একালের শিশুরা কি এসব খেলার নাম জানে...... না কি তাদের জানানো হয়...?
লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ২৩ এপ্রিল, ২০১৫, ০৮:৩৩:৫৭ রাত
>একালের ডিজুস বাচ্চুরা...কিংবা ইয়ো ইয়ো পোলাপানদের কথাই যদি ধরি তারা অনেকেই জানে না ... ওপেন দি বাইস্কোপ, ইচিং- বিচিং চিচিং চা (টক্কর টক্কর) , রুমাল চুরি, কানা মাছি ভোঁ ভোঁ - যাকে পাবি তাকে ছোঁ , দাঁড়িয়াবাধা, বউ-চি, গোল্লাছুট, চি- বুড়ি , লুকোচুরি , মারবেল, পাশের বাড়ীর সেলিনা- তার সাথে খেলি না ... আরো অনেক মজার মজার খেলা...আছে...?
>এ যুগের বাচ্চুরা সেই প্লে থেকে ১০ম পর্যন্ত এত্ত এত্ত বই কাঁধে নিয়ে স্কুল আর কোচিং এরপর বাসায় এসে মুরগির খুপরিতে ঢুকে ব্যাট-বল, ক্রিকেট, ফুটবল আর কম্পিউটার গেমস নিয়েই বিজি... তারা জানে না বা তাদের পরিচয় করিয়ে দেয়া হয় না এখন এসব মজার মজার খেলার সাথে... জীবনযাত্রার যান্ত্রিকতার সাথে সাথে সবকিছুই কেমন যান্ত্রিক হয়ে যাচ্ছে... আবার যুগের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে এসব মজাদার খেলাগুলি আমাদের সমাজ কিংবা পরিবেশ থেকে একেবারেই হারিয়ে যাচ্ছে...
>এবং এ যুগের বাবা- মা’রাও মনে হয় বাচ্চুদের এসব খেলার কথা বলে না... কারন সময় নেই... খেলার জায়গা নেই... মফঃস্বল শহরগুলিতে খেলার মাঠ, গলি-কাঞ্চি এখনও দেখা গেলেও ঢাকা শহরে নাই বললেই চলে...! এখনকার বাবা-মা’রাও যেমন বলে বাচ্চুরা সময় পায় না খেলার তেমন বাচ্চুদের ও মনে হয় আগ্রহ নেই মাঠে গিয়া খেলার কিংবা পাড়ার রাস্তার ফাঁকা জায়গায় খেলাধুলা করার... তারা স্কুল, কোচিং শেষে বাসায় এসে মোবাইল/ কম্পিউটারে বসে গেমস খেলতে পারলেই হল কিংবা হাতে একটা ব্যাট- বল নিয়ে বেলকনিতে পিটাপিটি ...
বিষয়: বিবিধ
১০৭৩ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ছোট থাকতে গ্রামের বাড়িতে বেড়াতে গেলে এসব খেলা হত। এখন তো গ্রামেও এসব নেই।
খেলে এংরি বার্ডস!!
ধন্যবাদ অতীতকে স্মরণ করিয়ে দেবার জন্য।
মন্তব্য করতে লগইন করুন