নুর আয়েশা আব্দুর রহিম ভাইয়ার প্রতি।

লিখেছেন লিখেছেন ঘুম ভাঙাতে চাই ০৮ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:৫৪:৪২ সন্ধ্যা



কি এমন হল যে ব্লগিং বাদ দিবেন? সফলতা, ব্যার্থতা এসবের হিসাব তো পরকালে। কিছু কথা বলি, ভাইয়া শুনবেন?

ভাইয়া আপনি তো নিজ নামে লিখেন মানুষ আপনাকে চিনে, ভালবাসে এসব মানুষকে ছেড়ে চলে যাবেন? আমি ২০১১ সাল থেকে ব্লগিং করি। তবে নিজের পরিচয় গোপন রেখে, নানান ছদ্বনামে। আমার কিন্তু একাধিকবার নানান ব্লগে ব্লগ আইডিটাই বাতিল করা হয়েছে এবং এসব ব্লগে আমার লেখা ব্লগপোস্টগুলোর কোন কপিই আমার কাছে ছিলনা, যেগুলো আমি হারিয়েছি চিরদিনের মত। কিন্তু আবার নতুন করে শুরু করেছি নতুন কোন ব্লগে, নতুন কোন জায়গায়, নতুন ঠিকানায়, নতুন নামে, নতুনভাবে। ফেসবুকে যে আমার কি পরিমাণ ফ্রেন্ডস-ফলোয়ার ছিল তা আমিও জানিনা। বিভিন্ন ফেসবুক পেজ নিয়মিত আমার লেখা তাদের দেয়ালে পোস্ট করত। অনেকেই আমাকে ইনবক্সে অনুরোধ করত তাদের লেখা শেয়ার, লাইক দেয়ার জন্য যেন তারা তাড়াতাড়ি পরিচিত মুখ হতে পারে। যেহেতু আমি নিজের নামে লিখিনা, লিখি ছদ্বনামে তাই আমার অনেক লেখাই চুরি হয়ে যেত, ফেসবুক সেলিব্রেটিরা আমার লেখা নিজের নামে চালিয়ে দিত...আমি দেখতাম আর হাসতাম, খারাপও লাগত। সেই ফেসবুক আইডিটাও আমি হারিয়েছি একবছর আগে। ভাইয়া আপনি জানেন আমি কি পরিমাণ গালাগালি, হুমকি-ধামকি সহ্য করেছি নানান ব্লগে, ফেসবুকে?? ভার্সিটির একটা সেমিস্টার পর্যন্ত নষ্ট হয়েছে। ভাইয়া একটা সময় আমার লেখায় হয়ত দু-একজন "ভাল লাগলো" এই টাইপ কমেন্ট করতো আর বাকিরা পড়তোনা, আবার আরেকটা সময় আমার লেখায় কমেন্টের আধিক্য দেখে অনেকেই আমাকে হিংসাও করত। হয়ত আমার ব্লগ আইডি বাতিলে কেউ খুশি হত, কেউ মন খারাপ করত। কিন্তু আমি কি তবুও অভিমানে, ক্ষোভে ভেঙ্গে গিয়েছি? পৃথিবীর নিয়মই "কেউ আসবে, কেউ চলে যাবে" ব্লগেও তাই। আমিও আজ ব্লগে আছি, হয়ত কাল থাকবোনা। কিন্তু যেখানে থাকার সুযোগ আছে সেখানে চলেই বা যেতে চান কেন?

আপনার লেখায় নাকি বানান ভুল, থাকনা!! সমস্যা কি? মানুষ আপনাকে কটুকথা শুনিয়েছে, নিজেদের বিদ্যা জাহির করেছে, বুঝাতে চেয়েছে যে তারা আপনার চেয়ে স্মার্ট, তাইনা? ভাইয়া সবচেয়ে স্মার্ট কে ছিল বলেন তো? আচ্ছা আমি বলি: সবচেয়ে স্মার্ট হল শয়তান, অথচ সেই কিন্তু অভিশপ্ত। কারণ কি?

