সানি লিওনের বাংলাদেশে আগমন আমাদের সংস্কৃতি ও তথাকথিত মুক্তমানাদের আনন্দ উল্লাস এবং আমাদের নিন্দা....!!✔✔✔ আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ২০ আগস্ট, ২০১৫, ০৪:০৭:৫০ রাত



নোমান তার প্রতিবেশীর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল, হটাৎ শুনতে পেল কান্নার আওয়াজ!! কে কাঁদছে? ছেলে কন্ঠ!!! সে কাঁদছে কেন? কোন বড় সমস্যা নয়তো....! সাধারণত ছেলেরা এভাবে কাঁদেনা তবে কখনো কখনো মেয়েরা কেঁদে থাকে.....।

কান্নারত ছেলে কন্ঠটি নোমানের খুব চেনা মনে হচ্ছে....! চলা পথে একটু থেমে কান্নার আওয়াজ বুঝতে চেষ্টা করতে থাকে নোমান....! কান্নার আওয়াজটা চিনতে পেরে হতবাক!! আরে....রে.... আরিফ এভাবে কাঁদবে কেন? আরিফ একজন সচেতন স্ববল সুস্থ চিন্তার মানুষ...!

নোমান আরিফদের বাড়ির দিকে যায় গিয়ে দেখে আরিফের মা, সালাম বিনেময় করে আরিফের সাথে দেখা করার অনুমতি চাই আরিফের মায়ের কাছে। আরিফের মা'র অনুমতি পেয়ে নোমান আরিফের কাছে যায়।

নোমানঃ কিরে আরিফ তুই এভাবে কাঁদসিস কেন কি হয়েছে?

আরিফঃ কি বলব বন্ধু দুঃখ যন্ত্রণা অপমান সইতে পারছিনা...!

নোমানঃ কিসের দুঃখ কিসের যন্ত্রণা? কিসের অপমান? তোকে আগে কখনো দেখিনি সামান্য বিষয়ে কাতর হতে... অথবা কাঁদতে।

আরিফঃ দেখ নোমান এ বয়সে বড় ভাই বাজারে এতগুলো মানুষের সামনে পায়ের সেন্ডেল খুলে আমাকে মেরেছে.....!

নোমানঃ কি বলিস! বাজারে... জনসম্মুক্ষে... তুই কি এমন অপরাধ করেসিস?

আরিফঃ অপরাধ একটাই... ব্লগ এবং ফেসবুকে একটি লেখা পোস্ট দিয়েছিলাম!

নোমানঃ কি এমন লেখা পোস্ট দিয়েসিস যে তোর বড় ভাই বাড়ি পর্যন্ত আসার ধৈর্য্য ধরতে পারেনি...?

আরিফঃ মোবাইলটা বের করে... এই দেখ.....!

নোমানঃ মোবাইল হতে নিয়ে (সানি লিওনের বাংলাদেশে আগমন আমাদের সংস্কৃতি ও তথাকথিত মুক্তমানাদের আনন্দ উল্লাস এবং আমাদের নিন্দা....!!) উক্ত অংশটি লেখার শিরোনাম।

বিস্তারিত... সংবাদমাধ্যমে প্রকাশ সানিলিওন পনোস্টর, এবং অশ্লীল হিন্দি সিনেমার নায়িকা। নিউজ রিপোর্ট অনুযায়ী বর্তমান সময়ে ভারতের হিন্দি সিনেমায় সবচেয়ে বেশি অশ্লীলতার দায়ে অভিযুক্ত ও সমালোচিত এবং নিন্দিত।

সেই সানি লিওনকে ৯০ শতাংশ মুসলিম জনসংখ্যার ভিড়ে ইসলামী সংস্কৃতিকে চাপাআঘাত করে সানি লিওনের মত নর্দমার কিটকে এনে যারা অশ্লীল সংস্কৃতির অনুপ্রবেশের সুযোগ করে দিচ্ছে এবং যারা সানি লিওনকে বাংলার মাটিতে আনার উদ্যোগ নিয়েছে, যারা ওনাকে দেখার অপেক্ষা করছে সবাই নর্দমারকিট!!!

