শাবিপ্রবিতে স্নাতক ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষে ভর্তি শুরু আগামী ১৩ অক্টোবর থেকে

লিখেছেন লিখেছেন সুমন আখন্দ ০৭ অক্টোবর, ২০১৫, ১০:১৫:৫০ সকাল

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) স্নাতক ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষে ভর্তির আবেদন প্রক্রিয়া আগামী ১৩ অক্টোবর থেকে শুরু হবে; চলবে ৩০ অক্টোবর রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত। এবার `এ` ইউনিটের ৯টি বিভাগের আসন সংখ্যা ৬০০ থেকে বাড়িয়ে ৬১৩টি করা হয়েছে। বি-ইউনিটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নামক নতুন বিভাগে এ শিক্ষাবর্ষেই শিক্ষার্থী ভর্তি করা হবে (আসন সংখ্যা ৩৫টি)। এতে করে এই ইউনিটের আসন সংখ্যা ৮০০ থেকে ৮৩৫ টি হয়েছে।

আগামী ১৪ নভেম্বর সকাল সাড়ে ৯টায় `এ` ইউনিট এবং বেলা আড়াইটায় `বি` ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়া ভর্তি সংক্রান্ত বিস্তারিত ও আবেদনের প্রক্রিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://www.sust.edu) থেকে জানা যাবে।

বিষয়: বিবিধ

৮০২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

344760
০৭ অক্টোবর ২০১৫ সকাল ১০:৩৩
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : ধন্যবাদ আপনাকে
344872
০৭ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:১৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ষাঁড় এ যেীথ বিশ্ববিদ্যালয় সফটওয়্যার কি ব্যবহত হবে??

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File