তাকে যখন আল্লাহ আদেশ দিয়েছিলেন: "আদমকে সেজদা কর" তখন সে জবাব দিয়েছিল, আমি আদমের চাইতে শ্রেষ্ঠ। সে মাটির তৈরী কিন্তু আমি আগুনের নির্যাস। আমি আদমের চাইতে স্মার্ট, আদম ক্ষাত।

তাহলে ভাইয়া "আপনাকে কে কি বলল", তাতে আপনি অভিমান করছেন কেন???

ব্লগিংয়ে সফল না হলে মানুষ আপনি এতদিন ব্লগে আছেন কিভাবে?? জাস্ট দুনিয়ার সামান্য ব্লগিংয়ের জন্য একদম মন খারাপ করবেননা, ফীরে আসুন আপনি প্লিজ!! যদি না আসেন তাহলে খুব মন খারাপ হবে।

বিষয়: বিবিধ

১৩৮০ বার পঠিত, ২৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

340431
০৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:০০
এ,এস,ওসমান লিখেছেন : আশা করি এই ব্লগে আব্দুর রহিম ভাই এর মন্তব্য থাকবে।
১০ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:২৮
282320
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ফীরে এসেছেন তাই খুব ভাল লাগছে। মন্তব্যের জন্য জাঝাক আল্লাহ ভাইয়া। Good Luck Good Luck
340438
০৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:২৯
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ওনারা যৌথ ব্লগার
আমার মনে হয় ওনারা বর্তমানে ব্লগে নাই
১০ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:২৮
282321
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ফীরে এসেছেন তাই খুব ভাল লাগছে। মন্তব্যের জন্য জাঝাক আল্লাহ ভাইয়া। Good Luck Good Luck
340440
০৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৩৮
আবু জান্নাত লিখেছেন : আশাকরি ফিরে আসবেন।
১০ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:২৮
282322
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ফীরে এসেছেন তাই খুব ভাল লাগছে। মন্তব্যের জন্য জাঝাক আল্লাহ ভাইয়া। Good Luck Good Luck
340442
০৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৪২
জ্ঞানের কথা লিখেছেন : যাক একজনের খোজে আরেকজনের কিছুকথা জানলাম। অনেক দামি কথা! জ্ঞানের কথা।
১০ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:২৮
282324
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ফীরে এসেছেন তাই খুব ভাল লাগছে। মন্তব্যের জন্য জাঝাক আল্লাহ ভাইয়া। Good Luck Good Luck
340443
০৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৪৩
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : ফীরে আসুন আপনি প্লিজ!! যদি না আসেন তাহলে খুব মন খারাপ হবে। Sad
১০ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:২৮
282323
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ফীরে এসেছেন তাই খুব ভাল লাগছে। মন্তব্যের জন্য জাঝাক আল্লাহ ভাইয়া। Good Luck Good Luck
340459
০৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৩৪
আওণ রাহ'বার লিখেছেন : Thumbs Up Thumbs Up
১০ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:২৯
282325
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ফীরে এসেছেন তাই খুব ভাল লাগছে। মন্তব্যের জন্য জাঝাক আল্লাহ ভাইয়া। Good Luck Good Luck
340460
০৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৩৫
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। আমার প্রতি আপনি লিখবেন আমি কল্পনাও করিনি! আমার প্রতি লিখতে গিয়ে যে শয়তানের উপমা টানলেন তা আমার ব্লগিং জীবনের পাশাপাশি সংসার জীবন ও ব্যক্তি জীবনে কাজে আসবে।

আপনার ব্লগিংয়ের অভিঙ্গতা শেয়ার করে আমাকে আরো ঋণী করে দিয়েছেন। দোয়া চাই ধারবাহিক ভাবে ব্লগে কিছুনা কিছু যেন লিখে যেতে পারি, ধন্যবাদ।
১০ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:২৯
282326
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : স্বাগতম ভাইয়া। Good Luck Good Luck
340505
০৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৩৮
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওহ! সবাই মি অভামানির প্রতি এতো বেশি ভালবাসা প্রকাশ করছে যে, আমিতো হিংসায় মরে যাচ্ছিরে! আমারে কেউ ভালবাসে না, আমারও খুব অভিমান করতে ইচ্ছে করে, কিন্তু গ্যারান্টি কি রহিম ভাইয়ের মত উপচে পড়া ভালবাসা পাব!

