ইনু সাহেব কি শুনাইলেন?
লিখেছেন লিখেছেন শাজিদ ২১ জুলাই, ২০১৪, ০৬:৫৫:০৮ সন্ধ্যা
শেখ মুজিব বিশ্বস্ত মোসতাক সাহেব ইনু-মিনুদের সাথে হাত মিলিয়ে শেখ মুজিবের উপর ৩০ হাজার বামপন্থী হত্যাকান্ডের বদলা নেয়। সেই সময় বন্ধি হন জিয়া, উদ্ধারের জন্য এগিয়ে আসেন কর্ণেল তাহের। জিয়ার আমলেই কর্ণেল তাহেরর ফাঁসি হয়েছে এটি ভিন্ন বিষয় (ধরে নিলাম এখানে জিয়া অপরাধ করেছেন) কিন্তু শেখ মুজিব হত্যাকান্ডের সাথে জিয়া যদি মোসতাক বাহিনর সাথে জড়িত থাকে তাহলে তিনি বন্ধি হইলেন কেন? কর্ণেল তাহেরও বা তাকে উদ্ধার করতে গেলেন কেন? শেখ পরিবার নিধনের পর আওয়ামী নেতাদের মূখে আনেক বক্তব্য শুনা গেছে মোসতাকের কেবিনেট আওয়ামীদের দিয়েই হয়েছিল। আওয়ামী ভাইয়েরা, ইনু-মিনুদের ব্যপারে সাবধান সাবধান খুবই সাবধান।
-----
রাজনৈতিক যাযাবরের মূখে এই ধরণরে কথা শোভা পায় না। শেখ মুজিব হত্যাকান্ডের বিচার হয় নাই বরং শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে তার পিতৃ হত্যার প্রতিশোধ নিয়েছে।
নতুন প্রজন্মের মধ্যে যারা আওয়ামী লীগের সাথে জড়িত তার হয়ত ১. পাগল। ২. বোকা/মূর্খ। ৩. চুরি ডাকাতির মাধ্যমে রাতরাতি কোটিপতি হাওয়ার জন্য অন্ধ লোভী শ্রেনী।
প্রত্যেকটির ব্যাখ্যা আছে যেমন:- ১. স্বাধীনতা যুদ্ধের সময় রাজনৈতিক নেতৃত্বে আওয়ামী লীগ ছিল কিন্তু যুদ্ধ করেছে আপমর বাংলা ভাষী/বাঙ্গালী যারা সকলেই আওয়ামী লীগ কর্মী সমর্থক ছিলনা (ইনু-মিনুরা সহ অন্যন্যরা) সূতরাং নতুন প্রজন্মের মধ্যে যারা আওয়ামী লীগই দেশ স্বাধীন করেছে মনেকরে তারা আসলেই উলঙ্গ পাগল।
২. একটি শ্রেনী আছে তারা ডানে বাঁয়ে, আগে পিচে, উপরে নিচে কিছুই দেখার প্রয়োজন মনেকরে না, নেতা যাহা বলেছে তাহা আসমানী ওহী হিসাবেই গ্রহন করে। এরা হচ্ছে বিবেক বুদ্ধিহীন মূর্খ।
৩. অতীত বাদই দিলাম আসুন গত সাড়ে পাঁচ বছরকেই বিচার করি। (ক) ভিকারুন্নেছা নুন স্কুল এন্ড কলেজের ছাত্রীদেরকে নেতাদের চিত্ত বিনোদনের জন্য কারা সাপ্লাই করিত? এই স্কুল এন্ড কলেজেরই ছাত্রলীগ, এরা কি বিনা টাকায় এমনটি করিত? তাহলে এদের পরিচয় কি? (খ) টেন্ডারবাজীতে কারা? (গ) রাস্তা ঘাটে চাঁদাবাজীতে কারা? অপহরন ধ্বর্ষণ বাজীতে কারা? সাধারণ মানুষের ঘর-বাড়ি এবং সরকারী বেসরকারী জাগা-জমি দখল বাজীতে কারা? (ঘ) পুলিশের পোষাকে এবং কখনও পুলিশের সাথে সংযুক্ত হয়ে রাজনৈতিক প্রতিপক্ষের উপর কুকুরের মত ঝাপিয়ে পড়ে কারা? আওয়ামী বিশেষ (পোষাকী)বাহিনরি সাথে যুক্ত হয়ে খুন-গুম এর মূলে কারা? এই ধরণের আরও হাজারাও অপরাধের সাথে যারা রয়েছে তারা কারা?
