দেখুন স্ত্রীকে ভালোবাসার কত্তো মাহাত্ব্য.. তাই সবসময় স্ত্রীকে ভালোবাসুন, কাছে টানুন
লিখেছেন লিখেছেন তোমার হৃদয় জুড়ে আমি ১৮ অক্টোবর, ২০১৫, ১১:০৮:১৮ রাত
স্ত্রীকে ভালবাসুন, যখন সে আপনার চায়ে ছোট্ট একটা চুমুক দেয়! কারণ, সে নিশ্চিত হতে চায় সেটা আপনার পছন্দ মত হবে কিনা..
স্ত্রীকে ভালবাসুন, যখন সে আপনাকে সালাত আদায়ে জোর করে! কারণ সে আপনারই সাথে জান্নাতে যেতে চায়...
স্ত্রীকে ভালবাসুন, যখন সে আপনাকে সন্তানদের সাথে খেলা করতে বলে! কারণ সন্তানদের অভিভাবক সে একা নয়...
স্ত্রীকে ভালবাসুন, যখন সে আপনাকে নিয়ে ঈর্ষান্বিত হয়! কারণ, সে অন্যসব মানুষকে রেখে শুধুমাত্র আপনাকেই বেছে নিয়েছে..
স্ত্রীকে ভালবাসুন, যখন তার কিছু দোষ ত্রুটি আপনাকে বিরক্ত করে! কারণ, আপনারও এমন অনেক দোষ ত্রুটি রয়েছে...
স্ত্রীকে ভালবাসুন, যখন তার রান্না খারাপ হয়! কারণ, সে কিন্তু ঠিকই আপনার জন্য ভাল রান্নার চেষ্টা করেছে...
স্ত্রীকে ভালবাসুন, যখন সকাল বেলায় তাকে উষ্কখুষ্ক দেখায় কারণ, সে কিন্তু আবার আপনারই জন্য সাজগোজ করবে...
স্ত্রীকে ভালবাসুন, যখন সে আপনাকে সন্তানের লেখাপড়ায় সাহায্য করতে বলে! কারণ সে চায় আপনাকে সংসারের অংশ হিসেবে পেতে...
স্ত্রীকে ভালবাসুন, যখন সে জানতে চায় তাকে মোটা লাগছে কিনা! কারণ, আপনার মতামত তার কাছে অনেক গুরুত্বপূর্ণ; তাকে বলুন - তুমি সত্যিই সুন্দর..
স্ত্রীকে ভালবাসুন, যখন তাকে সুন্দর দেখায়! কারণ সে আপনারই, তাই প্রশংসা করুন...
স্ত্রীকে ভালবাসুন, যখন সে তৈরি হতে দীর্ঘ সময় পার করে দেয়! কারণ সে চায় তাকে আপনার চোখে সবচেয়ে সুন্দর লাগুক..
স্ত্রী কে ভালবাসুন, যখন সে এমন কোন উপহার দেয় যা আপনার পছন্দ হয়নি! কারণ সে আপনাকে খুশি করতে চায়,তাকে বলুন, ঠিক এমন উপহারই আপনার প্রয়োজন ছিল...
স্ত্রী কে ভালবাসুন...যখন তার মধ্যে কোন বদঅভ্যাস গড়ে ওঠে! কারণ আপনারও এমন অনেক বদঅভ্যাস রয়েছে; ইচ্ছা আর কোমলতার সাথে তার সেই বদঅভ্যাস পরিবর্তন করানোর সময় এখনো আপনার আছে..
স্ত্রীকে ভালবাসুন...যখন সে কাঁদে! তার কাছে কারণটা শুনুন, তাকে জড়িয়ে ধরে বলুন সব ঠিক হয়ে যাবে...
স্ত্রীকে ভালবাসুন, যদি সে অসন্তোষজনক কিছু করে ফেলে এরকম হতেই পারে এবং এর রেষ একসময় কেটেও যাবে...