নর্দমার কিটদের অপচেষ্টা প্রতিহত করার লক্ষ্যে সকল সচেতন নাগরিকদের এগিয়ে আসতে হবে.....। যারা এগিয়ে আসতে চান সবাইকে এই নাম্বারে যোগাযোগ ০১৮১.....৮৪ করার অনুরোধ রহিলো, সবাই মিলে এই নর্দমার কিটদের রুখে দিতে চাই।

*সকল নর্দমার কিটদের প্রতিহত করার জন্য কয়েকটি উদ্যোগ নিতে চাই। প্রতিহত করার উদ্দেশ্যে প্রথমে যা করনীয়।

১. আমরা প্রথমে অনলাইন এক্টিভিস্টরা এক হতে চাই, বিশেষ করে ব্লগারেরা... কারন বর্তমান সময়ে ব্লগারেরা একটি শক্ত শক্তি সমাজের অবক্ষয় রোধে।

২. সমাজের এই অবক্ষয় রোধে হাট বাজার স্কুল কলেজ সহ সকল গুরুত্ব পূর্ণ জায়গায় প্রচারারনা চালাতে হবে।

৩. গনসচেতনতা তৈরি করে ঐ নিলজ্জ সংস্কৃতির অনুপ্রবেশ রুখে দিতে হবে। সমাজের সর্বস্তরের মানুষকে সংযুক্ত করে প্রতিবাদ ও প্রতিরোধ কর্মসূচি গ্রহণ করতে হবে।

*আসুন প্রথমে অনলাইন একটিভিস্টরা শুরু করি কর্মসূচি...।

এটুকুই ছিলো আরিফের প্রকাশিত ফেসবুক এবং ব্লগ পোস্ট!!! যদিও নোমান লেখাটি আগে পড়েছে।

আরিফঃ এটাই আমার অপরাধ!!

নোমানঃ এই লেখার জন্য তোকে এভাবে বাজারের মাঝে মারবে তোর বড় ভাই.....? ছিঃছিঃ মনে হয় অন্য কারন আছে এই লেখার জন্য এমনটি হবার কথা নয়।

আরিফঃ হ্যাঁ তোর কথায় যুক্তি আছে...! আমিও ভাবছি এর পেছনে অন্য কোন কারন আছে, তবে কি কারন হতে পারে?

নোমানঃ ঠিক বুঝতে পারছিনা, তবে কারন কি তা খোঁজে বের করতে হবে, না হয় বড় ধরনের ভুল বুঝাবুঝির সৃষ্টি হতে পারে....! কান্না করে লাভ নেই কারন কি তা খোঁজার চেষ্টা কর আমি আসি পরে কথা হবে।

আরিফঃ আচ্ছা ঠিক আছে....! আমি চেষ্টা করে দেখি।

আরিফের আহবানে হাজার হাজার অনলাইন একটিভিস্ট সাড়া দেয় এবং দিচ্ছে.....।

আরিফ কখনো বড় ভায়ের প্রাইভেসির খোঁজ নেননি এ ঘটনার পর বড় ভাইয়ের ব্যপারে খোঁজ নিতেই হচ্ছে অনিচ্ছায়.....!

কিন্তু কি জানবে? কিভাবেইই বা জানবে!! আরিফের বড় ভাই মোবাইল টেবিলের উপর রেখে বাথরুমে যায়... এই দিকে আরিফ ভাবে বড় ভায়ের মোবাইল দেখবে..! কিন্তু কি যেন অজানা ভয়... দেখবে কি দেখবেনা!! এমন চিন্তার ঘোর কাটতে না কাটতেই বড় ভায়ের ওয়াটসআপে ২টি মেসেজ..! সাহস করে মোবাইল হাতে নিয়ে মেসেজ ২টি দেখে.... মেসেজের লেখা দেখে রিতিমত অবাক!!

¶¶¶¶¶¶¶¶¶¶তোমার ভাইয়ের লেখা ডিলিট করানো তোমার পক্ষে সম্ভব নয় বুঝতে পেরেছি! তোমার ভায়ের এই ফালতু উদ্যোগের কারনে আমাদের এই পরিকল্পনা নষ্ট হলে তোমাকে দেখে নেব!!¶¶¶¶¶¶¶¶¶¶

লেখাটি পড়ে নিজেকে অপরাধী ভাবতে লাগলো আরিফ...! বাথরুমের দরজার শব্দ শুনে তরিৎ গতিতে আরিফ নিজের রুমে....।

আরিফ অনলাইনে এসে ফেসবুক এবং ব্লগে চোখ রাখতেই অনলাইন একটিভিস্টদের সাড়া দেখে আবেগে আব্লুত......। বেশিরভাগ অনলাইন একটিভিস্টরা যে যার অবস্থান থেকে তৈরি। যেকোন উপায়ে সানি লিওন এর বাংলাদেশে আগমন রুখে দিতে হবে, সবার এক কথা।

আরিফের টেনশন এখন তার বড় ভাই......!

