বিষয়ঃ নিজের বউকে তালাক!!!

লিখেছেন লিখেছেন মেঘ কাব্য ২৫ সেপ্টেম্বর, ২০১৫, ০৫:৫১:২৪ বিকাল

আস্সালামু আলাইকুম, আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে বিয়ে করার দুবছরের মাথায় আমার বিয়ে করা বউটাকে তালাক দিতে বাধ্য হতে হচ্ছে!! অন্য দশজনের মত সংসারকে সুন্দর করে সাজানোর প্রাণপণ চেষ্টা করেছি। মাথায় বুদ্ধি ও যত প্রকারের যুক্তি আছে সবগুলো প্রয়োগ করেছি কিন্তু কাজের কাজ কিছুই হয়নি!

আমি যতই সমাধানের পথে অগ্রসর হতে চাই সে তত বেশি সমস্যা সৃষ্টি করে.....। এক কথায় আমার দেয়া যুক্তিপূর্ণ কথা গুলো তার কাছে গ্রহণযোগ্য নয়। সে যুক্তিক কথা শুনতেও রাজি নয়। এমন অবস্থায় তালাকের পথ ছাড়া অন্য কোন পথ আমার কাছে খোলা নেই।

এখন সমস্যা হচ্ছে (কাবিননামা) বিয়ের সময় কাবিন ধরা হয়েছিলো ৪ লক্ষ টাকা!! নগদ ২ লক্ষ আর বাকি ছিলো ২ লক্ষ.....। এই মুহুর্তে ২ লক্ষ টাকা জোগাড় করা আমার পক্ষে সম্ভব নয়, আমি এই অবস্থায় কি করতে পার??

বিষয়: বিবিধ

২০৮২ বার পঠিত, ৩১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

343283
২৫ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:০১
শেখের পোলা লিখেছেন : সমস্যা সমাধানের পথ বলতে নাপারলেও উৎসটা বলতে পারি৷ তাল বরের আদায় করার সামর্থ অনুযায়ী মোহর ওয়া উচিৎ ও তা তালাক পর্যন্ত অপেক্ষা না করে আগেই আদায় করা উচিৎ৷স্যরি৷
২৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৩১
284566
মেঘ কাব্য লিখেছেন : উচিত কাজটি করতে পারিনাই বলেই আজ এটাই আমার অবস্থা।
343286
২৫ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:১৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অধিকাংশ আদায় হলে ৩ মাস সময় পাবেন তালাক দেওয়া ও টাকা দেওয়ার জন্য।
২৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৩২
284567
মেঘ কাব্য লিখেছেন : এটা কি ইসলামী আইন নাকি বাংলাদেশের আইন?
343287
২৫ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:২১
ছালসাবিল লিখেছেন : কোন কথাগুলো Hypnotised তিনি শোনেন না Day Dreaming উদাহরন দিন ভাইয়া Worried Crying Sad
২৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৪৩
284569
মেঘ কাব্য লিখেছেন : নিজেকে বড় করে রাখতে চাই সবসময়। অথচ কাজ করে ছোটদের মত। আমি যেটা ভালোর জন্য পরামর্শ দিই যেটার উল্টোটা করে।

পরিনামে খারাপ হয় আরো বেশি। প্রতিনিয়ত আমাকে অপমানিত হতে হয় ওর অন্যায় কাজের জন্য।

এমন না করতে বলেছিলাম করলে কেন জিজ্ঞেস করে প্রশ্ন বন্দী করলে এখন আপনি কি বলতে চাচ্ছেন? বলে প্রশ্ন ছুড়ে দেয়..... প্রশ্নের ইংগিতে থাকে কথা মানতে পারবনা আপনি যা ইচ্ছে করেন।

আমি অনেক সয্য ধৈর্য্য ধরেছি এখন আর পারছিনা! বউ যদি যুক্তিক কথা না শুনে সংসার করে কি হবে?? আমি চাইনা ওর মূল্যবান জীবনটা অনর্থক করে রাখতে.....

