দুঃখের কথা কই।
ইদানিং বেশ কিছু নতুন মুখ দেখতেছি।
প্রবাদে কয়, প্রত্যেক নতুন জিনিসে স্বাদ বেশি।
নতুন অতিথিরা ব্লগে নতুন স্বাদ নিয়ে আসবে, এমন আশা করতেই পারি।
আর পুরোনোরা? ওরে বাপরে। তারা আসলে নাকি প্লেটের ভাত ফুলে যায়! পুরোনো মিয়া আর আপারা, আপনারা আইসা পরেন। নতুন পুরনো আর আমরা মাইঝ্যারা মিলে ব্লগ জগতটাকে এইবার কাপামোই!
আমার লগে কে কে আছেন, হাত তুলেন।
বিষয়: বিবিধ
১০৭৮ বার পঠিত, ৩০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ব্লগে রং লাগছে, আর সে রঙ্গে আমিও রঙ্গিন হচ্ছিও
প্রেমে পড়েছি আমি
প্রেমে পড়েছি....
ধন্যবাদ কানা সাকা ভাইয়া ।
বিয়ের পর আতুঁড় পড়ে থাকতে থাকলেও বলতে পারব, বিয়েটা আমি করেই ফেলেছি, ওগো তোমরা শুনছ।
আপনাকেও ধন্যবাদ
নাগো, আমি আর কি করলাম। মডারেটররা মনে হয় বেশ কিছু কাজ করেছে,এই জন্যই
।
থাকবো না আর দূরে দূরে
টুডে ভুবন ছেড়ে
গাজী ভাইয়ে ডাক দিয়েছে
আসুন সবাই তেড়ে।
।
হতাশ হবার কিছু ই নেই
আসবে খানাদানা
কি কি লাগবে বলেন শুধু
আসছে নিয়ে আফরানা।
।
স্নেহ-প্রীতি ভালোবাসায়
মায়ার বাঁধনে
ক্লান্তি শ্রান্তি দুর হয়ে যাক
এই শুভদিনে।
বেশী পোস্ট আসলে ভয় লাগে যে আবার সামুর মত মন্ত্ব্যহীন চলে যায় কি না ?
মাশা আল্লাহ বিডিতে এখনও সেরকম লক্ষণ দেখা যায় নি ।
তবে দুষ্টু পোলা , সন্ধ্যাতারাদের মত কুইক/রেডি কমেন্টকারী থাকলে পোস্টদাতার মাথানষ্ট হতে বেশী সময় লাগবে না ।
খুব বেশি পোস্ট আসলেই ঝামেলা। অধিকাংশই পড়া হয়না। কেবলই পরিচিত মুখগুলোর পোস্ট পরা হয়।
দুষ্ট পোলার কথা মানলাম কিন্তু বানু আপাও রেডি কমেন্ট করে?
আর আপনি যে স্বামী-স্ত্রীর সঙ্গম রিলেটেড ওই কমন শব্দটা সারাবছরই বিবাহ নারী সংক্রান্ত পোস্টে চালিয়ে দেন!!!!
সন্ধাতারা রেডি কমেন্ট করেনা, তবে উনার কমেন্টের আগে পরে কয়েকটা কথা থাকে, যা উনি সবার কমেন্টেই করে থাকেন, হয়ত সবার কাছেই একরকম থাকতে চান বলে।
আর আপনার আপুজির কমেন্টগুলো এখন কুইক কমেন্টের মতই হয়ে গেছে ।
সবার কাছে একরকম তো দুষ্টু পোলাও থাকে । ভাল পোস্ট , মাথানষ্ট পোস্ট - সবই তার ভাল লাগে ।
হাত উডাইতাম কেরে
আন্নে ফুলিশ নি কোনো
এই পুলিশী দেশে সবাই যখন তখন পুলিশ। দেখেননা কিভাবে ভূয়া পুলিশ ধরা পড়তেছে
দেহিনা,
আমার চুক্ষে পট্টি বাইন্দা থুইছি
মন্তব্য করতে লগইন করুন