নামাজ পড়তে চেয়ে বিয়ের রাতে মারা গেল যে নারী (এক মুসলিম তরুণীর সত্য কাহিনী) Praying Praying

লিখেছেন লিখেছেন তোমার হৃদয় জুড়ে আমি ০৭ অক্টোবর, ২০১৫, ১০:২৬:৪৭ সকাল



আজ তার বিয়ে। মহাধুমধামে চলছে সব আয়োজন। চারদিকে উৎসব।

'মাগরিব নামাজের পর তাকে মেক-আপ দেয়া হলো, সুন্দর সাদা বিয়ের পোশাক পরানো হলো। এই করতে করতে এশার আজান হলো। তখন তার মনে পড়ল, তার ওজু নষ্ট হয়ে গেছে। সে তার মাকে বিষয়টা জানাল : মা, আমি ওজু করে এশার নামাজ পড়তে চাই।'

তার মা এতে বিস্মিত হলেন : 'তুমি কি পাগল হয়ে গেছ? দেখছ না সবাই তোমার অপেক্ষা করছে, তোমার মেক-আপের কী হবে? পানিতে তো সব ধুয়ে যাবে।'

তখন তিনি বললেন, আমি তোমার মা, আমি নির্দেশ দিচ্ছি, তুমি এখন নামাজ পড়বে না। তুমি যদি এখন ওজু কর, তবে আমি কষ্ট পাব।

মেয়ে জবাব দিল, 'নামাজ না পড়ে আমি এখান থেকে যাব না। মা, তুমি জান, নামাজের মাফ নেই। মানুষ আল্লাহর অবাধ্য হতে পারে না।'

তার মা জবাব দিলেন, মেক আপ ছাড়া তোমাকে দেখলে মেহমানরা তোমাকে নিয়ে কী বলবে? তাদের চোখে তোমাকে কি সুন্দর লাগবে? তোমাকে দেখে তখন তারা কৌতুক করবে।

মেয়ে তখন বলল, মা, তুমি কি এই নিয়ে চিন্তা করো যে, আমি সৃষ্টির দৃষ্টিতে সুন্দর কি না? আমার স্রষ্টা নিয়ে কি ভাবো? আর আমি ভাবছি, আমি যদি আমার নামাজ বাদ দেই, তবে তাঁর দৃষ্টিতে আমি সুন্দর হবো না।

মেয়েটি তখন তার ওজু করতে শুরু করল, তার সব মেক-আপ মুছে গেল। কিন্তু সে ওসবের কিছুরই পরোয়া করল না। তারপর নামাজ শুরু করল। যথারীতি নামাজ আদায় করতে লাগল। কিন্তু তখনও জানত না, এটাই তার শেষ নামাজ!

হ্যাঁ, সে যখন সিজদায় গেল, তখনই তার রুহ বের হয়ে গেল। নামাজ পড়তে দৃঢ়প্রতিজ্ঞ এক মুসলিম নারী তার প্রভুর কাছে চলে গেলেন তার সামনে সিজদায় থেকে। তিনি নামাজকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন।

মেয়েটি চেয়েছিলেন তার রবের কাছাকাছি হতে। আর নামাজেই রবের সবচেয়ে কাছাকাছি হওয়া যায়। কে তার চেহারা নিয়ে, সাজগোজ নিয়ে কী বলল, সে তার পরোয়া করত না। তার ভাবনাজুড়ে ছিল আল্লাহ তার সম্পর্কে কী ভাবছেন।

সব মুসলমানের চিন্তা এমনই হওয়া উচিত নয় কি?

এই সত্য কাহিনীটি বলেছেন শেখ আবদুল মহসিন আল আহমদ। ঘটনাটি ঘটেছে সৌদি আরবের রাজধানীর আভায়। তবে তিনি মেয়েটি বা তার পরিবারের পরিচয় প্রকাশ করেননি।