মনে হয়েছে ওনি আমাকে নিয়ে মনের ভেতরে তৃপ্ত নয়। যদিও ওর একটি চাওয়া বাদ দিয়ে উল্লেখযুগ্য সব চাওয়ায় পুর্ণ করেছি......!
২৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৪২
284572
ছালসাবিল লিখেছেন : Thinking বড়ই Yawn চিন্তার ব্যাপার Rolling Eyes আমি ছুট্টুস নো অভিজ্ঞতা Smug Broken Heart Smug

ভাইয়া, আপনি ছেড়ে দেবার পরে Love Struck তিনি কি নতুন কোরে সংসারি হবেন Love Struck Worried Smug
২৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৪৭
284573
মেঘ কাব্য লিখেছেন : কি ভাবে বলব ভাই Crying? ??????
২৬ সেপ্টেম্বর ২০১৫ রাত ০২:১৩
284582
আফরা লিখেছেন : ছোট্ট ভাইয়া বেশি ফাজিল হয়েছেন !!! @ছালসাবিল
২৬ সেপ্টেম্বর ২০১৫ রাত ০২:৪৩
284585
আব্দুল গাফফার লিখেছেন : ডোন্ট মাইন্ড প্লিজ , আপনার শারীরিক সমস্যা আছে কিনা ভেবে দেখেছেন কি? Good Luck Good Luck
২৬ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৫:৩৯
284594
ছালসাবিল লিখেছেন : আরররে সবাই বকাদেয় কেনু Crying আমি তো বোলতে চাচ্ছিলাম Love Struck অন্য সংসার গড়ার চিন্তা থাকলে Smug একটু নরম হয়ে বর্তমানের Yawn ঘড়টি মেরামত কোরলেই হয় Love Struck Rolling Eyes Waiting Smug
২৬ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৯:৪২
284597
মেঘ কাব্য লিখেছেন : আমার শারীরিক কোন সমস্যা নেই.... ওর ইচ্ছে যেটা পুরন করতে পারিনি সেটা হলো বিয়ের পরও ও বাপের বাড়তে থাকতে চায়।

আমি সেটা হতে দিতে পারিনি! ওর মাও এই সংসার ভেঙে যাবার পথে ৮০ভাগ দায়ী বলে মনে হয়েছে।

ওর মা ওকে যা পরামর্শ দেয় তা প্রয়োগ করতে হবেই ওকে.....! ওর মার পরামর্শ প্রয়োগ করতে গিয়েই পরিবারে অশান্তির পর অশান্তি। শেষ পর্যন্ত কঠিন পথে.......।

এখনো তালাক বলা হয়নি তবে তালাকের ইংগিত দেয়া হয়েছে.... ওনি বিচলিত হয়েছে বলে মনে হয়নি!!! @আব্দুল গাফ্ফার
343297
২৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৪৯
আফরা লিখেছেন : সবুর করেন কিছুদিন পর বউই আপনাকে তালাক দিবে তাহলে আর আপনাকে টাকা দিতে হবে না ,মনে হয় আমি সঠিক জানিনা ।
২৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:১৩
284561
মেঘ কাব্য লিখেছেন : আরে ভাই এটা মোহরানার টাকা এটা ওনি আমার কাছে পাওনা, দিতেই হবে! ওনি তালাক দিক আর আমি দিই.... একই কথা।



আমার হাতে টাকা নেই তাই পরামর্শ আহবান মুলক লেখা।
২৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:২০
284563
আফরা লিখেছেন : আমি তো ভাইয়া এ ব্যাপারে পরামর্শ দিতে পারব না মানে আমি জানি না ভাইয়া ।

