মনের পশুর কোরবানী....হোক! ✔✔✔আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:৪৬:১৭ সন্ধ্যা
মানুষের মনের ভিতরে বেশিরভাগ সময় একটি না একটি পশু বসবাস করে....! যে পশুর নাম যথাক্রমে অহংকার, হিংসা।
অহংকার মানুষকে বড় মনের মানুষ হতে বাঁধার সৃষ্টি করে....! নিজের অর্জনকে সে সব সময় মনের ভিতরে রেখে দম্ভ করে! ফলশ্রুতিতে অসহায় গরীব দুঃখীজন ওনার আচরণের ক্ষতবিক্ষত হয়। দম্ভ নামের পশু কোরবানী হয়ে যাক।
হিংসা.... মানুষকে ঐক্যের পথে বাঁধার সৃষ্টি করে, হিংসুকরা নিজের কর্মটাকে বড় করে দেখার চেষ্টায় অন্ধ হয়েই থাকে.....! হিংসুকেরা অন্যের সফলতা দেখে নিজেকে ধরে রাখতে পারেনা! ! হিংসা ও অহংকার সমাজ থেকে দূর করতে পারলেই কাঙ্ক্ষিত শান্তি আসবে....।
মনের পশুর কোরবানী....হোক!
@};
পশু কোরবানী দেয়া হোক
আল্লাহকে খুশি করার জন্য....
মনের মাঝে চিন্তা ভাবনা
যেন না হয় অন্য।
পশু কোরবানীর দেয়ার আগে
কোরবানী দেয়া চাই মনের পশুত্ব!
মনের পশুত্বে আঘাত হানতে না পারলে
পূর্ণ হবেনা কোরবানীর মূল স্বার্থ।
মনের পশুত্বকে কোরবানী করে
ছড়াবো আমরাই পায়গাম শান্তির,
হিংসা বিদ্ধেষ ভুলে মায়া মমতায়
গড়ে নেব আন্তরিক বন্ধন উচু করে শির।
চলুক নিরলস সংগ্রাম
এক করতে ধনী গরীব সবাইকে,
শান্তির বাণী নিয়ে... ব্যাক্তি, ঘর,
সমাজ, রাষ্ট্র, ভরে উঠুক সুখে।
বিষয়: বিবিধ
১৪৭১ বার পঠিত, ২৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার দেয়া ধন্যবাদ আনন্দের সাথে গ্রহণ করলাম। আপনার কথার শেষ অংশের সাথে..... আমিন।
ওনার কিন্তু পশুর গলা কাটার অভ্যাস ছিলোনা। আপনাকেও শান্তির পথে আহবান.....
তুমি আমাকে ব্লক করে রাখছো কেনো পিটু দিবো পিটু
একটি প্রশ্ন!! আপনি কি অনুসরণ করে চলেন? আপনার অনুসরণের দিকটা আমাকে দেখার সুযোগ করে দিন প্লিজ!
কোরবানী দেয়া চাই মনের পশুত্ব!
মনের পশুত্বে আঘাত হানতে না পারলে
পূর্ণ হবেনা কোরবানীর মূল স্বার্থ।
সহমত!!
ভালো লাগলো
ঈদ মোবারক
কে কতততত গোস্ত পাবে সেই টেনশনে হার্টফেইল
ইমেল আইডি থেকে আমাকে দাওয়াত দিয়েন।
:D/
আমরা শয়তানের কুমন্ত্রনার বাইরে নয় তাই নিজের প্রতি সর্বদা খেয়াল রাখতে হবে, যাতে করে আমাদের কারনে শয়তান উপকৃত না হয়।
ভাইসাব/আপু কি নিজেকে আপগ্রেড করতে চাচ্ছেন নাকি সামুতে গিয়ে ?
ওখানে বিয়ের পোস্টও পাঠক মুছে দিতে বললে তা মুছে দেন।।
সামু বিখ্যাত হয়েছে কুখ্যাত কাজ দ্বারা - আসিফ সামুরই একজন ব্লগার । হুলো বেড়ালের মত প্রতারকদের প্রতারণা করার প্ল্যাটফর্ম গড়ে দেয় সামু ।
চরম জামায়াত বিদ্বেষী এই ব্লগের ব্লগাররা দেখবেন কিছুদিন পর জোট বেঁধে আপনাদেরকে সাইজ করবে , মডারেটর ওদের ফেভারে কাজ করবে ।
মন্তব্য করতে লগইন করুন