ছি ছাত্রদল! ছি!!!

লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ০৮ ফেব্রুয়ারি, ২০১৬, ০৬:৪৮:২৮ সন্ধ্যা

বোঝা গেল ছাত্রদল জনগণ এমন কী বিএনপির সার্থের জন্যও রাজনীতি করেনা | তাদের রাজনীতির আসল উদ্দেশ্য কেবল ব্যক্তিস্বার্থ |

বিএনপি কার্যালয়ে ছাত্রদলের হামলা, ভাঙচুর ও আগুন

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে

ভাঙচুর চালিয়েছে ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা।

তারা কার্যালয়ের সামনে থাকা তিনটি

মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়া।

সোমবার বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে পল্টন থানার

সামনে থেকে একটি নিয়ে এসে অতর্কিত এ হামলা

চালায়।

ছাত্রদলের সহ-সভাপতি রাকিবুল ইসলাম রয়েলের

নেতৃত্বে এ বিক্ষোভ চলছে বলে জানা গেছে। এ

রিপোর্ট লেখা পর্যন্ত বিক্ষোভ চলছিল।

‘এলাকা প্রীতি অর্থ-বাণিজ্য ও পকেট কমিটি মানি না

মানবো না’ ছাত্রদল কেন্দ্রূীয় সংসদের নামে এক ব্যানার

নিয়ে বিএনপির কেন্দ্রীয় অফিসের নিচ তলায় দলের

সামগ্রী ও বিক্রিয় কেন্দ্র ভাঙচুর করে তারা। তবে

কার্যালয়ের কলাপসেবল গেট লাগিয়ে দেয়ায় তারা

কার্যালয়ের ভেতরে প্রবেশ করতে পারেনি।

এদিকে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের

চেষ্টা চালাচ্ছে। তিনটি মোটরসাইকেলে দেয়া আগুন

নেভানোর জন্য ফায়ার সার্ভিসের কর্মীরা এসেছে।

উৎসঃ বাংলামেইল

বিষয়: রাজনীতি

১১৯৪ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

358939
০৮ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:০৫
কুয়েত থেকে লিখেছেন : সার্থের জন্যই ওরা সবকিছু করেই দেখাচ্ছে আজ তাদের অনৈক্য এবং জিয়ার নীতি বিরুধী ভূমিকার কারনেই ওরা দেউলিয়া হওয়ার পথে আল্লাহ যেন তাদেরকে রক্ষা করেন। ধন্যবাদ
358958
০৮ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:৩২
শেখের পোলা লিখেছেন : সব শেয়ালের একই রা৷ হাওয়া ভবনের হাওয়া পেলে আরও কি হবে৷ তাই বিকল্প চাই৷
358985
০৮ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১১:১৯
আব্দুল গাফফার লিখেছেন : এখনো বিষয়টি স্পষ্ট নয় বিএম্পি থেকে অন্য কারো হাত আছে বলে বলা হচ্ছে । ঘটনাটি সত্যিই দুঃখজনক । ধন্যবাদ
359054
০৯ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৫:৩৩
হতভাগা লিখেছেন : এটা কি শিবিররাই করলো কি না খতিয়ে দেখা উচিত ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File