রহিম ভাইয়ের থেকে কিছু ভালবাসা আমারেও দিয়েন কিন্তু।
০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৩:৪৪
281957
কাহাফ লিখেছেন : কথা টা ঠিক নয় প্রিয় ভাই,'শুধুই আল্লাহর জন্যে ভালবাসা' এমন কয়েকজনের অন্তর্ভুক্ত আপনিও! ভালবাসি আপনাকেও আল্লাহর জন্যেই!!
১০ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:২৯
282327
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ফীরে এসেছেন তাই খুব ভাল লাগছে। মন্তব্যের জন্য জাঝাক আল্লাহ ভাইয়া। Good Luck Good Luck আপনাকেও সবাই ভালবাসে। Happy
340566
০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৩:২৪
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম ।

সংক্ষিপ্ত অথচ প্রান্জল এবং চমৎকার অর্থবহ পোস্টের জন্য শুকরিয়া! জাযাকাল্লাহ খাইর!
১০ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৩০
282328
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম আপি। আল্লাহ তোমাকেও উত্তম প্রতিদান প্রদান করুক।
১০
340569
০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৩:৪৬
কাহাফ লিখেছেন :
সুন্দর উপমায়িত আহবান মুলক পোস্ট! আশা রাখি-ফিরে আসবেন মুহতারাম+মুহতারামাদ্বয়!
জাযাকুমুল্লাহু ওয়া ইয়্যানা খাইরাল জাযা-ই!!
১০ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৩০
282329
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ফীরে এসেছেন তাই খুব ভাল লাগছে। মন্তব্যের জন্য জাঝাক আল্লাহ ভাইয়া। Good Luck Good Luck
১১
340602
০৯ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:৪৮
মুক্ত কন্ঠ লিখেছেন : আপনার আহ্বান উনারা ফিরাতে পারেননি। ফিরেই এসেছেন। আলহামদুলিল্লাহ!
১০ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৩১
282330
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ফীরে এসেছেন তাই খুব ভাল লাগছে। মন্তব্যের জন্য জাঝাক আল্লাহ ভাইয়া। Good Luck Good Luck
১২
340956
১০ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৩১
হতভাগা লিখেছেন : আপনার নিক ঘুম ভাঙ্গাতে চাই পরিবর্তন করে মান ভাঙ্গাতে চাই রাখতে পারেন
১৮ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:৫৪
283716
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : হাহা! ভাইয়া খুব মজা পেলাম।
১৩
341064
১১ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:২৪
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : এমনিতেই আমাদের মত নিরিহ ব্লগাররা বেশি শান্তিতে নাই তার পর যদি নুর আয়শার মত উজ্জল তারকা ব্লগাররা মনমরা হন তাইলেতো আমরা মারাই যাবো...প্লিজ আপু/ভাই এমন বিরহ দিবেননা আজকাল হার্টের চিকিৎসা দূরমূল্য অনেক ধন্যবাদ।
১৮ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:৫৮
283717
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আপনি তো যথেষ্ট ভাল মানের ব্লগার নিজেকে নিরীহ ভাবছেন কেন ভাইয়া? নিয়মিত ব্যায়াম করুন, বেশি পানি পান করুন, খাওয়া-দাওয়া, ঘুম ইত্যাদিতে নিয়ম মেনে চলুন, ফিজিওথেরাপি চিকিৎসা নিতে পারেন_ বেশ ভাল একটা চিকিৎসা পদ্ধতি যদিও আমাদের দেশে কদর কম। আর নামাজ পড়ুন নিয়মিত ইনশাআল্লাহ সুস্হ থাকবেন।
১৪
341360
১৩ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৪:৩৮
লজিকাল ভাইছা লিখেছেন : এটা কে বলে ভালবাসার বন্ধন, সে বাধা থাকে ইসলাম নামক একটি আদর্শিক বাধনে। আমাদের পরস্পরের ভালবাসা হোক আল্লাহর সন্তুষ্টির জন্য।
১৮ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:৫৯
283718
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : সুন্দর যুক্তিযুক্ত কথা ভাইয়া সুন্দর বলেছেন। আমীন। Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File