অপেক্ষায় আছি.....!! (ছবি ব্লগ) ✔✔✔আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ২৫ মার্চ, ২০১৫, ১১:২১:২৩ রাত

আবেগের আদ্রতা দিয়ে মনের স্বাধীনতা ছন্দের বাতাসে ভাসিয়ে তুলি,

অন্যায়ের ঝঞ্জা মেঘে মোড়ানো সমাজের অস্তিত্ব! কি করে মনকে মানিয়ে চলি?



সমাজের মন্দ মানুষ গুলো বুক উছিয়ে চলে নিলজ্জের মত,

ন্যায়বান মানুষের উপর হচ্ছে আচরণ, মানুষ নহে যেন পশুত্ব!



নিজেরা সুখী হতে গিয়ে অন্যের সুখকে করি পায়ে দলিত,

সুখে সাজিয়ে নিই নিজকে, আড়াল করে নিজের মূল চরিত্র !



সমাজ আজ ভারসাম্যহীন বেশী চাওয়া বেশী পাওয়ার মানসিকতা হয়েছে তৈরী,

সমাজের অভাবি মানুষ গুলো অসুখী (প্রশ্ন) এ কেমন সৃষ্টিকর্তর ভাসানো তরী?!!



কেউ ভাসে ভরা জলে কেউ হাহাকারে প্রতিনিয়ত করে যায় আত্ম চিৎকার,

কেউ অসীম আনন্দে মাতওয়ারা কারো চারদিকে পাহাড় বেদনার।



সমাজে কেউ খুশি অল্প নিয়ে কারো কারো চাই অসিম রাজত্ব,

কারো রাজত্বেও সুখ নেই! কেউ অল্পতে সুখ খোঁজে নেয় মনের মত।



দৃষ্টিভঙ্গির উপর সুখের চাবি যারা খুঁজে পায় তারাই কেবল বুঝে,

সৃষ্টিকর্তার সৃজনশীলতা দেখে আমরা আনন্দচিত্তে মাথানত করি নামাজে।



কোরআনের আয়াত বুঝার চেষ্টায় থাকে যারা তারা হয় সুস্থ চিন্তাশিল,

আমি অপেক্ষায় আছি বন্ধুত্বের যাদের মাঝে খূঁজে পাব আমার চিন্তার মিল!!



তবে....! কাউকে আমি সহজে ঘৃণা করিনা ইসলাম বিদ্ধেষী ছাড়া,

ইসলাম বিদ্ধেষীদের চারপাশে উপরে নিচে প্রতিনিয়ত থাকবে আমার ঘৃণার পাহারা।



আমিও মানুষ ভুলের উপর আমারো হাত পা ছড়িয়ে পড়তে পারে, জীবনের পথ আঁকাবাঁকা,

বুদ্ধিমান'রা ভুল ধরিয়ে দিবেন ভুল ধরিয়ে দিলেই দাড়িয়ে আছি বন্ধুত্বের আছে অপেক্ষা।



বিঃদ্রঃ ছবি গুলো গুগল থেকে সংগ্রহ করা হয়েছে!

বিষয়: বিবিধ

১৭৮৮ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

311109
২৫ মার্চ ২০১৫ রাত ১১:৩১
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অনেক চেষ্টা করে মনের কথাগুলো লিখলেন। অনেক ধন্যবাদ আপনাকে।
শুক্রবারে ফ্রী আছেন তো?
২৫ মার্চ ২০১৫ রাত ১১:৪৯
252183
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, প্রথম মন্তব্যের জন্য ধন্যবাদ! অনেক চেষ্টা করেছি বুঝতে পারলেন কি করে? আপনি কি লিটন দেওয়ানে পরিণত হচ্ছেন? লেখা দেখেই.....!



ফ্রী বিষয়ে ফেসবুকে.....
২৬ মার্চ ২০১৫ রাত ০১:২১
252188
আবু জান্নাত লিখেছেন : মানে গুগল মামা থেকে ছবিগুলো কালেক্ট করলেন, তাতো আর এক ক্লিকে হয়ে যায়নি। নিশ্চয়ই অনেকবার চেষ্টা করতে হয়েছে। অনেক সময় লেগেছে। এটাকি কষ্টের বিষয় নয়? কি লিটন পিটন বলছেন আমাকে Crying Crying Crying
২৬ মার্চ ২০১৫ রাত ০১:৩৩
252189
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আসলে যারা অল্পতে বুঝতে পরে তাদের সাথে আর যাই হোক কথার যুদ্ধে জয়ী হওয়া যাবে না....! আপনি আসলে ঠিক বলেছেন, কষ্ট হলে ব্লগে আনন্দ খূঁজে পাই.... আপনাদের মত মানুষের সাক্ষাৎ পাই.... লিটল বলাতে রাগের কিচ্ছু নাই। ফান করলাম!!! দুঃখ পেলে মাপ করবেন।
311142
২৬ মার্চ ২০১৫ রাত ০২:২৩
দ্য স্লেভ লিখেছেন : আপনি অসম্বব ক্রিয়েটিভ মানুষ। জাজাকাল্লাহ খায়রান।
২৬ মার্চ ২০১৫ রাত ০২:২৬
252208
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ!