অপসংস্কৃতির বিরুদ্ধে লড়াই চালিয়ে গেলে ভাইয়ের কোন ক্ষতি হবে কিনা সেই চিন্তা তার মাথার মাঝে ঘোরাঘুরি করছে.....! ভাগ্যিস আরিফের বড় ভাই এখনো ওয়াটসআপের মেসেস দেখেননি! দেখলে কি হয় আল্লাহই জানে।

অনলাইন একটিভিস্টদের একত্বায় প্রতিবাদ মুলক লেখালেখি চলছেই....! সাথে যে যার এলাকায় প্রতিবাদ জানিয়ে যাচ্ছে.....।

ঐদিকে তথাকথিত মুক্তমনা নামের ব্যানারে সাপোর্ট দিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছে কিছু সমাজের নষ্ট কিট! ঐ প্রচারণার সূত্র ধরে বামপন্থী পরিচয় দানকারী কিছু সংবাদমাধ্যম তথাকথিত মুক্তমনাদের উদৃতি দিয়ে সংবাদ প্রকাশ করেছে,!! আর তথাকথিত মুক্তমনারা আনন্দ উল্লাস করছে....!!!!

এই নিলজ্জতার শেষ কোথায়?

আরিফ'রাও অনলাইন একটিভিস্ট তারা সংখ্যায় তথাকথিত মুক্তমনাদের চেয়ে কয়েকশ গুন বেশি হবে এবং আরিফদের সাথে জনসাধারণের একাত্বতা আছে.... কিন্তু তাদের উদ্যোগ ও প্রতিবাদের খবর নিয়ে নিউজ রিপোর্ট হয়না! !

কারন খুব চাটুকদারীতার সাথে দেশের সংবাদমধ্যমকে বামপন্থী সম্পাদকদের দখলে দিয়ে দেয়া হয়েছে! যার জন্য আজ বাংলাদেশের মূল সংস্কৃতি ধ্বংসের পথে।

বাংলাদেশের সংস্কৃতিকে বাঁচাতে হলে সুস্থ সংবাদমাধ্যম ও সুস্থ নেতৃত্ব অতি জরুরি, যা আমাদের দেশে এখন অনুপস্থিত! !

পরিশেষে সকল সচেতন নাগরিকদের কাছে আমার আবেদন সুস্থ সংস্কৃতির বিকাশের জন্য সবাই এগিয়ে আসুন, নষ্ট সংস্কৃতি যেন আমাদের দেশে অনুপ্রবেশ করতে না পারে সে ব্যপারে সময়ের সঠিক সিদ্ধান্ত নিন।

অনলাইন একটিভিস্টদের কাছে বিশেষ আবেদন আপনার কলম চালিয়ে যান যে যার অবস্থান থেকে। ধন্যবাদ সবাইকে।

বিঃদ্রঃ সানি লিওনের একটি একটি ছবি আপলোড দেব ভেবেছিলাম কিন্তু আপলোড দেবার মত কোন ছবি গুগলে পাওয়া যাইনি যা আমাদের সংস্কৃতির সাথে একটিভ হয়।

