.....সব কিছু ভুলে যাই।✔✔✔আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ২৯ নভেম্বর, ২০১৫, ১২:০৭:২৭ রাত
মা.. মা.... মা..... আমি তোমার অত্যন্ত প্রিয় এবং বড় সন্ধান! সংসারের তাড়না ও জিবিকার প্রয়োজনে আমি আজ প্রবাসী, মা... ওগো মা.... প্রবাসের এই প্রান্তে এসে আমি আজ বড়ই ক্লান্ত!!!!
আমি আজ ৪ দিন ধরে অসুস্থ..... প্রতিদিন তোমার সাথে ফোনে কথা বলি, কিন্তু সত্য কথা বলিনা...! আমি জানি মিথ্যা কথা তুমি পছন্দ করনা। এও জানি আমার অসুস্থতার কথা শুনলে তুমিও অসুস্থ হয়ে পড়বে ।
মা... ফোন আলাপে তাই আমি সুস্থতার অভিনয় করে যাচ্ছি! মা.... আমাকে ক্ষমা করে দিও।
মা... মা.... মাগো.... আমি তোমারই ছেলে তোমার অসুখ হলে আমার অসুখ দ্বীগুন হয় যাবে, মা.... তোমার সুস্থ শরীর কামনায় আমার এই অসুস্থ শরীর নিয়ে সল্প সুস্থতার অভিনয়।
মা... আজ আমি প্রবাসী না হয়ে যদি দেশে থাকতাম তা হলে সবচেয়ে বেশি মায়ামোহ অস্তিরতা তোমার মাঝে দেখতাম। ডাঃ এর দেয়া ঔষুধে আমার অসুখ ভালো হবার আগে তুমিই আমার এই অসুখ ভালো করে দেবার প্রাণপণ চেষ্টা চালিয়ে যেতে। নামাজের শেষে মহান আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করতে তোমার কলিজার ঠুকরা সন্তানের জন্য।
জানি মা..... জানি, বাংলাদেশের প্রত্যান্ত প্রান্ত থেকে আমার মত অগনিত কলিজার ঠুকরা সন্তান প্রবাসী।
সুস্থ শরীর থাকলে কর্মস্থানে কর্মের ভাটি পড়েনা, সবার সাথে ভালো সম্পর্ক থাকে। অসুস্থ হলে অনেকে বিদ্রুপ করে কাটা গায়ে নুনের ছিটা দেয়! যা একটি অসুস্থ মানুষের জন্য তিক্ত অভিঙ্গতা।
প্রবাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে..... (কপিল) মানে যার কাছে কাজ করা হয় তিনি। অনেক কপিল আছে নিজের লাভ ছাড়া অন্য কিছু বুঝেনা বুঝতে চাননা। আমরাও স্বার্থপর কপিলের কপ্পরে পড়ে থাকি কখনো কখনো!! আপনি শত অসুস্থ হোন কপিলের কিচ্ছু যায় আসেনা, তার চাই কাজ আর কাজ। কাজ ফুসিয়ে দিতে না পারলে মূল বেতন থেকে টাকা কেটে নিতেও দৃধাবোধ করেনা।
যাই হোক প্রবাসী হিসেবে একটাই উদ্দেশ্য সেটা হলো মায়ের হাসি মুখ। পরিবারের সদস্যদের মুখে হাসি, আমি নিজে শত লানঞনা যন্ত্রণা বেদনার পর যখন দেখি আপনজন গুলো সুখে আছে, সব কিছু ভুলে যাই, সব কিছু ভুলে যাই।
বিষয়: বিবিধ
১৫৮৫ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এর মাঝেও আপনি সহ আমরা সবাই যেন ভাল থাকি -- এই কামনা করছি ভাই।
এর মাঝেও আপনি সহ আমরা সবাই যেন ভাল থাকি -- এই কামনা করছি ভাই।
আমার কফিল স হ আরো কিছু হাইওয়ান আজনবীরা অসুস্থ্য হতে পারে তা যেন বিশ্বাসই করে না!
মহান আল্লাহ সকল প্রবাসী স হ তাদের পরিবার এবং বিশ্ববাসীর কল্যাণ করুন,আমিন!
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
আমিও আপনার মতই আচরণ করি, মাকে কখনো বুঝতে দেই না যে, আমি অসুস্থ। সব সময়ই বলি ভালো আছি, সুস্থ আমি। দোয়া করবেন।
আসলে মা তো মা-ই, মায়ের তুলনা হয় না ভাই, কক্ষনো না। সকলের সুস্থ জীবন কামনা করছি। জাযাকাল্লাহ খাইর
মন্তব্য করতে লগইন করুন