আমার প্রিয়জনদের ভালবাসা উপেক্ষা করার মত কঠিন পাথর নই আমি!!! ✔✔✔আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০৮ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:৫৯:৫৮ রাত
আস্সালামু আলাইকুম, আসলে আমি খুবই নগন্য একজন! তবে ব্লগিং জীবনে ব্লগার ও পাঠকদের সিমাহীন ভালবাসা পেয়েছি যার যোগ্যতা আমার নেই।
আমি একটু ভিন্ন কিসিমের মানুষ...!! যার ভিতরে লুকিয়ে থাকে অশিম লজ্জা যার জন্য পুরোপুরি ভাব প্রকাশ করতে পারিনা! পুরোপুরি ভাব প্রকাশ করতে না পারলেও কিছু সহ ব্লগার আমার অপ্রকাশিত অনুভূতি বুঝে নিতে পারেছেন।
আমি বিভিন্ন দিক থেকে অবহলিত হলেও সহ ব্লগারদের পক্ষ হতে যতেষ্ট আন্তরিকতা ভালোবাসা পেয়েছি যার ঋণ বাকী জীবনে সোধ করতে পারব কিনা জানিনা।
আমার ব্লগিং থেকে বিদায় নেবার বিষয়টি সহ ব্লগার ও পরিচিত পাঠকের মাঝে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে......!
আমি আসলেই জানতামনা যে আমাকে এতগুলো মানুষ এভাবে ভালোবাসে এবং তা এই রকম প্রকাশ ভঙ্গিমায়.....!!! আমি অবাক হয়ে গেছি আমার ফেসবুকে মেসেজ এর সংখ্যা দেখে কেউ বিস্তারিত কারন জানতে চেয়েছে ব্লগিং ছেড়ে দেয়ার! ! কেউ ব্লগ ছেড়ে না যাবার অনুরোধ, কেউ আমি ব্লগিং ছেড়ে দিলে তিনিও ব্লগিং ছেড়ে চলে যাবার হুমকি.....! কেউ ব্লগে ফিরে আসার ঘোষণা দিয়ে পোস্ট দেয়ার আদেশ দিয়েছেন!! অবশ্যই ওনাদের অধিকার আছে আমাকে এভাবে বলার.....! যার যত অধিকার সে সেই ভাবেই বলেছে।
আমার প্রিয়জনদের ভালবাসা উপেক্ষা করার মত কঠিন পাথর নই আমি!!! সহব্লগার ও পাঠকদের ভালোবাসা ত্যাগ করে দূরে থাকতে পারবনা আমি! ভালোবাসাময় কান্না জড়িত কন্ঠে বলছি আমি ফিরে এসেছি.....ফিরে এসেছি.... ফিরে এসেছি..... আমি ভালোবাসা চাই ভালোবাসা থেকে দূরে থাকতে চাইনা।
দৃষ্টি আকর্ষণঃ আমার ব্লগিংয়ের বিদায় বেলা।
শিরোনামের লেখাটিকে ইংগিত করে ব্লগে কয়েকটি লেখা প্রকাশিত হয়েছে...! প্যারিস থেকে আমি লিখেছেন ****ব্লগিং করে আমি সফল, আপনি? **** শিরোনামে অসাধারণ একটি লেখা যা ব্লগারদের হূদয় ছুঁয়ে নেবার পাশাপাশি ব্লগ কর্তৃপক্ষেরও হূদয় জয় করে স্টিকিতে রূপ নিয়েছে।
মাটিরলাঠি নামের ব্লগার ভাই লিখেছেনঃ ব্লগ বিডিটুডে, ওয়ান ম্যান আর্মি, সফল ব্লগার ও কিছু কথা। উপমা দিয়ে তিনি যা বুঝিয়ে দিলেন তা থেকে ব্লগিংয়ের জন্য শিক্ষনীয় অনেক বিষয়ের উপস্থিতি! !!