যেদিকেই তাকাই সেদিকেই দেখা যায় আওয়মী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সারা দেশে যত লীগ আছে তারাই উল্লেখিত অপরাধ গুলি করে। তাহলে বর্তমান আওয়ামী লীগকে গতানুগতিক রাজনৈতিক দল বলা যায় কি? যারা উল্লেখিত অপরাধ গুলি করে তারা সন্দেহাতীত ভাবে সন্ত্রাসী, তাহলে বর্তমান আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন নয় কি? বর্তমানে একটি সন্ত্রাসী সংগঠন রাষ্ট্র ক্ষমতায় আছে বলিলে ভূল হবে কি?
শেখ মুজিবকে এই ইনুরাই হত্যা করেছে, কারণ ইনুদের ৩০ হাজার কর্মীকে শেখ মুজিবই হত্যা করেছিল, ইনুদের নজরে শেখ মুজিব একজন ঘৃন্য খুনি।
জন বিচ্ছিন্ন নাস্তিক নেতারা রাজনৈতিক অস্তিত্ব হারিয়েছে তাই তারা অত্যান্ত কৌশলে আওয়ামী লীগের ভেতর আশ্রয় নিয়ে ধীরে ধীরে আওয়ামী লীগকেই দখলে নিয়েছে, এর কোনো না কোনো উদ্দিশ্য তো আছেই তবে বলা যায়না এবার কার পালা।
নাস্তিকদের সরসরি প্রতিপক্ষ হইল ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসীরা তাই জামায়ত সহ অন্যন্য ইসলামিক দলগুলি নাস্তিকদের সরাসরি দোষমন। যুদ্ধাপরাধের বিচার আওয়ামী লীগের প্রোগ্রাম নয় এটি ইনু-মিনু, শাহরিয়ার সেলিমদের প্রোগ্রাম কারণ এদের জন্য নাস্তিকেরা দাঁড়ইতে পারেনা। শেখ হাঁসিনা তথা আওয়ামী লীগ এই প্রোগ্রাম কার্যকর করতে বাধ্য হচ্ছে কারণ আওয়ামী লীগে লেলিন-মতিয়া দ্ধারা পরিচালিত। এদের কথা বাহিরে কদম দিলে শেখ হাঁসিনার খবর আছে এমনকি তার বাপের পরিনতিও হতে পারে।
সূতরাং শেখ মুজিব হত্যাকারী জিয়া নয়, স্বয়ং আওয়ামী নেতা ও ইনু-মিনুরা। শেখ হাসিনা জীবনের ঝুকি নিয়ে পিতৃ হত্যার প্রতিশোধ নিচ্ছে গোটা জাতীর উপর। তার একমাত্র যুক্তি হইল যেই জাতী তার জনককে এইভাবে হত্যা করে সেই জাতী স্বীয় মেরুদন্ড সোঁজা করে দাঁড়ানোর অধীকার রাখেনা তাই ভারতের সাথে অসম চুক্তিতে আবদ্ধ হয়ে দেশকে হাজার বছরের জন্য পুঁঙ্গ করাই তার লক্ষ্য উদ্দিশ্য, একই সাথে গোটা জাতীকে বোকা বানিয়ে রাষ্ট্র ক্ষমতার স্বাধ নেয়া এবং এক পর্যায়ে দলকে নাস্তিকদের হাতে তোলো দিয়ে ছেলেমেয়ে এবং বোনোর মত স্বইচ্ছায় নির্বাসিত হাওয়া। ছেলেমেয়েকে ভিন্নদেশে বাংলাদেশি যাযাবর বানাতে লজ্জাবোধ করে নাই সেখানে নিজেও যাযাবর হতে আপত্তি কোথায়? তবে জানিনা মতিয়া-লেলিন-ইনু-মিনুরা কতটুকু ছাড় দেবে। ধন্যবাদ
বিষয়: বিবিধ
১৫২১ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 9368
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
''(ক) ভিকারুন্নেছা নুন স্কুল এন্ড কলেজের ছাত্রীদেরকে নেতাদের চিত্ত বিনোদনের জন্য কারা সাপ্লাই করিত? ''
০ ভিকারুন্নেছা নুন স্কুল এন্ড কলেজের ছাত্রীদেরকে এ কাজে পাঠানো হত ! সেখানে তো এফ্লুয়েন্ট সোসাইটির মেয়েরাই পড়ে ! এবং তারা তো ১৮ বছরের নিচে !
এটা তো শুনেছি ইডেন কলেজের মেয়েদের বেলায় হয় । তারা এ নিয়ে কলেজের সামনে মানব বন্ধনও করেছিল সে সময়।
মন্তব্য করতে লগইন করুন