আমি এখন নানা

লিখেছেন লিখেছেন আবু জারীর ১০ মে, ২০১৫, ১১:৩৬:০৯ রাত



আমি এখন নানা, আর

বৌ আমার নানি

নাতিন পেয়ে বৌকে আমা

লাগছে পানি পানি ।

বড় মেয়ে সিক্সে পড়ে

ছোট্ট মেয়ে ফোরে

বলুন দেখি নানা নানি

হলাম কেমন করে?

নামায রোজায় পাকা আমার

বোনের মেয়েটা

সেই মেয়েটা মা হয়েছে

দেখুন ছবিটা।

নামটা বলুন কি দেয়া যায়

আমার নাতনির তরে

দুয়া চাচ্ছি আল্লাহ যেন

কবুল করেন তারে।

বিষয়: সাহিত্য

১৩৩৪ বার পঠিত, ৩১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

319322
১০ মে ২০১৫ রাত ১১:৪১
দুষ্টু পোলা লিখেছেন : Tongue Tongue Love Struck Love Struck পিলাচ পিলাচ
১১ মে ২০১৫ রাত ১২:৫০
260444
আবু জারীর লিখেছেন : ধন্যবাদ।
319324
১০ মে ২০১৫ রাত ১১:৪৩
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : হুমাইরা, রুম্মান!
১১ মে ২০১৫ রাত ১২:৫১
260445
আবু জারীর লিখেছেন : সুন্দর নাম প্রস্তাব করেছেন।
ধন্যবাদ।
319325
১০ মে ২০১৫ রাত ১১:৫৫
মোহাম্মদ লোকমান লিখেছেন : কবি ভাই নানা হইছেন, নাকি নানা ভাই কবি হইছেন? সে যাহোক মিস্টি কৈ?
১১ মে ২০১৫ রাত ১২:৫৩
260446
আবু জারীর লিখেছেন : বদ্দা আমার আসল ইষ্টি
তার জন্য বরাদ্দ রইল বহদ্দার হাটের ছানার মিষ্টি।
319326
১১ মে ২০১৫ রাত ১২:০০
কুশপুতুল লিখেছেন : নানা হ্ওয়ার খায়েশ
মিটবে এবার আয়েশ
ঘরে বসে নাতির লাগি
বানান গিয়ে পায়েশ।

ফালটা মারেন কম
ধরবে চেপে দম
ধরবে নাতি খাবলা মেরে
মিষ্টি কেনে কম?

তখন দেখবে নানাগিরি
থাকবেনানে ছিরিবিরি
কুনি মেরে বলবে যখন
বানাও আলুর দম।

চোখের মাঝে চশমা এঁটে
আতপ চালের বাটনা বেটে
বলবেনাতো নাতিরে নাতি
চোখে দেখি কম!

নাতির ঠ্যালায় হবে না তো
নিজেই আলুর দম??

১১ মে ২০১৫ রাত ১২:৫৭
260447
আবু জারীর লিখেছেন : নাতনীর, নানির কনুইতেই
চিরে চ্যাপ্টা,
আল্লাহ জানের নাতনির কনুইতে
কি হয় ভাব টা?
ধন্যবাদ।
১১ মে ২০১৫ দুপুর ১২:০৪
260491
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দুই ছড়াই বেষ্ট!!!
319328
১১ মে ২০১৫ রাত ১২:০৮
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম।
মোবারকবাদ রইলো। বাচ্চা এবং তাঁর পরিবারপরিজনদের উপর আল্লাহ অনেক রহমাত এবং বারাকাহ দান করুন! সন্তনটিকে ইসলামের একজন একনিষ্ঠ খাদিমা হিসেবে গড়ে তুলুন!

নামের জন্য সাহাবীআনহুম গনের নাম সর্বোকৃষ্ট! তারপর ইসলামীক অর্থোবোধক সুন্দর নাম রাখা যেতে পারে।

শুকরিয়া শেয়ার জন্য!
১১ মে ২০১৫ রাত ১২:৫৯
260448
আবু জারীর লিখেছেন : ওয়ালাইকুম'আসসালাম ওয়ারহমাতুল্লাহে ওয়াবারাকাতুহ।

