মাদ্রাসায় বার্ষিক সভা নিয়ে অনুদান বিতর্ক বনাম বাস্তবতা....! ✔✔✔আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০৮ ফেব্রুয়ারি, ২০১৬, ০৫:১৯:২৩ বিকাল

রাজনৈতিক কিছু সমস্যা আছে......!





১, যারা বাম রাজনীতি করেন তাদের কাছে মাদ্রাসার প্রসার দেখলে চুলকানি হয়। পাশাপাশি তাদের দলে লোকজনের অভাব পড়ে যায় আদর্শগত ভাবে।

(আদর্শটাই এখানে বড় প্রশ্ন)

২, আবার বাম রাজনীতির অনেকেই ভোটের রাজনীতির চাল হিসাবে জনসম্মুখে দানবীর বনে যাবার জন্য মাদ্রাসায় দান করে থাকেন।

৩, মাদ্রাসায় ইসলাম শিক্ষা দেয়া হয় কোরআন হাদীস এবং ইসলামী ইতিহাস পড়ানো হয় তাই মানুষ ইসলাম শিক্ষা প্রসারিত করার উদ্দেশ্যে মাদ্রাসায় দান করেন।

আল্লাহ কোরআন নাজিলের প্রথম দিকে সুস্পষ্ট আয়াত বর্ননা করেছেন মানুষের উদ্দেশ্যে....পড়. পড়তে হলে অবশ্যই মাধ্যাম দরকার মাদ্রাসা হলো মুলত কোরআন হাদীস শিক্ষার প্রথম আসার! কোরআন শিক্ষার জন্য যারা দান করেন তারা অবশ্যই আল্লাহর কাছে তার ফলাফল পাবে।

আমরা যদি রসুল (সাঃ) এর জীবনের দিকে দেখি আমরা কি শিক্ষা পাই? শিক্ষা পাই.... তিনি কোরআনকে মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য হালাল সকল পথ অনুসরণ করেছেন।

বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল গুলো গনতন্ত্রের পথে এগানোর চেষ্টা করে থাকেন যদিও তারা পুরোপুরি গনতন্ত্রে বিশ্বাস করেনা..... তাদের ক্ষমতার রাজনীতির স্বার্থে ইসলাম শিক্ষা তথা মাদ্রাসা শিক্ষাকে কোনোটাসা করে রেখেছেন। যাতে করে তাদের রাজনৈতিক আদর্শের বিচ্চুতি না ঘটে।

রাজনৈতিক দল গুলোর বিরুপ দৃষ্টিভঙ্গির কারনে মাদ্রাসা গুলো রাজনৈতিক ভাবে অবহেলিত!!!!

সেই কারনেই দীন প্রতিষ্ঠা করার মানসে বা আল্লাহর কাছে জান্নাত প্রত্যাশীরাই মাদ্রাসায় সভা সমাবেশ করে মাদ্রাসাকে প্রসারিত করার উদ্দেশ্যে নিজেকে আল্লাহর পথে নিউজিত করেন।

অন্য দিকে স্কুল গুলোতে কোরআন হাদিস বা ইসলামী ইতিহাস পড়ানো হয়না বললেই চলে....!! সুতরাং ইসলামের পক্ষের শক্তি মাদ্রাসা প্রসারিত করার কাজে নিজদের নিয়োজিত রাখবেন এটাই প্রত্যাশিত।

স্কুলে একেবারে দান করেনা তা কিন্তু নয় অনেকেই স্কুলের জন্য দান করে থাকেন। আল্লাহ সকলকে নিজের নিয়তের দিক বিবেচনা করবেন এবং সেই অনুযায়ী পুরস্কার বা তিরস্কার করবেন। আল্লাহ আমাদের সুপথে পরিচালনা করুন, আমিন।

বিষয়: বিবিধ

১২৭৪ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

358932
০৮ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৫:২৩
অপি বাইদান লিখেছেন : আজকের দিনে আল্যার কোরাণ মুখস্ত করে ভিক্ষা পাতি করা ছাড়া আর কোন উপায় আছে?
০৮ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৫:৪৬
297680
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : অপি আপনি অবিশ্বাসী আপনার জন্য আমার আলোচনা অর্থহীন। সুতরাং আপনার মনে এমন প্রশ্ন ব্যতিক্রম কিছু নয়।
358936
০৮ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:১৭
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম, রহিম ভাই, আমার মনে হয় স্কুলে দান করলে বরং গুনাহ হবে। কারন স্কুলের পাঠ্যপুস্তক গুলো এখন নাস্তিকতা ও সেক্সে ভরপুর। ধন্যবাদ আপনাকে

০৮ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:৪২
297687
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : শয়তানের সহযোগিতা না করাই উত্তম।
358941
০৮ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:১৫
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ধর্মের স্বার্থভিত্তিক রাজনৈতিক অপব্যবহারের কারণে এমনটি ঘটছে।অনেক ধন্যবাদ আপনাকে।
০৮ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:৪৩
297688
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ আপনাকেও, সুন্দর বলেছেন আপনি।
358946
০৮ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:০১
আবু জান্নাত লিখেছেন :
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
সুন্দর একটি বিষয় ফোকাস করার জন্য।

অনেকে স্কুল-কলেজে দান করনে ডোনেট হিসেবে এলাকায় সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত হওয়ার জন্য। কিন্তু মাদরাসায় ইখলাস ছাড়া দান গ্রহন করা হয় না। দানের বদৌলতে মাদরাসায় এক্সট্রা সম্মানও পাওয়া যায় না।

অনেক অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইর
০৮ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:১০
297693
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়ারাহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। জনাব জান্নাতের বাবা আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। আল্লাহ আমাদের সকলকে বুঝার তাওফীক দান করুন
358954
০৮ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:২৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মাদ্রসাগুলি বেশিরভাগই এতিমখানা সংলগ্ন। এখানে দান করার প্রধান কারন এটাই।
০৮ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:৩০
297706
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : Good Luck তাও ঠিক।
358960
০৮ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:৪০
শেখের পোলা লিখেছেন : মানুষ মাদ্রাসায় দান করে দ্বীনের খেদমত করে যার আশা স্কুলে নাই৷ তাই বলে যে সেখানে জনগনের অবদান নেই তা নয়৷ সরকার জনগনের টাকা থেকেই স্কুল চালায়৷ধন্যবাদ৷
০৮ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:৩০
297707
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ঠিক
358965
০৮ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:৫৬
মো সারোয়ার হোসেন লিখেছেন : ঠিক বলেছেন
০৮ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:৩০
297708
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File