শরীফা আমাদের জনপ্রিয় ফলগুলোর একটি।
লিখেছেন লিখেছেন মেঘ কাব্য ০৮ সেপ্টেম্বর, ২০১৫, ০৭:৫২:১৪ সন্ধ্যা
বাংলাদেশের ফল
শরীফা আমাদের জনপ্রিয় ফলগুলোর একটি। তবে ব্যাপকভাবে আমাদের দেশে এ ফলের চাষ হয় না। এ ফল দেখতে অনেকটা আতার মতো। এর আকৃতি উঁচু-নিচু ঢেউ খেলানো এবং খেতে বেশ মিষ্টি ও সুস্বাদু। ওই ফল আতার চেয়ে কিছুটা বড় ও মসৃণ। সাধারণভাবে গ্রীষ্ম প্রধান ও শুল্ক জলবায়ু শরীফা চাষের জন্য উপযুক্ত। প্রায় সব রকমের মাটিতেই শরীফা জন্মে। তবে গাছের গোড়ায় পানি জমলে বিশেষ ক্ষতি হয়। প্রধানতঃ বীজ থেকেই এর বংশ বিস্তার করা হয়। এছাড়াও চোখ কলম এবং জোড় কলমের সাহায্যেও বংশ বিস্তার ঘটানো হয়ে থাকে। এ গাছ ঝোপ জাতীয় ছোট গাছ বীজের চারার গাছ থেকে ২/৩ বছর পর থেকেই ফল পাওয়া যায়। সাধারণতঃ মে-জুন মাসে ফুল আসে। আগস্ট-সেপ্টেম্বরের দিকে ফল পাকে। শরীফার ইংরেজি নাম- custard apple ও বৈজ্ঞানিক নাম anona squamosa
বিষয়: বিবিধ
২৯৫১ বার পঠিত, ২৬ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
এটাকে আতা ফল বলা হয়।
এটাকে আতা ফল বলা হয়। ভাবলেতো আর আতা হয়ে যায় না।
এটাকে আতা ফল বলা হয়।
এটাকে আতা ফল বলা হয়।
এটাকে আতা ফল বলা হয়।
নতুন কি নাম দিলে ভালো হয়?
এটাকে আতা ফল বলা হয়। এই নেন দেখেন!
এটাকে আতা ফল বলা হয়। দেখেন পার্থক্য আছে কিনা!!!
মন্তব্য করতে লগইন করুন