তবুও জীবন ধন্য হবে
লিখেছেন লিখেছেন আবু জান্নাত ২৩ এপ্রিল, ২০১৫, ০৮:৩৭:৪৪ রাত
রণাঙ্গন শিল্পী গোষ্ঠির একটি গান মনে পড়ে গেল। যাহা আমি এখনো মাঝে মাঝে গুনগুনিয়ে গাইতে থাকি। ২০০৩ সালে এই সঙ্গীতটি লিখকের সামনে এক অনুষ্ঠানে গেয়েছিলাম। বুকে জড়িয়ে ধরে আমাকে দুই টাকা গিফট করে ছিলেন তিনি। আজো মনে পড়ে সেই ভাইয়ের কথা, জানি না আজ কে কোথায়! তবুও স্বরণ করছি ভাই ইবনে তাহের কে.....
প্রিয় পাঠকদের জন্য প্রিয় সঙ্গীতটি শেয়ার করলাম।
মাথায় আজ কাফন বেধে নাও, জিহাদের দামামা বাজাও,
শহিদের কাফেলাতে যাও, জনমের বিদায় নিয়ে নাও।
উহুদের খুন জড়ানো রঙ্গে আজ জীবনটা রাঙ্গা........ও।
হয়তো তোমার দেহ খুজে পাবে নাকো কাফন,
হয়তো বা এই দেহের কোথাও হবে নাকো দাফন।
ওরে কঙ্গাল বেশে থাকবি পড়ে মাঠে পথে প্রান্তরে
তবু তুই চ..........ল চ.........ল যুদ্ধেরই ময়দান।
হয়তো বা কেউ তোমায় ধুয়ে গোসল দেবে নাকো
হয়তো বা কেউ আতর গোলাপ খুবশো মাখবে নাকো।
ওরে বিদায়ের চির জানাযায় কেহ শরীক হবে নাকো
তবু তুই চল.......... চল........... চলরে রণাঙ্গণ।
তবুও জীবন ধন্য হবে শুনরে মুসলমা.............ন
যদি হক্বের পথে বীর দর্পে জীবন কর দা.........ন।
ওরে তুমি হবে পরকালের চির সফলকা...........ম
তাই ব.........ল ব....ল মুখে আল জিহাদের গান।
বিষয়: বিবিধ
১১৫৭ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আজকে তো আংকেলজ্বীর আর একটি গুণের কথা জানা হল মাশাআল্লাহ্।
অত্যন্ত আকর্ষণীয় উপস্থাপনায় পাঠক সমীপে খুবই সুন্দর হৃদয়গ্রাহী লিখাটি নিবেদন করার জন্য জাজাকাল্লাহু খাইর।
সুন্দর ও মনকাড়া মন্তব্যটির জন্য অনেক অনেক শুকরিয়া।
অনুরোধ রইলো শুনতে চাই।
মন্তব্য করতে লগইন করুন