বাচ্চার মা অর্থাৎ আমার ভাগ্নীটা মাশা'আল্লাহ স্বেচ্ছায় দীনদার।

আল্লাহ আপনার দুয়া কবুল করুন যেন বেবিটা আল্লাহর দীনের প্রকৃত খাদেমা হতে পারে।
ধন্যবাদ আপু।
319335
১১ মে ২০১৫ রাত ০১:১৯
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভাইয়া, নাতি নাকি নাতনী? তাতো বলেন নি! নাম দিবো কি করে?
শিশুটির জন্য অনেক অনেক দোয়া রইল।
১১ মে ২০১৫ রাত ০১:২৭
260451
আবু জারীর লিখেছেন : নাতনি।
কিছু কিছু নাম আছে যা সবার উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য সেরকম নামও দিতে পারতেন।
আল্লাহ আপনার নেক দুয়া কবুল করুন।
ধন্যবাদ।
319350
১১ মে ২০১৫ রাত ০৩:৪৪
জোনাকি লিখেছেন : আমীন।
নানা নানি সুখে থাকুন নাতিটারে নিয়ে।
দোয়া করি নাতির যেন খায়তে পারেন বিয়ে।
১১ মে ২০১৫ সকাল ০৮:১৯
260469
আবু জারীর লিখেছেন : আমিন।
আল্লাহ আপনার নেক দুয়া কবুল করুন।
ধন্যবাদ।
319363
১১ মে ২০১৫ সকাল ১০:২২
egypt12 লিখেছেন : আপনার নাতনীর জন্য দোয়া রইল।
১১ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৪৮
260541
আবু জারীর লিখেছেন : ধন্যবাদ।
319377
১১ মে ২০১৫ দুপুর ১২:০৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : নামটা রাখেন পোনা
দিন কয় পরে ছানা।
তারপরেতে আনা
ডাকবে সেযে নানা!!!
১১ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৪৮
260542
আবু জারীর লিখেছেন : বয়সের সাথে সাথে নাম বদলাবে। খারাপ না। ধন্যবাদ।
১০
319384
১১ মে ২০১৫ দুপুর ১২:৪৩
প্রবাসী আশরাফ লিখেছেন : মাশাআল্লাহ, খুবই খুশির খবর...নানা এখন নাতির পক্ষ থেকে ব্লগবাসিকে মিষ্টি খাওয়ান...নাতির জন্য দোয়া রইলো মহান রব এর কাছে...
১১ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৫০
260543
আবু জারীর লিখেছেন : আল্লাহ আপনার নেক দুয়া কবুল করুন।
আসল মিষ্টি খাওয়ানর ইচ্ছা রইল তাই ডিজিটাল মিষ্টি দেইনি।
ধন্যবাদ।
১১
319385
১১ মে ২০১৫ দুপুর ০১:২৯
সালাম আজাদী লিখেছেন : খবর আছে নানা!!
১১ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৫১
260544
আবু জারীর লিখেছেন : ধন্যবাদ মুহতারম।
১২
319393
১১ মে ২০১৫ দুপুর ০৩:০৩
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আগে মিষ্টি খাবো, তারপর নাম দিবো, কারন মিষ্টি খাওয়ার পর মুখ দিয়ে মিষ্টি মিষ্টি নাম আসতে পারে......হা হা হা
১১ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৫২
260546
আবু জারীর লিখেছেন : সবার জন্য মিষ্টির দোকান উন্মুক্ত। খেয়ে ক্রেডিট কার্ড নম্বর সহ বিল মেইল করলেই পেয়ে যাবেন ক্রেডিট.
১৩
319404
১১ মে ২০১৫ দুপুর ০৩:২৭
আফরা লিখেছেন : ভাইয়া নানী- নাতনী মিলে আপনার মাথার চুল একটাও রাখবে না এবার
১১ মে ২০১৫ সন্ধ্যা ০৭:৫৩
260548
আবু জারীর লিখেছেন : সে সাধ্য তাদের হবেনা কারণ আমার মাথায় যথেষ্ট চুল আছে।
ধন্যবাদ আপু।
১৪
319648
১২ মে ২০১৫ রাত ১০:১১
আবু তাহের মিয়াজী লিখেছেন : মিষ্টি চাই,,
১৩ মে ২০১৫ রাত ১২:৩২
260770
আবু জারীর লিখেছেন :
১৫
319755
১৩ মে ২০১৫ দুপুর ০১:১৬
ইবনে আহমাদ লিখেছেন : নানা যেমন করে খুশী হইছেন - তাতে নানীর ভয় করার মত যথেষ্ট কারন আছে!
১৪ মে ২০১৫ সকাল ০৮:১৮
261016
আবু জারীর লিখেছেন : ঠিক ধরেছেন। তবে সেও খুশি।
ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File