বিষয়: বিবিধ

১৭৭৮ বার পঠিত, ৩০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

337031
২০ আগস্ট ২০১৫ সকাল ০৫:৪১
নাবিক লিখেছেন : বাংলার মুত্রমনারা সানির কাছে আর কি দেখবার চায়? সে তো আগেই সব দেখায়া দিসে। নতুন আর কি দেখানোর আছে তার?
২০ আগস্ট ২০১৫ সকাল ০৯:৫৭
278740
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ওদের চাওয়ার শেষ নেই..... ওরা সবাইকে ওদের মতো বানাতে চাই!!!
337049
২০ আগস্ট ২০১৫ সকাল ০৬:৫৭
কাহাফ লিখেছেন :
সচেতন মানুষদের সামগ্রিক উদাসীনতার ভয়াল ফলাফল আজকের এই অশ্লিল কর্মকান্ড!
সম্ভরপর যথাসাধ্য প্রতিবাদ-প্রতিরোধ করা ঈমানী দায়িত্ব সবার!
২০ আগস্ট ২০১৫ সকাল ০৯:৫৯
278741
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ঠিক বলেছেন, মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
337052
২০ আগস্ট ২০১৫ সকাল ০৮:৩৫
হতভাগা লিখেছেন : শাহরুখ - অক্ষয় যখন এসেছিল তখন আমাদের দেশের মেয়েরা তাদের কাছে চুমু খেয়েছে এবং জড়িয়ে ধরেছে ।

সানি আসাতে এবার ছেলেদের পালা এসেছে।
২০ আগস্ট ২০১৫ সকাল ১০:০৩
278742
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : লজ্জিত জাতী, লজ্জার শেষ যেন নেই.....! জড়িয়ে ধরা ও চুম্বন এর জন্য ১৫+ দিতে হবে নরমাল!!! এমনইই শুনা যাচ্ছে....! আপনি দাওয়াত থেকে বিরত কি??
337056
২০ আগস্ট ২০১৫ সকাল ০৯:১২
অপি বাইদান লিখেছেন : আরে ধাুৎ, এই মুক্ত তথ্য প্রবাহের যুগে আপমাদের এসব ফালতু দ্বীনি কথায় কেউ কান দেয় না।
২০ আগস্ট ২০১৫ সকাল ১০:০৬
278748
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনার চুলকানির খবরাখবর আগেই পাওয়া গিয়েছিল!! আপনার জন্য গরম পানির ব্যবস্থা করতে বলুন আপনার সহযোগীকে।
২০ আগস্ট ২০১৫ সকাল ১০:২৮
278758
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : good news for অপি
337061
২০ আগস্ট ২০১৫ সকাল ১০:০২
২০ আগস্ট ২০১৫ সকাল ১০:০৭
278750
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : Love Struck Love Struck Love Struck Crying মুখ বন্ধ!!
337068
২০ আগস্ট ২০১৫ সকাল ১০:২৯
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : চমতাকর সময়উপযুগি লেখা
আপনাকে অনেক ধন্যবাদ
২০ আগস্ট ২০১৫ সকাল ১০:৫৭
278760
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ, মূল্যায়নের জন্য।
337072
২০ আগস্ট ২০১৫ সকাল ১১:০৬
সালমা লিখেছেন :
বাংলাদেশের সংস্কৃতিকে বাঁচাতে হলে সুস্থ সংবাদমাধ্যম ও সুস্থ নেতৃত্ব অতি জরুরি, যা আমাদের দেশে এখন অনুপস্থিত, সকল সচেতন নাগরিকদের কাছে আমার আবেদন সুস্থ সংস্কৃতির বিকাশের জন্য সবাই এগিয়ে আসুন, নষ্ট সংস্কৃতি যেন আমাদের দেশে অনুপ্রবেশ করতে না পারে সে ব্যপারে সময়ের সঠিক সিদ্ধান্ত নিন। আপনাকে অনেক ধন্যবাদ
২০ আগস্ট ২০১৫ দুপুর ০১:০৮
278787
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ, Love Struck
337079
২০ আগস্ট ২০১৫ সকাল ১১:১৩
এ,এস,ওসমান লিখেছেন : দেশে সানি লিওন আসছে তো কি হয়েছে? সানি লিওন আসার আগে কি সানির মত নাড়ি এদেশে কম ছিল???

