যে জেলার মেয়েদের বিয়ে করলে সংসার সুখের হয় ! Love Struck Love Struck

লিখেছেন লিখেছেন তোমার হৃদয় জুড়ে আমি ০৮ জুন, ২০১৬, ১১:১৮:০১ সকাল



১//যশোর-খুলনার মেয়েরা অনেক সুন্দরী। যশোরের মেয়েরা কুটনামিতে খুব ওস্তাদ হয়, প্রচুর মিথ্যা কথা বলে। আর শ্বশুরবাড়ীর লোকজন সহ্যই করতে পারেনা। পরকিয়াতেও ওস্তাদ যশোরের মেয়েরা। (আংশিক ব্লগারের মতামত।)

২//চট্টগ্রামের মেয়েরা বাইরের জেলার ছেলেদের ব্যাপারে আগ্রহী নয়। কিছুটা কনজারভেটিভ।

৩//সিলেটী মেয়েরা পর্দানশীল বেশী। সিলেটি মেয়েরা সাধারণত বাইরের জেলা তে বিয়ে করতে যায় না। আত্মীয়দের মধ্যে থাকতে পছন্দ করে। সিলেটী মেয়েরা ছ্যাচড়া। (আংশিক ব্লগারের মতামত।)

৪//পুরান ঢাকার মেয়েরা খুবই দিলখোশ। ঢাকার অন্য এলাকার মেয়েরা জগাখিচুরি

৫//খুলনার মেয়েরা স্বামী অন্ত :প্রাণ। খুলনার মেয়েরা ফ্যামিলির ব্যাপারে একটু সিরিয়াস টাইপের হয় ৷(আংশিক ব্লগারের মতামত।)

৬//উত্তর বঙ্গের মেয়েরা কোমলমতী হয় এবং বেকুব ও আনক্রিয়েটিভ ।(আংশিক ব্লগারের মতামত।)

৭//বরিশালের মেয়েরা একটু ঝগড়াটে, ভালো রাঁধুনী, ন্যাচারাল সুন্দরী , সংসারী এবং স্বামীভক্ত। কিন্তু বরিশাল থেকে সাবধান, যতই সুন্দর হোক, জীবন বরবাদ করে দেবে। (ব্লগারদের মতামত।)

৮//ময়মনসিংহের মেয়েরা একটু বোকাসোকা, কেউবা বদমাইশ।কেউ কেউ স্মার্ট এবং ডেয়ারিং (আংশিক ব্লগারের মতামত।)

৯// সিরাজগঞ্জের মেয়েরা ভালো, যদি শান্তিতে ঘর করতে চান। (ব্লগারদের মতামত।)

১০// বগুড়ার মেয়েরা ঝাল তুল্য। (ব্লগারদের মতামত।)

১১// কুষ্টিয়ার মেয়েরা সরল সহজ আবার অহংকারী, কিন্তু সেই তুলনায় গুনবতী নয়। মননশীল, রুচিসম্পন্ন। যাকে ভালবাসে সত্যিকারের ভালবাসে, কোন রাখঢাক নাই।

১২//বি,বাড়িয়ার মেয়েরা পলটিবাজ কিন্তু পতিভক্ত ও সংসারী (ব্লগারদের মতামত।)

১৩// রাজশাহীর মেয়েরা একটু লুজ । (ব্লগারদের মতামত।)

১৪//পাবনার মেয়েরা কুটনা হয়ে থাকে।(ব্লগারদের মতামত।)

১৫// জামালপুরের মেয়েরা বেশি স্মার্ট এবং ডেয়ারিং।এই জেলায় সুন্দরীদের ঘনত্ব বেশি।(ব্লগারদের মতামত।)

১৬//নোয়াখালী: বাবা-মা অথবা আত্মীয়-স্বজনদেরকে ভুলতে চাইলে নোয়াখালীর মেয়েদের তুলনা নেই । বেশির ভাগ মেয়ে কারো কথার নিচে থাকতে চায়না । এরা চরম কুটনা হয়। তবে তারা শশুড়বাড়ির জন্য করতে চাইলে নিজের সব দিয়ে করে, না করলে নাই! (ব্লগারদের মতামত।)

১৭// ফরিদপুরের মেয়েরা চোরা স্বভাবের।ওদের মত কুটিল প্যাচের মানুষ খুব কমই হয়।(ব্লগারদের মতামত।)

