বিয়ের বয়সের ভার তুলে দেয়া হয়েছে শিশুদের!! ✔✔✔ আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১০ মে, ২০১৫, ১১:৩৭:৫৬ রাত

বিয়ের বয়সের ভার তুলে দেয়া হয়েছে শিশুদের!! শিশুদের দিয়ে এসব নোংরামি করে টাকা কমানোর কি কোন অর্থ হয়?? এ বাংঙালী জাতির কাছে লজ্জা বলতে কিছুই নেই।

এসবের প্রতিবাদ করার মত কোন লোক নেই! খারাপের পথ উম্মুক্ত করতে পারলেই যেন জোড়া হাতের তালি হুরহুরায়া বাজে.....!

বর্তমান সমাজের কিছু নষ্ট মস্তিষ্ক এ সব তৈরী করে চলছে....

এসবের বিরুদ্ধে তিব্র সমাজিক আন্দোলন গড়ে তুলতে হবেই। প্রেমের অভিনয় করানো প্রেমের পথে দোকা গুন্ডামী বিরহ ইত্যাদি ইত্যাদি.....!!!

যদি এই সমাজ ব্যর্থ হয় তবে আগামী প্রজন্মে নষ্ট পথের অভিযাত্রী......।

ভিডিওটি দেখুন https://youtu.be/V7MO7Adu9Ww


বিষয়: বিবিধ

১৩০৭ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

319323
১০ মে ২০১৫ রাত ১১:৪৩
নীলাঞ্জনা লিখেছেন : খারাপ কি কি দেখলেন! এটাই তো নবী রাসুলের সুন্নত।
১০ মে ২০১৫ রাত ১১:৪৬
260431
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনি তা হলে রাজি?