মাহাবুবা সুলতানা লাইলা লিখেছেনঃ আমার ব্লগ ছেড়ে যাওয়ার ঘোষণা নিয়ে নিজের অভিঙ্গতা ও অতীতে হারিয়ে যাওয়া কিছু ব্লগারদের নাম ও তাদের স্মৃতি নিয়ে....
হতাশা কিসের? যা আল্লাহকে ভয় করা ও মানুষের কল্যাণের জন্য লিখতে প্রতিটি লেখককে অনুপ্রাণিত করবে, সত্যি বলতে আমাকেও অনুপ্রাণিত করেছে।
আমার চলে যাবার ঘোষণাকে কেন্দ্র করে আমার প্রিয় ব্লগার ভাই, গাজী সালাউদ্দিন লিখেছেনঃ স্মৃতিময় একটি লেখা।
মুদী দোকানদার থেকে ব্লগার 'নুর আয়শা আব্দুর রহিম', আপনিই সফল, প্লিজ ব্লগে ফিরে আসুন! যা পড়ে আমার চোখ অশ্রুময় হয়ে উঠেছে নিজের অজান্তে! !!
ঘুম ভাঙাতে চাই " লিখেছেনঃ নুর আয়শা আব্দুর রহিম ভাইয়ের প্রতি!
লেখাটি পড়ে ওনার কিছু অজানা বিষয় জানতে পারলাম । ওনার লেখাটিতে শয়তান আল্লাহর আদেশ অমান্য করা নিয়ে যে উপমা টানলেন তা আমার ব্লগিং জীবন নয় সংসার ও ব্যক্তি জীবনে শিক্ষনীয় হয়ে থাকবে।
আসলে সবার ভালোবাসায় ভরা বন্ধন পেরিয়ে দূরে থাকা সম্ভব নয়।
ধন্যবাদ সবাইকে।
বিষয়: বিবিধ
২১৫৫ বার পঠিত, ৫৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ব্লগার তার সদস্য,
দূরে চলে যেতে চেয়ে
ভালোবাসা হয়েছে প্রকাশ্য।
আপনাদের ভালোবাসা দেখে
আমি হতবাক,
ফিরে এসার মাধ্যমে
দিয়েছি আন্তরিক ডাক।
ধন্যবাদ, মন্তব্যের জন্য।
আমাল মিত্তি তই?
আপা তই?
আপালে আমাল সালাম দিও
আপনার আপা আছে, আপনার সালাম পৌঁছে দেয়া হলো। ধন্যবাদ। মিস্টির ব্যবস্থা করা হলো।
আপনাকে পেয়ে! অভিনন্দন খুব!
ফিরেছেন সেজন্য ধন্যবাদ নিন জ্ঞানের কথার থেকে।
অবশ্য আমি একজন বুজুর্গ ভক্ত মুরিদ আমার কথায় কি বা আসেযায়!
আপনার বুজুর্গ তরমুজের ভিতরে আছে, এবং ওনার বাড়িও তরমুজের ভিতরে!!! আপনিও তরমুজের ভিতরে থাকেন? ??
আমারও আপনার মত বেজায় ঘুম পাইছিল।
আপনাদের ঘুমানোর পজিশন কোনটা খোলাসা করলে ভালো হয়!!!
ফিরে এসেছেন স্বাগতম ।
যান আপু আপনার কান্না আমি কেঁদে এগিয়ে দিলাম
এবার আপনি কাঁদেন
এভাবে বলতে না পারলে ওভাবে বলে দিয়েন!!! আপনার মনের কথাটি জানতে না পারলে আমার পেটে গ্যাস জমা হবার সম্ভাবনা আছে।। সুতরাং খেয়ালী মনের ভাব জানিয়ে দিবেন।
আপনা অসংখ্য ধন্যবাদ।
আমনের বিদায়ের ঘোষনা ব্লগে মহা আলোড়ণ ফেলে দিছে।
কজনার ভাগ্যে জুটে এমন ভালবাসা। খুব ইর্ষা হচ্ছেরে!