ভাইয়া আগামী কাল বিডি টাইম সন্ধ্যা ৭ টায় আমাদের ব্লগ ঈদ আনন্দ অনুষ্ঠান হবে ,আমাদের সাথে থাকার জন্য আপনার দাওয়াত রইল ।
২৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:২৯
284565
মেঘ কাব্য লিখেছেন : আমি বেদনার অস্তির!!!! আমাকে আবার আনন্দের দাওয়াত!!! Crying
২৬ সেপ্টেম্বর ২০১৫ রাত ০২:১৪
284583
আফরা লিখেছেন : জী ভাইয়া বেদনাকে ভুলে থাকতেই তো আপনার বেশি বেশী আনন্দ পাওয়া যায় সে সব কাজ করা দরকার ।
343301
২৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:২৯
আব্দুল গাফফার লিখেছেন : খুবি দুঃখজনক ঘটনা,কোন কোন বিষয় গুলো নিয়ে আপনার স্ত্রীর সাথে একমত হতে পাচ্ছেন না ব্যাখা করলে বুঝা যেতো,আপনাদের স্বামী- স্ত্রীর সমস্যা গুলো নিয়ে সামাজিক ভাবে চেষ্টা করা হয়েছিলো কিনা ? আপনার স্ত্রী এখন গর্ভবতী কিনা ? মেয়েটি কথা কথা উত্তেজিত হয়ে তালাক চায় কিনা ? আপনার শারীরিক সমস্যা আছে কিনা ? আপনার স্ত্রী মানসিক ভাবে সুস্থ কিনা ? আপনার সংসারে সন্তান-সন্তানাদি আছে কিনা ?আল্লাহর প্রতি ভয় করুন, সুস্থ জ্ঞানে ভাবুন । সব চেষ্টা বিফল হলে তবেই আপনি ইসলামের শরিয়ত মতা বেগ সিদ্ধান্ত নিতে পারেন । তালাক প্রদানের নিয়ম: সাধারণত একজন স্বামী তার স্ত্রীকে তালাক দেয়ার ক্ষেত্রে তালাকের সংখ্যা ৩টি। অর্থ্যাৎ পর্যায়ক্রমে এক, দুই, তিন তালাক প্রদানের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ ঘটানো উচিৎ, একসাথে ৩ তালাক দিয়ে নয়!আল্লহ আপনার সহায় হোন ।



২৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:২৪
284570
মেঘ কাব্য লিখেছেন : ধন্যবাদ, মন্তব্যের জন্য।
343316
২৬ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৪:০৯
কাহাফ লিখেছেন :
কিরে ভাই,এ যে দেখি মিল একেবারেই আমার সাথে!
৪লাখ দেন মোহর আমার বেলায়ও!
তবে আমি অপেক্ষা করেছি,তালাক দেই নি। বউ দিয়েছে তাই টো অনাদায় ২ লাখ দিতে হয়নি আমাকে!
যদিও ৪লাখের বেশী আগেই আদায় হয়েগিয়েছিল ,কাগজে লিখা ছিল ২ লাখ!
কি আর করবেন,আল্লাহর প্রতি বিশ্বাস ও ধৈর্য্য নিয়েই বাচতে হবে এখন!
২৬ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:৪৬
284599
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : বউ তালাক দিলে কি মোহরানার টাকা মাফ হয়ে যাবে???
২৬ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:০৬
284601
মেঘ কাব্য লিখেছেন : আমারও একই প্রশ্ন। বউ নিজে তালাক দিলে কি মোহরানার টাকা মাফ হয়ে যাবে?

অনুগ্রহ করে জানান।
২৭ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৩:২৭
284886
কাহাফ লিখেছেন : ধন্যবাদ শ্রদ্ধেয় নুর আয়শা আব্দুর রহিম ও মেঘ কাব্য সুন্দর প্রশ্নের জন্যে!
মোহরানা স্ত্রীদের হক্ব!এটা আদায় করতেই হবে! তবে তালাক দেয়ার বেলায় স্ত্রীরা যদি সম্মত হয় বাকী মোহরানা দিতে হবে না তাহলে না দিলেও চলবে!শরিয়তের পরিভাষায় একে 'খোলা তালাক' বলে!
আমার ক্ষেত্রে 'খোলা তালাক' হয়েছিল!
২৭ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:৩৭
284947
হতভাগা লিখেছেন : স্ত্রী তালাক দিলেও যদি মোহরানার টাকা মাফ না হয় তাহলে তো মেয়েরা এটাকে ব্যবসা বানিয়ে ফেলবে । বছরে ৩ / ৪ টা বিয়ে করবে বিয়ের পরদিন কিছু একটা ছুতা দিয়ে তালাক এর একটা আবহ বানাবে । দেন মোহর যদি ১০ লাখ হয় তবে প্রতি বছর সে ৩০ লাখ কামাবে বিয়ে করে আর তালাক দিয়ে । সাথে কাপড় চোপড় , কসমেটিক্স তো রয়েছেই !

