ক্ষমা করো রহম করো, রব্বুল আলামীন!!
লিখেছেন লিখেছেন সামসুল আলম দোয়েল ২৯ নভেম্বর, ২০১৫, ০১:৩৭:৩৮ রাত
নিজের উপর করছি জুলুম নিত্য সীমাহীন
তুমি ছাড়া করবে কে ক্ষমা, রব্বুল আলামীন!!
প্রতিপদে হচ্ছে যে পাপ
আত্মবিলাস নেই পরিতাপ
আমায় নিয়ে খেলছে যে নফস, ভ্রষ্টে প্রতিদিন
ক্ষমা করো রহম করো, ইয়া রব্বুল আলামীন!!
আলকুরআনের আলো ছেড়ে
তাগুতেরই পথ ধরে
কোন ঠিকানায় চলছে জীবন এতো উদাসীন
ক্ষমা করো রহম করো, রব্বুল আলামীন!!
যে রঙে রঙ্গিন রাসূল
প্রভু আমায় করো কবুল
জীবন আমার সেই রঙে করো গো রঙ্গিন
ক্ষমা করো রহম করো, রব্বুল আলামীন!!
বিষয়: সাহিত্য
১২১৫ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন