মনের দ্বারা....!

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১৩ ফেব্রুয়ারি, ২০১৬, ০৮:৪০:৪০ রাত



মন ক্ষণে শান্ত

হয়ে যায় নীরবে;

ক্ষণে অশান্ত হয়

নতুন দিক ভেবে।

Winking

মনে চলবান দ্বারা

গতিময় কখনো থামেনা,

মনে কখনো সুখ

কখনো নিরল বেদনা।

Winking

সুখের সময় গুলো লাগে

নিজের কাছে খুবই অল্প,

দুঃখের সময়ে ভাসে

মনে অতীতের চেনা গল্প।

Winking

মন সময়ে অসময়ে

চাই শুধুই সুখ,

তৃষ্ণাত্ব মনের কারনে

দুঃখে ভরে মানুষের বুক।

Winking

তবুও মানুষ ছুটে

অচেনা সুখের পিছু,

সুখের মোহ পিছে গিয়ে

কারো মাথা হয়ে যায় নিচু।

Winking

তবুও মানুষ সুখ ত্যাগ-

করতে পারেনা বা করেনা,

সুখের আশায় স্বার্থ ভরা

মনে কেউ কেউ করে ছলনা।

বিষয়: বিবিধ

৯৭৫ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

359423
১৩ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:৪৮
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৩ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:৫০
298019
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
359425
১৩ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:০৬
১৩ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:১১
298020
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : At Wits' End At Wits' End At Wits' End At Wits' End At Wits' End
359484
১৪ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১১:২৩
আবু জান্নাত লিখেছেন : সুখ দুঃখ বাদ দিয়ে বৌ বাচ্চাদের ভালোবাসায় ডুবিয়ে দিন। শুভ কামনা রইল।
১৪ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৫:১৪
298059
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : Love Struck Love Struck Love Struck Love Struck ;Winking চেষ্টা অব্যাহত আছে....
359603
১৫ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:৩৭
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভাল লাগলো। কবি সাহেব,আশাকরি আরো লিখবেন, ধন্যবাদ।
১৫ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:২০
298125
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ। চেষ্টা থাকবে ইনশাআল্লাহ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File