আর অনলাইনে আপনারা সবাই আগুণ জ্বালিয়ে দিলেও কোন লাভ নায় যদি না কেউ রাজপথ আগুণ করে।
২০ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৫৫
278815
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : দেশে সনি লিওন আসতেছে কি হবে কিছুই হয়নি!! সানি লিওন দেশ ভর্তি!!! কিন্তু প্রচারণা নেই আকর্শন নেই। তথাকথিত মুক্তমনারা এ নিয়ে আনন্দে ভাসছে!! বাংলাদেশকে নষ্ট সংস্কৃতিতে ডুবিয়ে দিতে...।

ঠিক বলেছেন, অনলাইন আন্দোলনে কিছু হোক না হোক অন্তত সচেতন করা.... আর কিছুই নয়।

ধন্যবাদ।
337093
২০ আগস্ট ২০১৫ দুপুর ১২:০১
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : সানি লিওন দ্যা ওপেন সিক্রেট দ্যা রিয়েল যাস্টবিন....যা থেকে পোকারা আবর্জনা সংগ্রহে কিলবিল শুরু করেদিয়েছে...,লজ্জা রাখি কোথায়.....
২০ আগস্ট ২০১৫ বিকাল ০৪:১০
278818
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : এ লজ্জাকে ঘৃণার চাদরে ঢাকি!! ধিক্কার জানায় নর্দমার কিটদের।
১০
337099
২০ আগস্ট ২০১৫ দুপুর ১২:৩০
আবু জান্নাত লিখেছেন : বর্তমান দুনিয়াতে সবার হাতে হাতে পর্ণো ভিডিও, সাংস্কৃতি আগ্রাসন, নোংরা সিনেমা, নোংরা ফিল্ম, উসৃঙ্খল চলাফেরা সহ সকল নোংরামি ও বিবেক বিবর্জিত কাজে কোন বাধা নেই।
একমাত্র ধর্মীয় কাজে সকল বাধা বিপত্তি।
শাষকদের বিবেক আজ নোংরামীতে ভরে গেছে, তাই জাতি আজ অন্ধ হয়ে গেছে। জানি না এর শেষ কোথায়.........
২১ আগস্ট ২০১৫ রাত ০১:২৭
278901
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন :
একমাত্র ধর্মীয় কাজে সকল বাধা বিপত্তি।
শাষকদের বিবেক আজ নোংরামীতে ভরে গেছে, তাই জাতি আজ অন্ধ হয়ে গেছে।


অন্ধত্বকে তাড়িয়ে নতুন সমাজ গড়ার অঙ্গীকার.....।
১১
337126
২০ আগস্ট ২০১৫ দুপুর ০৩:২২
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! কি যে ঘটবে সামনের দিকে? ভাবতেই গা শিউরে উঠে!
২১ আগস্ট ২০১৫ রাত ০১:৩১
278902
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়ারাহামতুল্লাহি ওয়াবারাকাতুহু, হ্যাঁ..... তাই... আল্লাহ আমাদের রক্ষা করুন, আমিন।
১২
337205
২০ আগস্ট ২০১৫ রাত ১০:০৫
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : এ জাতির শিক্ষা ব্যবস্থা এখন নাস্তিক ভাবাপন্ন। নৈতিক অবক্ষয় চারদিকে, যেন প্রতিবাদের ভাষাও হারিয়ে সবাই মুক, বধির! চেতনা ক্রমে হারিয়ে ফেলছে..কবে যে হুশ ফিরে আসবে! ধন্যবাদ..
২২ আগস্ট ২০১৫ রাত ০৪:০৭
279082
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ঠিক বলেছেন, আপনাকেও ধন্যবাদ।
১৩
337424
২২ আগস্ট ২০১৫ রাত ০৩:৩৮
এলিট লিখেছেন : sony থেকে sunny পর্যন্ত - এখানে ক্লিক করুন
২২ আগস্ট ২০১৫ রাত ০৪:০৬
279081
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সুন্দর লিখেছেন।
১৪
337670
২৩ আগস্ট ২০১৫ রাত ০১:২২
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সমাজে দুটি গ্রুপে মানুষ রয়েছে শালীন ও অশ্লীল আমাদেরকে শালীন গ্রুপের সাথে থাকতে হবে অশ্লীল গ্রুপকে তাদের মত করে ছেড়ে দেন। ধন্যবাদ ভাইয়া সুন্দর লিখেছেন
১৫
338004
২৭ আগস্ট ২০১৫ রাত ০২:১৩
এলিট লিখেছেন : সানি লিওন বাংলাদেশে আসার খবরটি একটি গুজব - Click this link
২৭ আগস্ট ২০১৫ রাত ০২:২৯
279556
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : এটা একটা চালাকি সমালোচনা সামাল দিতে পারবেনা দেখে সিদ্ধান্ত বদল!!! লজ্জায় একটু ঘুরিয়ে বলা...Crying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File