এবং এগুলো কিন্তু শরিয়ত মতে সঠিক !

ইসলাম ধর্ম কি কোন প্রতারনাকে প্রমোট করে ? সূরা বাকারার ২২৮-২২৯ নং আয়াত দেখুন
343512
২৭ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:০৪
হতভাগা লিখেছেন : বিয়ের পর মেয়েরা চলে যাবে তার স্বামীর সংসারে , কারণ যেহেতু স্বামীকেই বহন করতে হবে তার ভরণপোষন । এবং এই ভরনপোষণ তো সে তার বউকে শশুর বাড়িতে রেখে নিজের অগোচরে করতে পারবে না ।

আপনার উপর যদি কারও দেখভালের দায়িত্ব পড়ে তাহলে সেটা আপনি ভালভাবে করতে পারবেন যখন সে আপনার কাছে থাকবে । আরেকজনের কাছে থাকলো যেখানে আপনার সেখানে কদাচ যাওয়া হয় - এরকম একটা অবস্থায় যদি তার কোন সমস্যা হয়ে যায় তাহলে সেটার জন্য দায়ী কে ? সমাজ নিশ্চয়ই আপনাকে ছাড়বে না কারণ আপনি তার স্বামী বলে ।

কিন্তু মেয়ের বাবা মা , বিশেষ করে এখনকার মেয়ের মা এক্ষেত্রে মেয়েকে কখনই এভাবে গড়ে তোলে না যে বিয়ের পর মেয়েদেরকে স্বামীর কাছেই থাকতে হয় । কারণ স্বামী তাকে বিয়ে করেছে , দেন মোহর দিয়েছে এবং ভরণ পোষন করছে । সে স্বামীকে বিয়ে করে নি , সে বিয়ে বসেছে । বিয়ে করা এবং বিয়ে বসা দুইটা সম্পূর্ণ ভিন্ন জিনিস।

আপনি যখন কোন কোম্পানীতে চাকরি করবেন তখন আপনার অফিস কোথায় হবে ? আপনার বাসায় , নাকি কোম্পানী নির্ধারিত স্থানে ? আপনি আপনার বাসায় থেকে অফিস করতে চাইলে কোম্পানি কি সেটা এলাউ করবে ?

এই সহজ বাক্যটি মেয়েরা শুধু মাত্র স্বামীর সংসার তথা শশুরালয়ে যাবার সময় ভুলে যায় ।

আর মেয়েকে যদি রেখে দেবারই চিন্তা মাথায় থাকে তাহলে এটা বিয়ের আগেই ক্ল্যারিফাই করা উচিত ছেলে ও ছেলে পক্ষের কাছে । তাহলে ছেলেপক্ষে ব্যাপারটা নিয়ে চিন্তা করবে - এগুবে , নাকি পিছাবে । মেয়ে ও মেয়ে পক্ষ বিয়ের সময় সঠিক তথ্য দেয় না বা লুকোচুরি করে - এটা ধ্রুব সত্য।

বেশী ভাগ ক্ষেত্রেই আত্মমর্যাদা সম্পন্ন কোন ছেলেই ঘর জামাই হতে চায় না এবং সে চায় তার বৌ তার কাছেই থাকবে এবং এটাই শরিয়ত সন্মত ।