তবে.....
ক্রিয়েটিভ শব্দটির বুঝিয়ে বললে উপকৃত হতাম!!

হাতে সময় থাকলে বুঝিয়ে বলবেন প্লিজ।
২৬ মার্চ ২০১৫ সকাল ১১:৩৪
252241
দ্য স্লেভ লিখেছেন : বিষয়ের উপর ভিত্তি করে ছবি ব্যবহার করা এবং সুন্দর করে বিষয়টি কবিতার মত করে উপস্থাপন করাটাই ক্রিয়েটিভিটি। আপনি ক্রিয়েটিভ লোকHappy Happy
২৬ মার্চ ২০১৫ বিকাল ০৫:৪৯
252275
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : স্পেশাল ধন্যবাদ ফিরতি মন্তব্যের জন্য!
311147
২৬ মার্চ ২০১৫ রাত ০৩:৩৪
মন্টি পাগলা লিখেছেন : সুন্দর লিখেছেন, ধন্যবাদ। তবে বানানে বেশ কিছু ভূল আছে। আশা করি ভবিষ্যতে বানানের প্রতি যত্নবান হবেন।
২৬ মার্চ ২০১৫ রাত ০৩:৪০
252225
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ভুল গুলো কি তা উল্লেখ করলে ভালো হয়! উল্লেখ করে দিলে সুধরে নেব!
311148
২৬ মার্চ ২০১৫ রাত ০৩:৫১
প্রবাসী মজুমদার লিখেছেন : গদ্য লেখক কবিতার রাজ্যে আমন্ত্রিত। গদ্য পদ্য জারি সারি সবকিছুই একজন মানুষ করতে পারে। আপনার সে প্রচেষ্টা দারুণভাবে সফল হবে এ আত্মবিশ্সাস নিয়ে বিদায় নিলাম। ধন্যবাদ।
২৬ মার্চ ২০১৫ রাত ০৩:৫৭
252229
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। আত্মবিশ্বাস যখন আপনি রেখেছেন জয়ী ইনশাআল্লাহ হবোই। দোয়া চাই। আপনার জন্য শুভকামনা।
311159
২৬ মার্চ ২০১৫ সকাল ০৮:৫৯
আবু জারীর লিখেছেন : এক কথায় দারুণ ভাবে ফুটিয়ে তুলেছেন সমাজের অসঙ্গতি।
ধন্যবাদ।
২৬ মার্চ ২০১৫ বিকাল ০৫:৫০
252277
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকেও ধন্যবাদ!!
311193
২৬ মার্চ ২০১৫ দুপুর ০৩:৩৬
আফরা লিখেছেন : খুব চমৎকার হয়েছে ! ধন্যবাদ ভাইয়া + ভাবী ।
২৬ মার্চ ২০১৫ বিকাল ০৫:৫০
252278
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ শুভকামনা।
311207
২৬ মার্চ ২০১৫ বিকাল ০৫:২৯
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ!
এই পোস্টটী স্টীকি করা হোক!
২৬ মার্চ ২০১৫ বিকাল ০৫:৫২
252279
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ....
আপনার অনুভূতির জন্য অসংখ্য ধন্যবাদ।
311272
২৬ মার্চ ২০১৫ রাত ১১:৪৯
২৭ মার্চ ২০১৫ রাত ১২:১৭
252356
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : 0:-Angel Angel Angel Angel Angel Good Luck Smug Love Struck =Happy Happy 0:-Angel Angel Angel Angel Angel Good Luck Smug Love Struck =Happy Happy
311275
২৭ মার্চ ২০১৫ রাত ১২:০৩
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসাধারণ লাগলো ভাবনাগুলো। চমৎকার পোষ্টটির জন্য জাযাকাল্লাহু খাইর।
২৭ মার্চ ২০১৫ রাত ১২:১৮
252357
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম.... ধন্যবাদ।
১০
311401
২৮ মার্চ ২০১৫ রাত ০১:০৫
গাজী সালাউদ্দিন লিখেছেন : কেমন করে যে পারেন ! বিস্ময়ের সীমা থাকে না! ছবি এতোসুন্দর কথা বলতে পারে, একই সমাজে বসবাস দুই রকম মানুষের মাঝে চরম বৈপরীত্য কি চমৎকারভাবেই না তুলে ধরেছেন! এতো মুগ্ধতা রাখি কোথায়! এই মানুষ টাকে যতই দেখি ততই অবাক হয়ে যাই।

আপনি আসলেই অসাধারণ, আর কেউ না জানুক, আমিতো জানি!
২৭ জুন ২০১৫ রাত ০৩:৩৩
269849
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : হটাৎ পুরনো লেখা গুলো পড়তে ইচ্ছে হলো!!! দেখলাম আপনার মন্তব্যের জবাব দেয়া হয়নি!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File