আমার স্কুলের শিক্ষক ও আমি....!! ✔✔✔ আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ২৩ এপ্রিল, ২০১৫, ০৮:২৮:১৪ রাত



মনের দরজা খুলতেই শুনলাম স্বপ্নের আত্ম চিৎকার যা প্রকাশ্যে

বলা মোটেও নিরাপদ নয় ,

তবুও ব্লগ এর মত প্রকাশনা পেয়ে সাহসের মাএাটা শূন্য থেকে সামনে

বাড়তে শুরু করেছে ! যদিও পুরটা লিখতে পারব কিনা সন্দেহ আছে !!

[১] যখন স্কুলে পড়তাম তখন স্যারের মারের ভয়ে পড়া শিখতাম ,

পড়া শিখতে গিয়ে মনে মনে প্রশ্ন করতাম

অমুক স্যারের মৃত্যু কেন হয়না ? ভাবতাম স্যারের মৃত্যু হলে

পড়া শিখার মত যন্ত্রনা থেকে মুক্তি পেতাম !!

উল্লেখ্য আমাদের স্কুলে ইসলাম ধর্ম শিক্ষার যে স্যারটি ছিল সে

অনেক কড়া এবং বাস্তবতার সাথে মিলিয়ে আমাদের পরিচ্ছন্ন ভাবে শিক্ষাদান করতেন। সে আমাদেরকে কোরআনের ছোট ছোট সুরা থেকে শুরু করে

নামাজ পড়ার জন্য যা যা দরকার শিখাতেন।

মাঝে মাঝে ভাবতাম স্যারটা আসার আগে স্কুল ত্যগ করি !

দৃতীয় দিন আসলে মার খেতে হবে ভেবে শান্ত হয়ে বসে পড়তাম !!

[২] যদিও ধৈর্য্যের ফলাফল পেয়ে আজ মনে মনে ভাবি

আমার স্কুলের শিক্ষক আমাকে যা দিয়েছে

তা আমার সরা জীবনের কর্ম দিয়েও আমি সোধ করতে পারবনা !!

মাঝে মাঝে আক্ষেপ হয় মনে কেন শিক্ষক হলামনা হতে পারলামনা??

[৩] আজকের সময়ে হয়তো ইসলাম ধর্মকে গুরুত্ব সহকারে

শিখাতে গেলে মৌলবাদী উপাদী অথবা যুদ্ধ অপরাধীর লিষ্টে নাম

এসে যেতে পারে ।

[৪] এখন শিক্ষা প্রতিষ্টানে বীনা দোষে ছাত্ররা শিক্ষকদের

উপর হাত তুলছে , লাঞ্ছিত করেছে শিক্ষকদের !!

বিঃদ্রঃ লেখাটি অন্য একটি ব্লগে প্রকাশিত হয়েছিল!

তারিখ ছিল ২৫ শে জানুয়ারি, ২০১৩ '''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

'''''''''''''''''''''''''''''''''''

''''''''''''''''''''''

''''''''''''

'''''''

''''

'''

''

'

এখানে ঘটনার মূল অংশ এডিট করা হয়েছে সময়ের হাত ধরে।।

বিষয়: বিবিধ

১১০১ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

316508
২৩ এপ্রিল ২০১৫ রাত ০৯:০৪
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : হুম! অবশ্য শিক্ষকরাও তো এখন নিজেরাই নিজেদের নৈতিক অবস্হান হারিয়ে ফেলেছেন।
২৩ এপ্রিল ২০১৫ রাত ০৯:২৩
257657
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সব শিক্ষক কিন্তু নৈতিকতা হারাইনি, অনেক শিক্ষক এখনো আছে যারা দায়িত্ব পালনে মোটেও অবহেলা করেনা।