আপনি তালাক দেবেন না ,উনাকেই দিতে দিন । তালাক খাবার পর দেখবেন আপনার জীবন সত্যিই আনন্দময় হয়ে উঠেছে । কি দমবন্ধকর একটা পরিবেশ হতে আপনি যে মুক্তি পেয়েছেন সেটা আপনি বুঝবেন তালাক খাবার ৩/৪ মাস পরে । আপনার উপর কারও ফপড় দালালি করার থাকবে না , আপনাকে সব সময়ই দৌড়ের উপর আর থাকতে হবে না । আপনি আপনার আপনজনের জন্য সময় দেবেন । এরা আপনাকে দৌড়ের উপর রাখবে না এবং আপনার উপর চাপও দেবে না । আপনার কষ্ট এরা ভাল বুঝবে ।

তালাকে যদি সবসময়ই স্ত্রীর জয় হয় তাহলে তো মেয়েরা বিয়েটাকে টাকা কামানোর একটা উপায় বানিয়ে ফেলবে । বিয়ে করবে আর তালাক দিবে এবং দেনমোহর ও অন্যান্য জিনিস হাতিয়ে নেবে স্বামীর কোন শরিয়ত মোতাবেক দোষ না থাকলেও ।

এরকম একটা ব্যাপারকে কি ইসলাম সমর্থন করবে ? সূরা বাকারার ২২৮-২২৯ নং আয়াত দেখুন ।
০১ অক্টোবর ২০১৫ রাত ১০:১৪
285353
আব্দুল গাফফার লিখেছেন : যথার্থ সুন্দর বলেছেন হতভাগা ভাইয়া ।
০২ অক্টোবর ২০১৫ রাত ০৩:০৬
285379
মেঘ কাব্য লিখেছেন : ব্লগার হতভাগা এর মন্তব্যটা পড়ে আমার অস্তির মনটা কিছুটা হলেও প্রশান্তি পেলো, আপনার গোছানো মন্তব্যটির কথা গুলো মনে থাকবে, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
343513
২৭ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:১৭
হতভাগা লিখেছেন : মাত্র ৪ লাখ টাকা দেনমোহর ধরেছেন ! এই বাজারে ১০ লাখের নিচে হলে মেয়ে ও তার আত্মীয় স্বজনেরা কি সমাজের আর ১০ টা মানুষের কাছে মুখ দেখাতে পারতো !

ফলে যা হবার তাই হয়েছে । নিশ্চিত থাকেন যে তারা তাদের মেয়ের জন্য একটা ভাল পাত্র ( অবশ্যই পয়সা ওয়ালা এবং ১০ লাখ তদুর্ধ্ব দেন মোহর দিতে পারার সামর্থ আছে ) সিলেক্ট করে ফেলেছে । আপনার সাথে তালাক হবার ৩ মাস পরেই বিয়ে বসবে ।

খোঁজ নিয়ে দেখবেন যে ইতিমধ্যেই আপনার অগোচরে সে ঐ নতুন ছেলের সাথে ঘোরাফেরা শুরু করে দিয়েছে । জানার পরে এটাই আপনাকে মহাপীড়া দেবে ।
০২ অক্টোবর ২০১৫ রাত ০৩:০৮
285380
মেঘ কাব্য লিখেছেন : আসলে ৪ লাখ টাকায় আমার কাছা অনেক বেশি!!! আমার ইনকামার উপর আমার বাবা মা ভাই বোন সহ সংসার চালাতে হয়।
০৪ অক্টোবর ২০১৫ সকাল ০৮:৪৪
285619
হতভাগা লিখেছেন : আপনি যে আপনার বাবা মা ভাই বোনদের জন্য খরচ করেন (যেটা আপনার আরেকটা কর্তব্য) সেটাতে নিশ্চয়ই উনি বাগড়া দেয় বা দিতে চায় ?
০৬ অক্টোবর ২০১৫ রাত ০৮:০৯
285975
মেঘ কাব্য লিখেছেন : সরাসরি না বললেও ইংগিত পাওয়া যায়।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File