অপেক্ষায় আছি.....!! (ছবি ব্লগ) ✔✔✔আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ২৫ মার্চ, ২০১৫, ১১:২১:২৩ রাত
আবেগের আদ্রতা দিয়ে মনের স্বাধীনতা ছন্দের বাতাসে ভাসিয়ে তুলি,
অন্যায়ের ঝঞ্জা মেঘে মোড়ানো সমাজের অস্তিত্ব! কি করে মনকে মানিয়ে চলি?
সমাজের মন্দ মানুষ গুলো বুক উছিয়ে চলে নিলজ্জের মত,
ন্যায়বান মানুষের উপর হচ্ছে আচরণ, মানুষ নহে যেন পশুত্ব!
নিজেরা সুখী হতে গিয়ে অন্যের সুখকে করি পায়ে দলিত,
সুখে সাজিয়ে নিই নিজকে, আড়াল করে নিজের মূল চরিত্র !
সমাজ আজ ভারসাম্যহীন বেশী চাওয়া বেশী পাওয়ার মানসিকতা হয়েছে তৈরী,
সমাজের অভাবি মানুষ গুলো অসুখী (প্রশ্ন) এ কেমন সৃষ্টিকর্তর ভাসানো তরী?!!
কেউ ভাসে ভরা জলে কেউ হাহাকারে প্রতিনিয়ত করে যায় আত্ম চিৎকার,
কেউ অসীম আনন্দে মাতওয়ারা কারো চারদিকে পাহাড় বেদনার।
সমাজে কেউ খুশি অল্প নিয়ে কারো কারো চাই অসিম রাজত্ব,
কারো রাজত্বেও সুখ নেই! কেউ অল্পতে সুখ খোঁজে নেয় মনের মত।
দৃষ্টিভঙ্গির উপর সুখের চাবি যারা খুঁজে পায় তারাই কেবল বুঝে,
সৃষ্টিকর্তার সৃজনশীলতা দেখে আমরা আনন্দচিত্তে মাথানত করি নামাজে।
কোরআনের আয়াত বুঝার চেষ্টায় থাকে যারা তারা হয় সুস্থ চিন্তাশিল,
আমি অপেক্ষায় আছি বন্ধুত্বের যাদের মাঝে খূঁজে পাব আমার চিন্তার মিল!!
তবে....! কাউকে আমি সহজে ঘৃণা করিনা ইসলাম বিদ্ধেষী ছাড়া,
ইসলাম বিদ্ধেষীদের চারপাশে উপরে নিচে প্রতিনিয়ত থাকবে আমার ঘৃণার পাহারা।
আমিও মানুষ ভুলের উপর আমারো হাত পা ছড়িয়ে পড়তে পারে, জীবনের পথ আঁকাবাঁকা,
বুদ্ধিমান'রা ভুল ধরিয়ে দিবেন ভুল ধরিয়ে দিলেই দাড়িয়ে আছি বন্ধুত্বের আছে অপেক্ষা।
বিঃদ্রঃ ছবি গুলো গুগল থেকে সংগ্রহ করা হয়েছে!
বিষয়: বিবিধ
১৭৮৮ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শুক্রবারে ফ্রী আছেন তো?
ফ্রী বিষয়ে ফেসবুকে.....
তবে.....
ক্রিয়েটিভ শব্দটির বুঝিয়ে বললে উপকৃত হতাম!!
হাতে সময় থাকলে বুঝিয়ে বলবেন প্লিজ।
ধন্যবাদ।
এই পোস্টটী স্টীকি করা হোক!
আপনার অনুভূতির জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনি আসলেই অসাধারণ, আর কেউ না জানুক, আমিতো জানি!
মন্তব্য করতে লগইন করুন