১৮//কুমিল্লার মেয়েরা শ্বশুরবাড়ির মানুষদের পছন্দ করেনা।কুমিল্লার মেয়েরা সুন্দরী, অনেক দায়িত্বশীল, তবে সংসারে প্রভাব বিস্তার করতে বেশি পছন্দ করে।(ব্লগারদের মতামত।)

১৯//টাংগাইলের মেয়েরা খুব ভাল হয়, বান্ধুবী হিসেবেতো বটেই, পাত্রী হিসেবেও। কিন্তু কিছু কিছু অঞ্চলের মাইয়াগুলো দুনিয়ার বজ্জাত… তবে বান্ধবী হিসাবে ভালএকটু দিলখোলা টাইপের (ব্লগারদের মতামত।)

২০//মাদারিপুরের মেয়েরা খুবই কেউটে, খুব খরচে, জামাইয়ের পকেট ফাকা করতে উস্তাদ।

২১//চাঁদপুরের মেয়েরা মানুষ হিসেবে খুবই ভালো, অথিতিপরায়াণ।তাদের সরল ভালবাসায় আপনি মুগ্ধ হবেন। আর শ্বশুরবাড়ী চাঁদপুর হলে ইলিশ নিয়ে চিন্তা করতে হবে না । আর আসল কথা হলো চাঁদপুরে লোকের মাথায় প্যাচ জিলাপীর থেকেও বেশী। চাদপুরের মেয়েরা ছেলে ঘুরাতে ওস্তাদ।

২২//দিনাজপুরের মেয়েরা খুব ষ্মাট ও সুন্দরী হয়,তবে চিটার প্রকৃতির ।

২৩//চাপাই নবাবগঞ্জের মেয়েরা সরল মনের অধিকারী।

২৪//গাজীপুরের মেয়েরা খুব ই ভাল, মিশুক এবং রসিক ।এখানকার মেয়েরা জেদী, লাজুক ,মিডিয়াম সুন্দর, মিডিয়াম স্মার্ট এবং সংস্কৃতি মনা।

২৫// নরসিংদীর মেয়েরা উড়াল পঙ্খীর মতো তাদের মন আর চলার ঢং । (ব্লগারদের মতামত।)

২৬//কিশোরগঞ্জের মেয়েরা একটু বোকাসোকা আর ডেয়ারিং প্রকৃতির। মিশুক, বন্ধুপাগল বা বন্ধুপ্রেমী হয়। স্বামী ভক্ত হয় তবে এমনও হতে পারে যে সারাজীবন বউয়ের দ্বারা নিগৃহীত হওয়া; অসম্ভব কিছু না।

২৭// নারায়নগঞ্জের মেয়েরা অতিশয় ভালো, ভদ্র, সামাজিক, কীভাবে পরিবার আর মুরুব্বিদের সামলাতে হয় তারা খুব ভালো জানে। সংসারে ঝামেলাহীন য়ার সবসময় হাসি-খুশি, মিলেমিশে থাকে এমন বউ আনতে চাইলে নারায়নগঞ্জের মেয়েরাই সেরা।… কথা ১০০% সত্যি। খোজ নিয়ে দেখতে পারেন।

বিষয়: বিবিধ

২৭২৪ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

371371
০৮ জুন ২০১৬ দুপুর ১২:১৫
দ্য স্লেভ লিখেছেন : বফক গবেষনা করেছেন দেখছি....তবে আমার পুটির মা অনেক দিলখোশ। ানেক সংসারী। লোক ভালো
০৮ জুন ২০১৬ দুপুর ১২:৩২
308163
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : Love Struck Love Struck ;Winking ;Winking তাই নাকি? তাহলে বফক মেয়ে পাইছেন।
371376
০৮ জুন ২০১৬ দুপুর ১২:৩১
বিবর্ন সন্ধা লিখেছেন : السلام عليكم ورحمة الله وبركاته


প্রথমে ই শেষ জেলার মেয়েদের বিষয়ে আপনার মতামতের বিরুধিতা করছি, যেহেতু আমি এর বাস্তব প্রমান দেখেছি, আমাদের পরিবারে ই।

হাতের পাচ আঙুল যেমন সমান নয়, তেমনি একই জেলার সকল মেয়েদের কে আপনি, একই পাল্লায় মেপে ঠিক করেন নি।
দেখা যায়, একই মায়ের পেটের দুই বোনের স্বভাবের মধ্যে ও আকাশ - পাতাল পার্থক্য থাকে।

