ঝিলিক দিয়ে উঠুক রবির কিরণ আমাদেরই তাজা খুনে।

লিখেছেন লিখেছেন নিমু মাহবুব ৩০ এপ্রিল, ২০১৬, ০৭:০৮:৫৯ সকাল



আস্ত এক ব্ল্যাক হোলে পতিত আজ,

যেথায় শুধু আনাগোনা করে অন্দকারের মৌসম

দশদিকে শধু অযাচিত মিলে অমানিশা,

নিউটনের মধ্যাকর্ষণ শক্তি সেথায় পৌঁছিতে অক্ষম।

Winking

হায়! কে দিবে পরিত্রাণ মোদের

সবাই যে অন্দকার- গহীন আমাজানে

আর ডাকিব কারে,

দিশারিরাই যবে ইশারা করছে তমিস্র পানে।

Winking

মীরজাফররাই এখানে

দিবকরের চেয়ে শুভ্র-সমুজ্জল

সিরাজদৌলার বাহিনী ছুটে চলছে উদ্দেশ্যহীন

যেন গ্রহ-গ্রহানুপুঞ্জ অবল।

Winking

নিকাল! নিকাল! দূর হও,

ওরে বন্ধুরূপি শয়তান,

খুন আছে এখনো শিরায়,

মাথায় ভাঙ্গিয়া পড়েনি আসমান।

Talk to the hand Talk to the hand

হয়তো আপন অলোয় ভাসবো মোরা

নাহয় অন্ধকারেই হবো নিঃশেষ,

অযাচিত আলোয় দেখিব রাস্তা??

মোরা নাহি পরেছি শশীবেশ।

Talk to the hand Talk to the hand

চল, গড়ে তুলি মোরা আমাদেরই বাসরঘর

এই দুর্গম অন্দকারের অরণ্যে।

নাহয় ঝিলিক দিয়ে উঠুক রবির কিরণ

আমাদেরই তাজা খুনে।

Good Luck Good Luck Good Luck Good Luck

বিষয়: বিবিধ

১৩৩৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

367546
৩০ এপ্রিল ২০১৬ দুপুর ০১:২৩
আফরা লিখেছেন : পড়েছি কিন্তু কিছু বুঝি নাই ---- কেমন আছেন ভাইয়া ?
367588
৩০ এপ্রিল ২০১৬ রাত ০৮:০৫
আবু জান্নাত লিখেছেন : মারফতি কথারে ভাই, বুঝা বড় দায়।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File