স্ত্রীকে ভালবাসুন, যখন সে আপনার কাপড়ে ভুল করে দাগ লাগিয়ে ফেলে! কারণ সেটার জন্য তার নিজেরও অনেক মন খারাপ হয়...
স্ত্রীকে ভালবাসুন, যখন সে বারবার ফোনে জানতে চায়- কোথায় আপনি! কারণ সে শুধু চায় আপনি নিরাপদে থাকুন...
স্ত্রীকে ভালবাসুন, যখন সে তর্ক করে! কারণ সে তাই চায় যা আপনাদের দুজনের জন্যই ভাল হয়,তাকে বোঝান...
স্ত্রীকে ভালবাসুন...কারণ সে শুধুই আপনার! এটি ছাড়াতো তাকে ভালবাসার আর কোন বিশেষ কারণেরও প্রয়োজন নেই..
সূত্র দিয়া কাম নাই.. পোস্ট ভালো লাগলে মন্তব্য করুন ব্যাস
বিষয়: বিবিধ
৩৩৩৯ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালবাসার বদলে জামাইর একাউণ্ট এর হিসাব করবে!!
বিয়ের আগেই প্রতি দিন একবার করে পড়বেন এই পোস্ট
শুকরিয়া ! লিখাটা কিন্তু চমৎকার!
ভাইয়া, 'লাভ ইউ মাই জান' কথাটা বড্ড সেকেলে...
বলুন, 'লাভ ইউ মাই পাঁজরের হাড্ডি...!' ;-)
পড়লাম, দোয়া করি, জাযাকাল্লাহ..
হুম দোয়া কইরেন।
কাজেই স্ত্রীকে ভালবাসুন ছ্যাবলা পুরুষের মত নয়, আন্তরিক ভাবে যে ভালবাসায় যেন কোন কৃত্রিমতা না থাকে প্রয়োজনে স্ত্রীকে শাসন করুন তবে হাত দিয়ে নয় চোখ দিয়ে বলিষ্ঠ পুরুষের মত ।
ধন্যবাদ
স্ত্রী যদি বুঝতে পারে যে আপনি তাকে ভালবাসেন তাহলে প্রতি নিয়ত সে সেটার পরীক্ষা নেবে এবং আপনাকে দিয়ে আপনার সাধ্যের বাইরে উসুল করাবে ।
আপনার প্রাপ্য দিতে গড়িমসি করবে বা চাইলে আপনার ভালবাসায় খাদ আছে বলে কাহিনী বানাবে ।
তার প্রতি আপনার ভালবাসা এবং বাবা মায়ের প্রতি আপনার ভালবাসার কমপেয়ার করে দৌড়ের উপর রাখবে ।
এটা বাস্তব সত্য । কোন পুরুষেরই এধরনের বোকামী করা উচিত নয়
এখানে ডমিনেট করে না খেললে অপজিশন চড়াও হবে ।
শরিয়ত মোতাবেক আপনারই ডমিনেট করা উচিত । যদি বেশী আহলাদ দেখাতে যান তাহলে সেই ডমিনেট করা শুরু করবে তা যতই বেশরিয়তী হোক না কেন ।
বর্তমানে আমরা সুখী সংসার হিসেবে যে সব সংসার দেখি সেখানে স্ত্রীরা ডমিনেট করে এবং স্বামী তার অধস্তন হয়ে থাকে , যেটা শরিয়ত পরিপন্হী ।
তাই যে কোন সুখী পরিবারই বেশরিয়তী - unless other wise proved
এসব থিওরি টিওরী প্র্যাকটিকাল লাইফে অচল ।
রেডি হওয়ার সময়ের সাজগোজ স্বামীকে দেখানোর জন্য নয়! অন্য পুরুষকে দেখানোর জন্যো তাই এতো বিলম্ব।
মন্তব্য করতে লগইন করুন