কনফারেন্সের ভোট অফ থ্যাংকস
লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০৮ ফেব্রুয়ারি, ২০১৬, ০৭:০১:৫০ সন্ধ্যা
মাজহার ভাইর গাড়িটাকে ধন্যবাদ
জাকারিয়ার হোন্ডাটাকে ধন্যবাদ
এবং আমার স্লিম-সাইকেলটাকেও ধন্যবাদ দেয়া যেতে পারে;
যারা আমাদের সসীম পাগুলোকে অসীম করেছে!
মোবাইল, মানিব্যাগ, কলম
পেন্সিল-রাবার, শার্পনারকে ধন্যবাদ,
বিদ্যুত, ইন্টারনেট, মাউস
কম্পিউটার এবং প্রিন্টারকে ধন্যবাদ
টেবিলটাকে ধন্যবাদ
বেচারা অনেক চাপড়-ফাপড় সয়েছে
বিশেষ করে রোলিং চেয়ারটাকে ধন্যবাদ
যে আমাকে কষ্ট করে কোলে রেখেছে দীর্ঘসময়
বিষয়: বিবিধ
৯৫৫ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
টুডেব্লগেরও একটা পাওনা ছিল- যার মাধ্যমে ধন্যবাদগুলো ধন্য হলো!!
মন্তব্য করতে লগইন করুন