;;;;;;;;; প্রতিযোগিতা ;;;;;;;; যেন শয়তানের পক্ষে!!

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১৪ জানুয়ারি, ২০১৬, ১১:২৩:৪৫ রাত



আমাদের টিভি চ্যনেল গুলো

করছে কি এখন ?

তা ভাবতই নামে

মনে বেদনার দহন ।

Happy

চ্যনেলে চ্যনেলে চলছে

নাচ , গানের প্রতিযোগিতা ,

ধর্ম বিশ্বাসের বলাই নেই

যেন শয়তানের মতঐক্যতা ।

Happy

আমরা যদি হই জেনে-

শুনে শয়তানের অনুসারি ,

এই জীবনের উদ্দেশ্য

কি করে পুরণ করি ?

Happy

জবনের উদ্দেশ্য আল্লাহ্'র কাছে গ্রহন যোগ্য-

এক মাত্র দীন ইসলামের পথে আহবান করা ,

টিভি চ্যনেল গুলো কেন দেয়

শয়তানকে প্রহরির মত পাহারা ?

Happy

অতচ টিভি চ্যনেল গুলোর মালিক-

অধিকাংশই মুসলিম ,

তারা কি কখনো ভাবেনা

শয়তানকে কুশি করা হারাম ?

Happy

কেন তারা শয়তানকে খুশি করতে

প্রতিনিয়ত করছে প্রতিযোগিতা ?

তারা কি বিশ্বাস করেনা জাহান্নামের-

বর্ণনা , কোরআনের কথা ?

Happy

তারা কি জাহান্নামে যেতে-

তৈরি করছে নিজেকে প্রতিদিন ?

তারা কি করে যাবে আল্লাহর কাছে

তাদের কি নেই কোন ঋণ ?

Happy

যাদের প্রতিযোগিতা ''তারা'' ও

শয়তানের পথের প্রতিক ,

আমার একান্ত কামনা এই কথা গুলো-

তারা এক বার ভাবুক ।। Winking

:::::::::::::::::::::::::::::::::::::::::::::;

বন্ধুরা আপনাদের মতামত কি ?

বিষয়: বিবিধ

১১৬৮ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

356949
১৪ জানুয়ারি ২০১৬ রাত ১১:৩৪
আফরা লিখেছেন : সমাজে সব সময় শয়তান ছিল আছে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আর এটাই মুমিনের পরিক্ষা । মুমিন তো তারাই যারা খারাপের মাঝে নিজে ভাল থাকে ও অন্যদের ভাল বানানোর চেষ্টা করে ।

গরু খাওয়া মুসলমানদের কাছে আর কি আশা করা যায় !

দেশে দিন কাল কেমন কাটছে ভাইয়া ?

২২ জানুয়ারি ২০১৬ সকাল ১১:০৩
296570
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সুন্দর মন্তব্যটির জন্য অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ভালো....! বাচ্চা নিয়ে সময় গুলো দরুন উপভোগ করছি।
২২ জানুয়ারি ২০১৬ রাত ১১:২৬
296593
আফরা লিখেছেন : ভাইয়া শুধু বাচ্চার কথা বল্লেন !! বাচ্চার মা কি দুষ করল !!
356952
১৫ জানুয়ারি ২০১৬ রাত ১২:০০
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : এসব কিয়ামতের আলামত। এভাবেই একদিন কেয়ামত চলে আসবে।
২২ জানুয়ারি ২০১৬ সকাল ১১:০৪
296571
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সুন্দর বলেছেন, ধন্যবাদ।
356962
১৫ জানুয়ারি ২০১৬ সকাল ১১:১৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : যারা নিজেরাই শয়তানের অনুসারি তাদের কে আর কি বলা যায়!
২২ জানুয়ারি ২০১৬ সকাল ১১:০৫
296572
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : হ্যাঁ...! তাদের কিছু বলে শুনানো যাবেনা।
356974
১৫ জানুয়ারি ২০১৬ বিকাল ০৫:৩৬
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : বাংলাদেশের চ্যানেলগুলোর শয়তানী কর্মকাণ্ডের স্বরূপ কাব্যের মাধ্যমে অসাধারণভাবে তুলে ধরার জন্য ধন্যবাদ।
২২ জানুয়ারি ২০১৬ সকাল ১১:০৫
296573
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকেওও আন্তরিক ধন্যবাদ।
356987
১৫ জানুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:৪৪
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

বলিষ্ঠ একটি প্রতিবাদী লিখা।

আল্লাহ্‌ আমাদের সকলকেই সঠিক বুঝ দান করুণ। আমীন।
২২ জানুয়ারি ২০১৬ সকাল ১১:০৬
296574
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়ারাহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। ছুম্মা আমিন।
357190
১৮ জানুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:৩২
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : রহিম ভাই, আপনার কবিতাটা ভাল লাগলো, তবে একটা জিনিষ আপনি হচ্ছে, ভারতীয় চ্যানাল গুলো যখন কোন মুভি অথবা নাটক প্রচার করে, তার আগে তাদের দেবদেবীদের পুজা দিয়েই শুরু করে যা আমাদের মুসলিম নামধারী মুনাফিকদের চ্যানাল গুলো আল্লাহর নাম নেয় না.... আর ভারতীয় চ্যানাল গুলো যদি শিশুরা নিয়মিত দেখে তাহলে তারা হিন্দু ধম্র‍ের প্রতি জুকবেই...ধন্যবাদ আপনাকে
২২ জানুয়ারি ২০১৬ সকাল ১১:০৮
296575
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ঠিক বলেছেন, ভারতীয় চ্যানেল গুলোর আমাদের চ্যানেল গুলোর পার্থক্য এটাই। আমাদের চ্যানেল গুলো সবচেয়ে বেশি ধর্মববিমুখ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File