শরীফা আমাদের জনপ্রিয় ফলগুলোর একটি।

লিখেছেন লিখেছেন মেঘ কাব্য ০৮ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:৫২:১৪ সন্ধ্যা



বাংলাদেশের ফল

শরীফা আমাদের জনপ্রিয় ফলগুলোর একটি। তবে ব্যাপকভাবে আমাদের দেশে এ ফলের চাষ হয় না। এ ফল দেখতে অনেকটা আতার মতো। এর আকৃতি উঁচু-নিচু ঢেউ খেলানো এবং খেতে বেশ মিষ্টি ও সুস্বাদু। ওই ফল আতার চেয়ে কিছুটা বড় ও মসৃণ। সাধারণভাবে গ্রীষ্ম প্রধান ও শুল্ক জলবায়ু শরীফা চাষের জন্য উপযুক্ত। প্রায় সব রকমের মাটিতেই শরীফা জন্মে। তবে গাছের গোড়ায় পানি জমলে বিশেষ ক্ষতি হয়। প্রধানতঃ বীজ থেকেই এর বংশ বিস্তার করা হয়। এছাড়াও চোখ কলম এবং জোড় কলমের সাহায্যেও বংশ বিস্তার ঘটানো হয়ে থাকে। এ গাছ ঝোপ জাতীয় ছোট গাছ বীজের চারার গাছ থেকে ২/৩ বছর পর থেকেই ফল পাওয়া যায়। সাধারণতঃ মে-জুন মাসে ফুল আসে। আগস্ট-সেপ্টেম্বরের দিকে ফল পাকে। শরীফার ইংরেজি নাম- custard apple ও বৈজ্ঞানিক নাম anona squamosa

বিষয়: বিবিধ

২৮৮৯ বার পঠিত, ২৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

340427
০৮ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৫৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দেখসি কিন্তু খাই নাই!!
০৮ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৫৭
281830
মেঘ কাব্য লিখেছেন : বাজারে পাওয়া যায়! আমার প্রিয় ফলের মধ্যে এটি একটি। ধন্যবাদ।
340446
০৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৫৮
জ্ঞানের কথা লিখেছেন : আতা ফল?
১৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:১৪
282929
মেঘ কাব্য লিখেছেন :

এটাকে আতা ফল বলা হয়।
340453
০৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:১৬
আবু জান্নাত লিখেছেন : আমি তো প্রথমে আতাফল ভেবে ছিলাম।
১৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:১৪
282930
মেঘ কাব্য লিখেছেন :

এটাকে আতা ফল বলা হয়। ভাবলেতো আর আতা হয়ে যায় না।
340454
০৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:২১
এ,এস,ওসমান লিখেছেন : এটা তো আতা ফল Smug Smug Smug Smug
০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:০৯
281896
নাবিক লিখেছেন : চোখ কি তাল গাছে রেখে এসেছেন? Winking রঙ্গন আর লিচু দেখতে কিন্তু একই রকম। বাট দুইটা দুই জিনিস।
০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:১৯
281899
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : Tongue Rolling on the Floor Rolling on the Floor
১৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:১৫
282931
মেঘ কাব্য লিখেছেন :

এটাকে আতা ফল বলা হয়।
340463
০৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৩৭
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : শরিফা ফলের গাছ আমাদের বাড়ির উঠানে ছিলো, এটা ফাকলে খেতে খুবই মজার।
০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:১০
281897
নাবিক লিখেছেন : এইটা কি ভর্তা কইরা খাইতে হয়?
০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:১৮
281898
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ভর্তা করতে হয়না! ফলটি আতা ফলের মতই....! তবে স্বাদে একটু ভিন্নতা আছে।
১৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:১৫
282932
মেঘ কাব্য লিখেছেন :

এটাকে আতা ফল বলা হয়।
340471
০৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৫৬
আফরা লিখেছেন : এর নাম শরিফা হবে কেন ? শরিফা তো একটি মেয়ের নাম ,এই ফলের নাম নোনাফল যদি ও এটা মিষ্টি তবে সামান্য একটু নোনতা তাই । দেখতে আতাফলের মত তবে আতাফলের চেয়ে টেষ্ট কম । আমাদের এখানে এটা পাওয়া যায় ।
০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:০৩
281890
নাবিক লিখেছেন : নাম শরীফা হলে কি সমস্যা আফরাপু? ঝড়ের নাম ঘরের নাম আরো কতো কিছুর নামই তো মেয়েদের নামে হচ্ছ। Big Grin Big Grin মেয়েদের নামে কিন্তু আরও ফল আছে যেমন- কমলা, চেরি, বকুল। Happy
০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ০১:৫৪
281935
আফরা লিখেছেন : @ নাবিক ভাইয়া কমলা, চেরি, বকুল এগুলো ফলের নাম আগে তার মেয়েদের নাম রেখেছে কিন্তু শরীফা আগে মেয়ের নাম পরে ফলের নাম শুনেছি তাই হবে না ।
১৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:১৬
282933
মেঘ কাব্য লিখেছেন :

এটাকে আতা ফল বলা হয়।

নতুন কি নাম দিলে ভালো হয়?
340533
০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:০৪
নাবিক লিখেছেন : ফলটা চেখে দেখতে খুব ইচ্ছা করতাসে
১৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:১৭
282934
মেঘ কাব্য লিখেছেন :

এটাকে আতা ফল বলা হয়। এই নেন দেখেন!
340567
০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৩:২৫
সাদিয়া মুকিম লিখেছেন : শরীফা আর আতার মাঝে পার্থক্য কি?
১৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:১৭
282935
মেঘ কাব্য লিখেছেন :

এটাকে আতা ফল বলা হয়। দেখেন পার্থক্য আছে কিনা!!!
340607
০৯ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:০৪
ফাতিমা মারিয়াম লিখেছেন : খুবই মজাদার একটি ফল। চমৎকার পোস্টের জন্য ধন্যবাদ Rose
১৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:১৭
282936
মেঘ কাব্য লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
১০
340620
০৯ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:০৫
আব্দুল গাফফার লিখেছেন : কোনও দিন খাইনি খেয়ে দেখব আজ কালকের মধ্য ইনশায়াল্লাহ, আতা ফল অনেক খেয়েছি। সুন্দর পোস্টের জন্য অনেক ধন্যবাদ
১৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:১৮
282937
মেঘ কাব্য লিখেছেন : খেয়ে স্বাদের কথা জানাতে ভুলবেননা!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File