তবে রাজনীতির রং মেখে কিছু শিক্ষক নৈতিকতা হারিয়ে নিজেদের বিবেক বিক্রি করে দিয়েছেন।
316515
২৩ এপ্রিল ২০১৫ রাত ০৯:২৬
আবু জান্নাত লিখেছেন : যে জাতি শিক্ষকদের সম্মান করতে জানে না, সে জাতি কথনো উচ্চ শিখরে পৌছতে পারবে না।
২৩ এপ্রিল ২০১৫ রাত ১০:১২
257666
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ঠিক বলেছেন, ধন্যবাদ।
316521
২৩ এপ্রিল ২০১৫ রাত ০৯:৩৭
২৩ এপ্রিল ২০১৫ রাত ১০:১২
257667
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : <:-P =Happy *-Happy
316535
২৩ এপ্রিল ২০১৫ রাত ১০:৪৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই একটি বিষয় আমি কিছুতেই বুঝতে পারিনা স্কুলে ধর্ম শিক্ষক রা সমসময় ভয়ংকর রুপে উপস্থিত থাকেন কেন????
২৩ এপ্রিল ২০১৫ রাত ১১:১৮
257682
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ওনি একটু ভয়ঙ্কর ছিলো বলেই আজ আমি নামাজ শিখতে পেরেছি।
316546
২৩ এপ্রিল ২০১৫ রাত ১১:১৮
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ওনি একটু ভয়ঙ্কর ছিলো বলেই আজ আমি নামাজ শিখতে পেরেছি!
316555
২৩ এপ্রিল ২০১৫ রাত ১১:২৯
আফরা লিখেছেন : হায় আল্লাহ ! আপনি শিক্ষকের মারের ভয়ে পড়া শিখতেন ভাইয়া ! আমাকে মারলে ও আমি স্কুলেই যেতাম না ।
২৪ এপ্রিল ২০১৫ রাত ০২:০৬
257726
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : পড়া শিখতাম বলতে পারতাম না!!! এই শিক্ষক আমাকে নামাজ কালিমা সহ অনেক কিছুই শিক্ষা দিয়েছেন!
316573
২৪ এপ্রিল ২০১৫ রাত ০২:১৬
আবু জারীর লিখেছেন : আমাদের মক্তবের হুজুরের ব্যাপারেও আমার একই ভাবনা ছিল। তিনি এখন দুনিয়ায় নেই। আল্লাহ তার উপর রহম করুন। আমিন।
২৪ এপ্রিল ২০১৫ রাত ০৩:০৬
257739
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আমিন,
316580
২৪ এপ্রিল ২০১৫ রাত ০৩:১৮
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম!

প্রাইমারিতে অংক নুরুন্নাহার ম্যাডাম ছিলেন ভয়ংকর বদমেজাজি! হাইস্কুলে ইংলিশ স্যার প্রচন্ড কড়া! মনে পড়ে গেলো উনাদের কথা! তবে ইসলাম শিক্ষা স্যার খুবি অমায়িকছিলেন এবং আমাদের সবাইকে খুব সুন্দর করে বুঝাতেন! চমৎকার শেয়ারের জন্য জাযাকাল্লাহু খাইর! Good Luck
২৪ এপ্রিল ২০১৫ সকাল ১১:৪২
257753
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম, আপনার সৃতিময় মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
316593
২৪ এপ্রিল ২০১৫ সকাল ০৯:০৬
হতভাগা লিখেছেন : সব কিছুকে সঠিক লাইনে আনতে টাইট দেবার প্রয়োজন আছে । ছোটকালেই এটার প্রয়োগ করা উচিত বেশী ।

না হলে বে-লাইনে চলে গেলে বড় হবার পর তা আর সঠিক পথে আনা যাবে না ।
২৫ এপ্রিল ২০১৫ সকাল ১০:৩৮
257907
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : হতভাগা ঠিক কথায় বলেছেন, ধন্যবাদ।
১০
316601
২৪ এপ্রিল ২০১৫ সকাল ০৯:৫৫
প্রবাসী মজুমদার লিখেছেন : নেই আজি সেই প্রিয় শিক্ষক
নেই পুরোনো দিন,
যায়না শিশু মক্তবে আজ
শিখতে প্রভুর দ্বীন।

ভোরের আজান শুনে আজ আর
হয়না ফজর পড়া,
কোরান হাদিস মেনে আজ আর
হয়না সে দ্গীন গড়া।

ওমর ওসমান আইয়ুবী আর
হয়না জম্ন ঘরে,
নেই আজি প্রত্যেকে মোরা
প্রত্যোকেরি তরে।


...সময় নেই। বাকীটা পরে
ভাল লাগল পড়াটা পড়ে। ধন্যবাদ।
২৫ এপ্রিল ২০১৫ সকাল ১১:২৮
257908
egypt12 লিখেছেন : Love Struck Love Struck Love Struck
২৬ এপ্রিল ২০১৫ বিকাল ০৪:৩৬
258118
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। ছন্দময় কথা গুলো হূদয় ছূয়ে গেলো। শত ব্যস্ততার মাঝে ছন্দময় মন্তব্যটির জন্য অসংখ্য ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File