হযরত খুবাইব (রাঃ) এর ফাঁসি আর মক্কার নরপিশাচ জালিমদের পৈশাচিক হাঁসি !!

লিখেছেন লিখেছেন সুমন আহমেদ ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:৪৪:১৫ রাত

সেদিন মক্কার যুবকদের আহ্বান করা হয়েছিল খুবাইবের (রঃ) ফাঁসি উপভোগ করার জন্য ।।

খুবাইব (রাঃ) এর হাতে পায়ে শিকল বেঁধে ফাঁসির মঞ্চের দিকে যখন মক্কার মুশরিকরা ধাক্কাতে ধাক্কাতে নিয়ে যেতে লাগলো ।।

তখন কেউ কেউ হাত তালি দিয়ে এ আনন্দ উপভোঘে মাতোয়ারা হয়েছিল ।।

খুবাইব (রাঃ) কে মুশরিকরা খুব করে বলেছিল "হে খুবাইব তুমি কি রাজি আছো? তোমাকে ছেড়ে মুহাম্মদ (সাঃ) কে হত্যা করি"!!

সেই প্রস্তাব শুনে খুবাই (রাঃ)

বলেছিলেন-আমার পরিবার পরিজন নিরাপদে থাকবে আর মুহাম্মদ (সাঃ) এর গায়ে একটা কাঁটার আঁচড় লাগবে এটা কখনো হতে পারেনা !!

ফাঁসির মঞ্চে উঠার আগে তিনি দু

রাকায়াত নামায পড়তে চাইলেন !

দু রাকায়াত নামাজ তাড়াতাড়ি পড়েই তিনি প্রচ্ছন্ন উচ্চারনে মুশরিকদেরকে বল্লেনঃ আমি দু রাকায়াত নামাজ আরো দির্ঘায়িত করতাম কিন্তু তোমরা মনে করবা আমি মৃত্যুর ভয়ে নামাজ দির্ঘায়িত করতেছে এইজন্য নামাজ

দির্ঘায়িত করলাম না !!

এর পর তাঁকে ফাঁসিতে ঝুলানো হলো, ফাঁসির মধ্যে জীবিত অবস্থা রেখেই মানুষরূপী জালেমরা খুবাইব (রাঃ) এর শরীর থেকে তার অঙ্গপ্রত্যঙ্গগুলি কেটে কেটে বিচ্ছিন্ন করতে লাগলো !!

তারা রাসুল (সাঃ) বিরূদ্ধে স্বীকারোক্তি আদায়ের জন্য ব্যার্থ

চেষ্টা করতে থাকে !!

কিন্তু খুবাইব (রাঃ) তিনি শহীদ হতে হতে বলিষ্ট উচ্ছারনে বলেন আমার কাছে মুনাফিকি জীবনের চেয়ে শহীদি মৃত্যু অনেক অনেক উত্তম !!

হযরত খুবাইব (রাঃ) এর শরীর থেকে তখন পচন্ড রক্তপাত হচ্ছিল !!

শত শত পৈশাচিক নির্যাতন নিপীড়ন সত্বেও আল্লাহর নির্ভীক সৈনিক খুবাইব (রাঃ) বলিষ্ট ঈমানী চেতনায় অনড় এবং অটল ছিল আল্লাহু আকবার !!

কাহীনিটা গুছিয়ে উপস্থাপন করতে

আমি অক্ষম !!

দ্বীনের দা'য়ীদের ফাঁসিতে ঝুলানো এ ধারা আপনাদের কাছে নতূন মনে হতে পারে কিন্তু আসলে তা নতূন নয় !!

আজ ভীষন মিছ করছি আমাদের দুই প্রিয় দায়িত্বশীলকে শহীদ কামারুজ্জামান স্যার এবং কাদের মোল্লা স্যারকে !!

দোয়া করি আল্লাহ্ উনাদের জান্নাতের সর্বোচ্ছ স্থানের মেহমান হিসেবে কবুল করে নিন !!

আমীন !!

বিষয়: বিবিধ

১৮২৭ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

343141
২৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ০২:২৫
শেখের পোলা লিখেছেন : আমিন৷
343158
২৪ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৯:৩৩
আয়নাশাহ লিখেছেন : আমীন!
343161
২৪ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:০০
সুমন আহমেদ লিখেছেন : আমীন ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File