"আগামী কাল" স্বরনে থাকা দরকার নয় কি?

লিখেছেন লিখেছেন শাজিদ ০৮ ফেব্রুয়ারি, ২০১৬, ০৫:৫৬:৫২ বিকাল

সরকার তো আসে আবার যায়। জনগনের সমর্থনে সরকার আসলেও দেশ চালায় প্রাশাসন দিয়ে তখন শাসিত হয় জনগন এখানে জনগনের তেমন কোনো ভূমিকা থাকেনা। তবে হেঁ, বিরোধী পক্ষ যখন সরকারের বিরোদ্ধে দাঁড়ায় তখন সরকার প্রশাসনের সাথে তার কর্মী বাহিনীকে সম্পৃক্ত করে সরকার বিরোধী আন্দোলন কর্মান্ড ঠেকাবার চেষ্টা করে।

মূলত সমস্যা হয়ে যায় এখানেই। প্রশাসন তো যখন যেই সরকার আসে তখন সেই সরকারেরই সূর দেয়। কিন্তু প্রশাসনের সাথে দলের যেইসব বাহিনী যোগ দিয়ে সরকার রক্ষার চেষ্টার্থে বিরোধীর উপর আক্রমন করে নিজের পাড়া মহল্লায় নিজের শত্রু বানায় এরা সরকার পরিবর্তন হইলে কোথায় যাবে? যারা আক্রন্ত হয়েছে তারা ক্ষমা করবে কি??? যারা স্বজন হারিয়েছে তাদের বুকের আগুন নিভে যাবে কি? একই সাথে প্রশ্ন যাদের দিক নির্দেশনায় বিরোধীর উপর আক্রমন করেছিল তারা কর্মী বাহিনী রক্ষায় এগিয়ে আসবে কি? ওরা নিজেরাই যদি দেশ ছাড়িয়া পালায় তখন এই কর্মী বাহিনীও সমান সুযোগ পাবে কি?

বড়ই আফসোস লাগে যারা আগামী কাল ভাবে না। বড়ই আফসো লাগে যারা ৫/৭/১০ বছরের জন্য ধনী হয়ে এক সময়ে এসে ভিাকারীও হতে পারেনা। বড়ই আফসোস, বড়ই আফসোস।

বিষয়: বিবিধ

১৩০০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

358944
০৮ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:৪৩
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

...আর প্রত্যেকেই যেন খেয়াল রাখে যে, আগামীকালের জন্য সে কী সঞ্চয় করেছে....
(সূরা হাশর)

আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
358997
০৯ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০১:২৬
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File