নুর আয়েশা আব্দুর রহিম ভাইয়ার প্রতি।
লিখেছেন লিখেছেন ঘুম ভাঙাতে চাই ০৮ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:৫৪:৪২ সন্ধ্যা
কি এমন হল যে ব্লগিং বাদ দিবেন? সফলতা, ব্যার্থতা এসবের হিসাব তো পরকালে। কিছু কথা বলি, ভাইয়া শুনবেন?
ভাইয়া আপনি তো নিজ নামে লিখেন মানুষ আপনাকে চিনে, ভালবাসে এসব মানুষকে ছেড়ে চলে যাবেন? আমি ২০১১ সাল থেকে ব্লগিং করি। তবে নিজের পরিচয় গোপন রেখে, নানান ছদ্বনামে। আমার কিন্তু একাধিকবার নানান ব্লগে ব্লগ আইডিটাই বাতিল করা হয়েছে এবং এসব ব্লগে আমার লেখা ব্লগপোস্টগুলোর কোন কপিই আমার কাছে ছিলনা, যেগুলো আমি হারিয়েছি চিরদিনের মত। কিন্তু আবার নতুন করে শুরু করেছি নতুন কোন ব্লগে, নতুন কোন জায়গায়, নতুন ঠিকানায়, নতুন নামে, নতুনভাবে। ফেসবুকে যে আমার কি পরিমাণ ফ্রেন্ডস-ফলোয়ার ছিল তা আমিও জানিনা। বিভিন্ন ফেসবুক পেজ নিয়মিত আমার লেখা তাদের দেয়ালে পোস্ট করত। অনেকেই আমাকে ইনবক্সে অনুরোধ করত তাদের লেখা শেয়ার, লাইক দেয়ার জন্য যেন তারা তাড়াতাড়ি পরিচিত মুখ হতে পারে। যেহেতু আমি নিজের নামে লিখিনা, লিখি ছদ্বনামে তাই আমার অনেক লেখাই চুরি হয়ে যেত, ফেসবুক সেলিব্রেটিরা আমার লেখা নিজের নামে চালিয়ে দিত...আমি দেখতাম আর হাসতাম, খারাপও লাগত। সেই ফেসবুক আইডিটাও আমি হারিয়েছি একবছর আগে। ভাইয়া আপনি জানেন আমি কি পরিমাণ গালাগালি, হুমকি-ধামকি সহ্য করেছি নানান ব্লগে, ফেসবুকে?? ভার্সিটির একটা সেমিস্টার পর্যন্ত নষ্ট হয়েছে। ভাইয়া একটা সময় আমার লেখায় হয়ত দু-একজন "ভাল লাগলো" এই টাইপ কমেন্ট করতো আর বাকিরা পড়তোনা, আবার আরেকটা সময় আমার লেখায় কমেন্টের আধিক্য দেখে অনেকেই আমাকে হিংসাও করত। হয়ত আমার ব্লগ আইডি বাতিলে কেউ খুশি হত, কেউ মন খারাপ করত। কিন্তু আমি কি তবুও অভিমানে, ক্ষোভে ভেঙ্গে গিয়েছি? পৃথিবীর নিয়মই "কেউ আসবে, কেউ চলে যাবে" ব্লগেও তাই। আমিও আজ ব্লগে আছি, হয়ত কাল থাকবোনা। কিন্তু যেখানে থাকার সুযোগ আছে সেখানে চলেই বা যেতে চান কেন?
আপনার লেখায় নাকি বানান ভুল, থাকনা!! সমস্যা কি? মানুষ আপনাকে কটুকথা শুনিয়েছে, নিজেদের বিদ্যা জাহির করেছে, বুঝাতে চেয়েছে যে তারা আপনার চেয়ে স্মার্ট, তাইনা? ভাইয়া সবচেয়ে স্মার্ট কে ছিল বলেন তো? আচ্ছা আমি বলি: সবচেয়ে স্মার্ট হল শয়তান, অথচ সেই কিন্তু অভিশপ্ত। কারণ কি?
তাকে যখন আল্লাহ আদেশ দিয়েছিলেন: "আদমকে সেজদা কর" তখন সে জবাব দিয়েছিল, আমি আদমের চাইতে শ্রেষ্ঠ। সে মাটির তৈরী কিন্তু আমি আগুনের নির্যাস। আমি আদমের চাইতে স্মার্ট, আদম ক্ষাত।
তাহলে ভাইয়া "আপনাকে কে কি বলল", তাতে আপনি অভিমান করছেন কেন???
ব্লগিংয়ে সফল না হলে মানুষ আপনি এতদিন ব্লগে আছেন কিভাবে?? জাস্ট দুনিয়ার সামান্য ব্লগিংয়ের জন্য একদম মন খারাপ করবেননা, ফীরে আসুন আপনি প্লিজ!! যদি না আসেন তাহলে খুব মন খারাপ হবে।
বিষয়: বিবিধ
১৩৮০ বার পঠিত, ২৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমার মনে হয় ওনারা বর্তমানে ব্লগে নাই
আপনার ব্লগিংয়ের অভিঙ্গতা শেয়ার করে আমাকে আরো ঋণী করে দিয়েছেন। দোয়া চাই ধারবাহিক ভাবে ব্লগে কিছুনা কিছু যেন লিখে যেতে পারি, ধন্যবাদ।
রহিম ভাইয়ের থেকে কিছু ভালবাসা আমারেও দিয়েন কিন্তু।
সংক্ষিপ্ত অথচ প্রান্জল এবং চমৎকার অর্থবহ পোস্টের জন্য শুকরিয়া! জাযাকাল্লাহ খাইর!
সুন্দর উপমায়িত আহবান মুলক পোস্ট! আশা রাখি-ফিরে আসবেন মুহতারাম+মুহতারামাদ্বয়!
জাযাকুমুল্লাহু ওয়া ইয়্যানা খাইরাল জাযা-ই!!
মন্তব্য করতে লগইন করুন