বিষয়: বিবিধ

২১৮৪ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

344757
০৭ অক্টোবর ২০১৫ সকাল ১০:৩১
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : এই মেয়েটারে তুমি জান্নাত দিও আল্লাহ Sad Sad
344761
০৭ অক্টোবর ২০১৫ সকাল ১০:৩৭
আহমদ মুসা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৭ অক্টোবর ২০১৫ সকাল ১০:৪৩
286060
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : পড়ার জন্য ধন্যবাদ আপনাকেও
344778
০৭ অক্টোবর ২০১৫ দুপুর ১২:২৭
জ্ঞানের কথা লিখেছেন : মেয়েটির ভাগ্য ভালো। অনেকে আছে এমনিতেই নামাজ পড়ে না। আমার পীরসাহেব বলেছেন: বান্দা ও কুফরির মাঝে পার্থক্য হচ্ছে সালাত বা নামাজ।
০৭ অক্টোবর ২০১৫ দুপুর ১২:৪৬
286091
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : অনেক দিন আগের কথা, এই ব্লগে একজন সোবহান হুজুরের মুরিদ আছিল। অনেক ভালা ভালা বয়ানাত ও নসীহত বিরতণ কইরতেন। মাগার আজকাল তিনারে দেখা যায় না। হেতিনি কি বেচে আছে নাকি মারা গেছেন তার কুনো হদিস নেই। আন্নের পীর সাহেবরে একটু খোজ নিতে বলিয়েন হেতিনি বাইচ্যা আছে কিনা!
০৭ অক্টোবর ২০১৫ দুপুর ০১:৫৫
286104
জ্ঞানের কথা লিখেছেন : বাইচাই আছে মনেহয়।
০৭ অক্টোবর ২০১৫ দুপুর ০৩:৪০
286117
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : ধন্যবাদ জ্ঞানের কথা আপনাকে।
344802
০৭ অক্টোবর ২০১৫ দুপুর ০১:৩২
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : দৃঢ়প্রতিজ্ঞ এক মুসলিম নারী তার প্রভুর কাছে চলে গেলেন তার সামনে সিজদায় থেক...!!!আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার... Praying অনেক ধন্যবাদ।
০৭ অক্টোবর ২০১৫ দুপুর ০৩:৪০
286118
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আল্লাহু আকবার
344812
০৭ অক্টোবর ২০১৫ দুপুর ০২:২৪
হতভাগা লিখেছেন : মেয়েদের সৌন্দর্য্য দেখানোর জায়গা হচ্ছে তার স্বামীর কাছে । সে মেকআপ কেন নিচ্ছিল ? শুধু তার স্বামীকে দেখাতে ?
০৭ অক্টোবর ২০১৫ দুপুর ০৩:৪২
286119
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : যেহেতু বিয়ের দিন সেহেতু তার স্বামী ছাড়া আর কাকে দেখাবে?
০৭ অক্টোবর ২০১৫ দুপুর ০৩:৪৯
286121
হতভাগা লিখেছেন :
তার মা এতে বিস্মিত হলেন : 'তুমি কি পাগল হয়ে গেছ? দেখছ না সবাই তোমার অপেক্ষা করছে, তোমার মেক-আপের কী হবে? পানিতে তো সব ধুয়ে যাবে।'
০৭ অক্টোবর ২০১৫ বিকাল ০৪:০৭
286122
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : বিয়ের বাড়ি যেহেতু সেহেতু অন্যরাও তো একটু আধটু দেখবে নাকি? Love Struck Love Struck
০৭ অক্টোবর ২০১৫ বিকাল ০৫:২০
286129
হতভাগা লিখেছেন : ও ভুলেই গিয়েছিলাম , বিয়েতে তো এক আধটু ওরকম হয়েই থাকে ।
০৭ অক্টোবর ২০১৫ রাত ১১:৫৩
286181
জ্ঞানের কথা লিখেছেন : এই হচ্ছে অবস্থা?
344870
০৭ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:১৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৭ অক্টোবর ২০১৫ রাত ১১:২৩
286176
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : থ্যাংকু Surprised
344918
০৭ অক্টোবর ২০১৫ রাত ১১:৪৩
বৃত্তের বাইরে লিখেছেন : এটা কি সত্যি ঘটনা? এমন বিরল ঘটনা শেয়ার করার জন্য ধন্যবাদ অনেক Good Luck Rose
০৮ অক্টোবর ২০১৫ রাত ১২:০৪
286182
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : উপরে তো লিখেছেন সত্য ঘটনা। এখন আল্লাহ জানেন সত্যি কিনা। তবে সত্যি হতেই পারে আপু। ধন্যবাদ
344951
০৮ অক্টোবর ২০১৫ রাত ০৩:২০
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : মা, আমি ওজু করে এশার নামাজ পড়তে চাই।'

তার মা এতে বিস্মিত হলেন : 'তুমি কি পাগল হয়ে গেছ? দেখছ না সবাই তোমার অপেক্ষা করছে, তোমার মেক-আপের কী হবে? পানিতে তো সব ধুয়ে যাবে।

আসলে বর্তমানে মনের সুন্দরয্যের চেয়ে দেহের সুন্দরয্যের মূল্যায়ন করে বেশি! অথচ প্রয়োজন ছিলো মনের সুন্দরয্যকে প্রধান্য দেয়া। আল্লাহ আমাদের সঠিক পথে চলার তাওফীক দান করুন অ
আমিন।
১৪ অক্টোবর ২০১৫ বিকাল ০৪:৫৭
286812
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আল্লাহ আমাদের সঠিক পথে চলার তাওফীক দান করুন আমিন
345606
১৪ অক্টোবর ২০১৫ রাত ০৪:৪৮
ইবনে হাসেম লিখেছেন : শিক্ষনীয় ঘটনা। আসুন আমরা সবাই এ থেকে শিক্ষা গ্রহন করি। আল্লাহ আমাদের এই সময় দানকে ক্ববুল করুন, আমিন।
১৪ অক্টোবর ২০১৫ বিকাল ০৪:৫৭
286813
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ
১০
350035
১৭ নভেম্বর ২০১৫ দুপুর ১২:৪৩
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : বাংলাদেশের মুসলিম পরিবারের সব মেয়ে যদি এমন হতো, তাহলে আমার দেশের এত অশান্তি বিরাজ করতোনা...খুব ভাল লাগলো, আপনার লিখাটা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File