দেখলাম এবং ব্লগারদের ভালোবাসায় আমি অভিভূত! অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন এটাই কামনা। @গাজী সালাউদ্দিন
ধন্যবাদ প্রতি মন্তব্যের সবাইকে।
দেখা হলে কথা বলবো।
ফিরে এসেছেন জেনে আনন্দিত হলা। অনেক অনেক শুকরিয়া, আপনার প্রতি ব্লগারদের ভালোবাসা কেমন, তা হাড়ে হাড়ে টের পেয়েছেন নিশ্চয়ই। জাযাকাল্লাহ খাইর
চতুরমুখী ভালোবাসা আমাকে আবার প্রিয় ব্লগে ফিরিয়ে এনেছে। ধন্যবাদ শুভকামনা।
কতদিন হয়ে গেল
খালি এই বুক,
এসো বুক মিলিয়ে
নেব ঈদের সুখ।
সুখের পাখি উড়ছে
ডানা খানি মেলে,
আর পুড়বোনা
দুঃখের অনলে।
ভালোবাসার স্রোত পেয়ে
চলৎ চলৎ থৈথৈ,
স্কুল কলেজ পেলে এসে
ব্লগের লেখা গুলো মেনি নিই "বই"।
বই পড়া ভরি মজা
নতুন নতুন লেখা,
ব্লগ আমার স্কুল
ব্লগ থেকেই শেখা.....!
ঘরের দেয়ালটি এখনো পুর্নাঙ্গ হয়নি এখনো অনেক পথ বাকি!! এই পথ চলায় আপনাকে পাশে চাই। আশা করি থাকবেন। ধন্যবাদ অনুভূতির জন্য।
হ্যাঁ ভাই একসাথে থাকতে চাই বলেই ব্লগে আবার ফিরে আসা। সুখ দুঃখ ভাগাভাগির অনুভূতি সবাই করতে পারেনা!! বেশিরভাগ মানুষ সুখের সময় কাছে থাকে দুঃখের সময় পালিয়ে বেড়ায়!! এখানে ব্যতিক্রম অনেক অনেক ধন্যবাদ।
ভালো লাগাতে দুষ্টু পোলারা কঠিনতর করে হাসছে....! আর বাথরুমের চাবির বিজ্ঞাপন দেখে মনে দুষ্টামি না এলে কবে আসবে??
ভালো লাগলো আপনার প্রত্যাবর্তন আলহামদুলিল্লাহ! !শুভ ব্লগিং
ফিরে আসায় আন্তরিক মুবারকবাদ এবং আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ!!
সত্যি আপনার চলে যাওয়ার ঘোষনায় বুকে একটু চিন চিন করছিলো।শুধু আপনার জন্যই আমার সফলতার পোস্টটি দিয়েছিলাম।
আপনাকেও একই দড়িতে চাই.... ধন্যবাদ অনুভূতির জন্য।
আমার লেখায় কোন ভুল হলে যেমন বন্ধুদের নিকট থেকে সংশোধনী আশা করি, তেমনি কোন বন্ধুর লেখায় কোন ভুল হলেও সংশোধনের চেষ্টা করি।- এটাই উচিৎ।
আপনার হেডিংএ “আমার প্রিয়জনদের ভালবাসা উপেক্ষা করার মত কঠিন পাথর নয় আমি!!!” ‘নয়’ শব্দটি আমির সাথে যায় না, সুতরাং ‘নয়’ এর স্থলে হবে ‘নই’। ধন্যবাদ।
আপনি লিখেছেনঃ আমার লেখায় কোন ভুল হলে যেমন বন্ধুদের নিকট থেকে সংশোধনী আশা করি, তেমনি কোন বন্ধুর লেখায় কোন ভুল হলেও সংশোধনের চেষ্টা করি।- এটাই উচিৎ।
প্রতিটি মানুষ ভুল করে... কেউ ভুলের উপর দাড়িয়ে থাকে, কেউ সংশোধন করে আমি সংশোধনকারিদের দলে। ধন্যবাদ আপনাকেও মূল্যবান সংশোধনী পেশ করার জন্য। শুভকামনা।
মন্তব্য করতে লগইন করুন