আর বিয়ের কনে বোঝাতে, ঘোমটা দেয়া মেয়ের পিক বা মেহেদি রাঙ্গা হাতের পিক দিলে ও পারতেন,
এই রকম বেপর্দা মেয়ের ছবি দেখে, ব্লগের রোজাদার ছেলেগুলো রোযা যদি হালকা হয়ে যায়, সেই দ্বায়ভার কিন্তু আপনার কাধে ই বর্তাবে Mr Rolling on the Floor

অনেক বক বক করে ফেললাম, মাফ করে দিবেন, নিজ গুনে।Sorry
০৮ জুন ২০১৬ দুপুর ১২:৩৫
308164
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : কথা সইত্য। তবে যে ছেলেদের মেয়ে দেখলেই লুল পড়ে তাদের রমজান কি অন্য দিন কি। তবে সব জেলার ভিতরেই ভালো মন্দ আছে। এটা জাষ্ট ফান টাইপের পোষ্ট। Love Struck Love Struck
০৮ জুন ২০১৬ দুপুর ১২:৫১
308165
বিবর্ন সন্ধা লিখেছেন : লুল পড়লে পরুকগে,
আন্নেরে কি আল্লাহ কইছে নি, তেতুল মেইল্লা রাখতে?? Frustrated Waiting phbbbbt
১১ জুন ২০১৬ দুপুর ০১:১৮
308438
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : বিবর্ন সন্ধা আপুর সাথে সহমত।
371383
০৮ জুন ২০১৬ দুপুর ০১:৪৪
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আন্নে বেডা নাকি বেডি? আন্নে কুন অঞ্চলের মাল?
371387
০৮ জুন ২০১৬ দুপুর ০১:৫৪
ইরফান ভাই লিখেছেন : এইটা কী ছবি দিলেন??? আপনার অন্যান্য পোস্টগুলো খুব সুন্দর।ঐ পোস্টগুলোর সাথে এই পোস্টটি ঠিক মিলাতে পারছি না।
371389
০৮ জুন ২০১৬ দুপুর ০১:৫৭
বায়বার্স লিখেছেন : আপনার বাড়ি বোধহয় নারায়নগন্জ
371421
০৮ জুন ২০১৬ দুপুর ০৩:৩০
প্রেসিডেন্ট লিখেছেন : কপি পেস্ট। আগেও পড়েছিলাম কোথাও। এরকম বিভাজন কাম্য নয়। ভাল মন্দ সবস্থানেই আছে।
371434
০৮ জুন ২০১৬ বিকাল ০৪:৩৫
কুয়েত থেকে লিখেছেন : ২৭ জেলায় কি বাংলাদেশ..? বাঁকিদের খবর কে দিবে আর যাদের ব্যপারে লেখলেন ওরা আপনাকে পেলে আচ্ছা দোলাই দিবে। তা ছাড়া ভালো মন্দ সব খানেই আছে। ধন্যবাদ
371460
০৮ জুন ২০১৬ রাত ১০:০৫
আফরা লিখেছেন : ভাল/মন্দ সব জায়গায়ই আছে তবে কিছুটা হলেও এলাকার প্রভাব থেকেই যায় ।

পুরান ঢাকার মেয়েদের দিলখোশ এটা ঠিক আছে তবে কথা মত না চল্লে খবর আছে !!

১১ জুন ২০১৬ দুপুর ০১:১৯
308439
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : বুঝতে পারলাম, আফরা আপু পুরান ঢাকার মাইয়্যা... হা হা হা।
১১ জুন ২০১৬ রাত ১১:১৮
308493
আফরা লিখেছেন : আমি পোরান ঢাকার মেয়ে সেটা াপনি আজকে জানলেন ভাইয়া !!!!
371692
১১ জুন ২০১৬ দুপুর ০১:২২
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : প্রথমে আপনার কাছে প্রশ্ন, আপনি কি ২৭টা বিয়ে করেছেন? কারো সাথে ঘনিষ্ঠভাবে না মিশলে তাকে ভালোভাবে ছিনবেন না এটাই স্বাভাবিক।
প্রতিটি জেলায় ভালো খারাপ মিলেই লোক আছে।
চট্টগ্রামের সবাই কনজারভেটিব না, কিছু কনজারভেটিব বলতে পারেন। ধন্যবাদ আপনাকে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File