;;;;;;;;; প্রতিযোগিতা ;;;;;;;; যেন শয়তানের পক্ষে!!
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১৪ জানুয়ারি, ২০১৬, ১১:২৩:৪৫ রাত

আমাদের টিভি চ্যনেল গুলো
করছে কি এখন ?
তা ভাবতই নামে
মনে বেদনার দহন ।![]()
চ্যনেলে চ্যনেলে চলছে
নাচ , গানের প্রতিযোগিতা ,
ধর্ম বিশ্বাসের বলাই নেই
যেন শয়তানের মতঐক্যতা ।![]()
আমরা যদি হই জেনে-
শুনে শয়তানের অনুসারি ,
এই জীবনের উদ্দেশ্য
কি করে পুরণ করি ?![]()
জবনের উদ্দেশ্য আল্লাহ্'র কাছে গ্রহন যোগ্য-
এক মাত্র দীন ইসলামের পথে আহবান করা ,
টিভি চ্যনেল গুলো কেন দেয়
শয়তানকে প্রহরির মত পাহারা ?![]()
অতচ টিভি চ্যনেল গুলোর মালিক-
অধিকাংশই মুসলিম ,
তারা কি কখনো ভাবেনা
শয়তানকে কুশি করা হারাম ?![]()
কেন তারা শয়তানকে খুশি করতে
প্রতিনিয়ত করছে প্রতিযোগিতা ?
তারা কি বিশ্বাস করেনা জাহান্নামের-
বর্ণনা , কোরআনের কথা ?![]()
তারা কি জাহান্নামে যেতে-
তৈরি করছে নিজেকে প্রতিদিন ?
তারা কি করে যাবে আল্লাহর কাছে
তাদের কি নেই কোন ঋণ ?![]()
যাদের প্রতিযোগিতা ''তারা'' ও
শয়তানের পথের প্রতিক ,
আমার একান্ত কামনা এই কথা গুলো-
তারা এক বার ভাবুক ।। ![]()
:::::::::::::::::::::::::::::::::::::::::::::;
বন্ধুরা আপনাদের মতামত কি ?
বিষয়: বিবিধ
১২২০ বার পঠিত, ১৩ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
গরু খাওয়া মুসলমানদের কাছে আর কি আশা করা যায় !
দেশে দিন কাল কেমন কাটছে ভাইয়া ?
বলিষ্ঠ একটি প্রতিবাদী লিখা।
আল্লাহ্ আমাদের সকলকেই সঠিক বুঝ দান করুণ। আমীন।
মন্তব্য করতে লগইন করুন