আপনারা কয়েকজন নষ্ট মস্তিষ্ক আছে বলেই এসব তৈরী করার সহসা পাচ্ছে!! Tongue
319337
১১ মে ২০১৫ রাত ০১:৩৫
আবু জারীর লিখেছেন : সমাজটা নষ্টের শেষ সীমানায় পৌছে গেছে।
ধন্যবাদ।
১১ মে ২০১৫ রাত ০১:৪৪
260453
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : এখনই এর একটা ভিত করা দরকার। মন্তব্যের জন্য ধন্যবাদ।
319378
১১ মে ২০১৫ দুপুর ১২:০৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ডিজিটল হচ্ছি!!
বিয়ে নিষেধ বিয়ে বহির্ভূত বৈধ!!
১১ মে ২০১৫ দুপুর ০৩:৪৪
260513
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ডিজিটাল যন্ত্রণা অপেক্ষা করছে আমাদের জন্য।
319421
১১ মে ২০১৫ সন্ধ্যা ০৬:২৬
আওণ রাহ'বার লিখেছেন : Frustrated Frustrated Frustrated
১২ মে ২০১৫ রাত ০২:৪৯
260598
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : Angel Crying Crying
319431
১১ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৩৪
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : সরকার তো এটাই চায় ! ২০১৪ এর শেষের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১১ জন ছাত্র-ছাত্রীকে একটা আবাসিক হোটেলে পর্ণ ভিডিও বানানোর সময় পুলিশ গ্রেপ্তার করলেও তাদেরকে ৫০ টাকা জরিমানা করেই ছেড়ে দেওয়া হল, তাদের ছাত্রত্ব ও বাতিল হল না! ঐ একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২ জন পর্দানশীন ছাত্রী তাদের কাছে পর্দার উপর লিখা ২/৩টা বই রাখার অপরাধে ও গভীর রাতে হলে তাহাজ্জুদের নামায পড়ার অপরাধে ২ ছাত্রীকে ছাত্রলীগের নেতা-নেত্রীরা ইচ্ছেমত উত্তম-মধ্যম দিয়ে হল থেকে বহিষ্কার করে দিল। এই দুইটা ঘটনা থেকে বাংলাদেশ সরকার ও সেকুলার মুসলিমদের অবস্থান স্পষ্ট হয়ে যায়। আপনাকে ধন্যবাদ।
১২ মে ২০১৫ রাত ০২:৫১
260599
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সত্যিই তাই সমাজকে ধ্বংসের ধারপ্রন্তে নিয়ে যাওয়ায় ওদের উদ্দেশ্য। মন্তব্যের জন্য ধন্যবাদ।
২৪ মে ২০১৫ দুপুর ০২:২৭
263258
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : সত্যিই তাই।
319550
১২ মে ২০১৫ দুপুর ০১:৪২
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : দিল মোহাম্মদ মামুন লিখেছেন : সরকার তো এটাই চায় ! ২০১৪ এর শেষের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১১ জন ছাত্র-ছাত্রীকে একটা আবাসিক হোটেলে পর্ণ ভিডিও বানানোর সময় পুলিশ গ্রেপ্তার করলেও তাদেরকে ৫০ টাকা জরিমানা করেই ছেড়ে দেওয়া হল, তাদের ছাত্রত্ব ও বাতিল হল না! ঐ একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২ জন পর্দানশীন ছাত্রী তাদের কাছে পর্দার উপর লিখা ২/৩টা বই রাখার অপরাধে ও গভীর রাতে হলে তাহাজ্জুদের নামায পড়ার অপরাধে ২ ছাত্রীকে ছাত্রলীগের নেতা-নেত্রীরা ইচ্ছেমত উত্তম-মধ্যম দিয়ে হল থেকে বহিষ্কার করে দিল। এই দুইটা ঘটনা থেকে বাংলাদেশ সরকার ও সেকুলার মুসলিমদের অবস্থান স্পষ্ট হয়ে যায়। আপনাকে ধন্যবাদ।
সহমত ভাইয়ার সাথে!
১২ মে ২০১৫ বিকাল ০৪:৩৪
260688
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : Crying
319646
১২ মে ২০১৫ রাত ১০:১০
আবু তাহের মিয়াজী লিখেছেন : চিন্তাজগতে চলে গেলাম।
২২ মে ২০১৫ রাত ১১:৪৯
262999
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : Crying Crying :Thinking :Thinking <:-P
322195
২৪ মে ২০১৫ দুপুর ০৩:১২
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : এভাবেই সব ধ্বংশের দিক এগিয়ে চলবে। আমাদের প্রয়োজন এসবের মোকাবেলায় ধৈর্য্যধারণ। শহরগুলিকে আসলে রক্ষা করা যাবেনা তাই আমাদের গ্রামগুলি নিয়ে ভাববার সময় এসেছে। যখন উসমানী খেলাফত বিলুপ্ত করার ষড়যন্ত্র শুরু হয়, তখন সাইয়েদ নুরসি (রঃ)যাকে বদিউজ্জামান উপাধি দেয়া হয়েছিল তিনি বুঝতে পেরেছিলেন অচিরেই পশ্চিমাদের সাথে আতাত করে তুর্কী সেনাবাহিনী খিলাফত বিলুপ্ত করবে। তিনি জানতেন শহরগুলিকে রক্ষা করা আর সম্ভব না তাই তিনি ১০,০০০ মুসলিম ভিলেজ গঠনের ডাক দেন যেখানে শাসনব্যাবস্হা হবে পরিপূর্ণভাবে ইসলাম। কারণ শহরগুলির নিয়ন্ত্রণ চলে যাবে পশ্চিমাদের হাতে। শাসকরা হবেন পশ্চিমা দালাল। তার ডাকে তুরষ্কের মানুষ সাড়া দেয়। সত্যিই দেখা গেল কয়েকবছরের ব্যাবধানেই ১৯২৪ সালে কামাল পাশা পশ্চিমাদের সহায়তায় খেলাফত ব্যাবস্হা উচ্ছেদ করে। ইসলামকে নিষিদ্ধ করার কাজে হাত লাগায়। আজ তুরষ্কের শহরের মানুষ শুকরের গোস্ত খায়, মদ পান করে কিন্তু বিপুল পরিমাণ গ্রাম এখনো টিকে আছে যেগুলো ইসলামিক সিস্টেমের আওতায় রয়েছে। মানুষ ইসলামকে মেনে চলার আপ্রাণ চেষ্টা করছে। শেষ যামানায় করণীয় সম্পর্কেও হাদিসে এটিই বলা হয়েছে। শহরে ছোট ছোট ইসলামিক কমিউনিটি গড়ে তুলতে হবে।
২৪ মে ২০১৫ দুপুর ০৩:৪২
263273
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File