বউকে খুশি করার সহজ উপায়
লিখেছেন লিখেছেন তোমার হৃদয় জুড়ে আমি ১৪ জানুয়ারি, ২০১৬, ১০:২০:২১ রাত
উকে খুশি করতে গিয়ে দিন রাত এক করে ফেলছেন? নিজের সাধ্যের অতিরিক্ত করছেন তাও মনের নাগাল পাচ্ছেন না তার? বউকে খুশি করতে আপনি ফুল থেকে শুরু করে দামি দামি হীরের গহনা পর্যন্ত উপহার দিচ্ছেন তাতেও বউকে খুশি করতে পারছেন না। কিন্তু খুব সামান্য কিছু বিষয় খেয়াল রাখলে-ই অনায়াশে পেয়ে যাবেন আপনার বউয়ের মন।
মনোযোগ দিয়ে আপনার বউের কথা শুনুন তাহলে দেখবেন সে আপনার প্রতি খুশি হবে কারন মেয়েরা মনযোগী মানুষদের পছন্দ করে। যেমন আপনার বজারে যাওয়ার সময় বউ আপনাকে আম আনার জন্য বললো। আপনি হয়তো ভুল করে আমের বদলে আনারস নিয়ে এলেন। আনারস আনার কারণে আপনার বউ খুশি না হয়ে রেগে যেতে পারে। বউকে খুশি রাখতে সব সময় খেয়াল করে শুনুন সে কী বলে এবং সে অনুযায়ী কাজ করুন।
অধিকাংশ নারী যেখানে সেখানে নোংরা জুতা এবং ভেজা তোয়ালে রাখা অপছন্দ করেন। বউয়ের মন পেতে নির্দিষ্ট জায়গায় ভেজা তোয়ালে এবং জুতা রাখুন। বিয়ের আগে নির্দিষ্ট জায়গায় ভেজা তোয়ালে এবং নোংরা জুতা রাখার অভ্যাস না থাকলেও বিয়ের পর কয়েকদিন চেষ্টা করলেই দেখবেন সব ঠিক হয়ে গেছে।
নারীরা প্রসংশা শুনতে পছন্দ করে। বউকে খুশি রাখতে তার সাজগোছ থেকে শুরু করে রান্না, হাঁটা-চলা সব কিছুর প্রসংশা করুন। আপনার একটু চেষ্টায় দেখবেন সে অনেক খুশি হয়েছে।
নারীরা সাধারনত ভাল শ্রোতার চেয়ে ভাল বক্তা হয়ে থাকে। তারা কথা শোনার চেয়ে বলতে পছন্দ করেন। আপনার বউ সংসারের সব খুঁটিনাটি বিষয়সহ তার জীবনের সব কথা আপনার সঙ্গে শেয়ার করতে চাইবে। বউয়ের সব কথা মনোযোগ দিয়ে শুনুন। মনোযোগ দিয়ে শুনলে আপনার বউ খুশি হবে।
বিষয়: বিবিধ
৫২২৪ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ আপনাকে ভাল রাখুন । আল্লাহ হাফেয ।
কিন্তু মন্তব্য তো দেখি উল্টা …!!!!!!!
পৃথিবীর সবাইকে এক কাতারে শামিল করা কী ঠিক.........? অবশ্যই সব স্বামী বা স্ত্রী ভাল কিংবা খারাপ হতে পারে না! ব্যতিক্রম থাকতেই হবে। নাহলে তো জীবনধর্ম, পরিবার ধর্ম বিলুপ্ত হয়ে যেতো।
আল্লাহ্ আমাদের সকলকেই সঠিক বুঝ ও সবর দান করুণ। আমীন।
আমিন আমিন ছুম্মা আমীন
মন্তব্য করতে লগইন করুন