আজ ২৫ মার্চ, মুজিব-ইয়াহিয়া আঁতাত ও গনহত্যার ভয়াল কালো রাত......

লিখেছেন লিখেছেন মন্টি পাগলা ২৫ মার্চ, ২০১৫, ১০:০৯:৪২ রাত



আজ ২৫ মার্চ, স্মৃতিতে এক ভয়াল কালো রাত।

১৯৭১ সালের এই রাতে পাকি গনহত্যাকারী ইয়াহিয়া খান আর ইন্দিরার দালাল আগরতলা ষড়যন্ত্রকারী শেখ মুজিবের মধ্যে গোপন আঁতাতের ভিত্তিতে সারাদেশে পাক বাহিনী বর্বর গনহত্যা-ধর্ষণ শুরু করে।

মুজিব-ইয়াহিয়া আ‍ঁতাতের শর্তানুসারে ২৫ মার্চ গভীর রাতে পাক সেনাবাহিনী শেখ মুজিবকে গ্রেফতারের নাটক সাজিয়ে পাকিস্তানে নিয়ে যায়, আর মুজিবের পরিবারকে সেনাবাহিনী পরিপূর্ণ নিরাপত্তা দিয়ে মাসে ১,৫০০ টাকা করে (বর্তমানে যার মূল্যমান কমপক্ষে দেড় লাখ টাকা) ভাতা প্রদান করতে থাকে।



কিন্তু কেন.....???

সচেতন মানুষ নিজেকে প্রশ্ন করুন, যে বর্বর সেনাবাহিনী ঘুমন্ত মানুষের উপর গুলি চালিয়েছে, নিরীহ নারীদের ধরে নিয়ে ধর্ষণ করে যৌনাঙ্গে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করেছে, তারা শেখ মুজিবের পরিবারের প্রতি কেন এতো সহানুভূতি দেখিয়েছে....??

কেন তারা মুজিবের সন্তানদের হত্যা করেনি...?

কেন মুজিবের মেয়েদের ধর্ষণ করেনি....???

বুদ্ধিমান মানুষ মাত্রই আপন মনে উত্তর পেয়ে যাবেন।

যাই হোক, আজ রাতে আওয়ামী লীগ ও তাদের পা চাটা মিডিয়া ফলাও করে প্রচার করবে শেখ মুজিব ছিল স্বাধীনতার ঘোষক, সে ২৫ মার্চ গ্রেফতারের পূর্বে স্বাধীনতার ঘোষণা দিয়েছে, ব্লা ব্লা ব্লা........!!!

কিন্তু, সত্যিই কি মুজিব সেদিন স্বাধীনতার ঘোষণা দিয়েছিল....???

যদি দিয়ে থাকে, তবে তা বাংলার মানুষ শুনতে পারলো না কেন...???

কিভাবে সেই ঘোষণা আমেরিকার মানুষের কানে গেলো....???

দেখুন, প্রমান কি বলে.....??? ২৬ মার্চ দেশে-বিদেশে প্রকাশিত কয়েকটি পত্রিকার শিরোনাম দেখুন......!!!



#ইত্তেফাকঃএ “গনহত্যা বন্ধ করো, ২৭ মার্চ সারাদেশে সর্বাত্মক ধর্মঘট....”



#Peoples View: Mujib Calls For General Strikes Tomorrow. (মুজিব আগামীকাল সর্বাত্মক ধর্মঘটের ডাক দিয়েছে)।



#পত্রিকাটির নাম জানা নেইঃ E.Pakistan Cut Off From World As Heavy Fighting Rocks Cities; Sheikh Mujib Goes Underground. (শেষের লাইনঃ শেখ মুজিব আত্মগোপনে চলে গেছেন)

আর ঠিক সেই মুহূর্তেূ, যখন দলে দলে আওয়ামী লীগ নেতারা ভারতে পালিয়ে যাচ্ছিল, তখন একদল সিপাহীকে সাথে নিয়ে পাকিস্তান আর্মি থেকে বিদ্রোহ ঘোষণা করে বেড়িয়ে এলেন নির্ভীক, দুঃসাহসী এক সৈনিক মেজর জিয়াউর রহমান।



যখন, চট্টগ্রাম রেডিও সেন্টারের আশেপাাশে আওয়ামী লীগের একটি কুকুরকেও খুঁজে পাওয়া যায়নি, ঠিক তখন ই নির্ভীক এই মানুষটি উদভ্রান্ত, দিগ্বিদিক জ্ঞানশূণ্য এই জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য নিজের কন্ঠে উচ্চারন করলেন সেই মহান স্বাধীনতার ঘোষণা, “আমি মেজর জিয়া বলছি...”।

যে ঘোষণা শুনেই আমজনতা যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল।



সেদিনের সেই ইতিহাস আপনি আজ খুঁজে পাবেন না কোথাও। কারন মেজর জিয়া কে স্বাধীনতার ঘোষক বলা তো আইনত‍ঃ দন্ডনীয় অপরাধ।

স্বীকার করুক আর না ই করুক, ৭১ এর গনহত্যায় শেখ মুজিবের অবদানের শাস্তি আল্লাহর পক্ষ থেকে সে ১৫ আগস্ট’৭৫ এ পেয়ে গেছে।



এবার দেখার পালা তার ই সুযোগ্য কন্য‍া, বাংলার শ্রেষ্ঠ গনহত্যাকারী হাসিনার পরিনাম কি হয় এবং কখন ও কিভাবে হয়.......।।

বিষয়: বিবিধ

৩৬৯৮ বার পঠিত, ৩২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

311098
২৫ মার্চ ২০১৫ রাত ১০:১৯
হতভাগা লিখেছেন : আপনি আদালত অবমাননার কাজ করেছেন
২৫ মার্চ ২০১৫ রাত ১০:২৬
252174
মন্টি পাগলা লিখেছেন : খাইছে আম্রে, আমি এখস কই যাই..?Surprised
311099
২৫ মার্চ ২০১৫ রাত ১০:৩৫
পললব লিখেছেন : স্বাধীনতা একটা দেশের অহংকার, দেশের গর্ব। ২৫মার্চে শেখ মুজিব স্বাধী্নতা বায়বীয় ইথারে ঘোষণা হলো অথচ ২৭মার্চের হরতাল ২৬শে মার্চ পত্রিকায় লিড নিউজ হলো। এখন অনেক নেতা বেঁচে আছেন বিশেষ করে ডঃ কামাল হোসেন। উনি বাংলাদেশের সঠিক ইতিহাসটি তুলে ধরতে পারবেন। কিন্তু করবেন না তবে উনি মরে গেলে শুরু হবে কামাল হোসেন অমুক কথা বলে গেছেন ইত্যাদি ইত্যাদ বলে -নিজেদের গু নিংড়াতে থাকবে। জাতি হিসাবে সত্যি আমরা পৃথিবীর বুকে নিকৃষ্ট হিসাবে পরিচিতি লাভ করছি। আসুন সবাই মিলে যার যা অবদান তাকে ততটুকুই সম্মান ও মর্যাদা দিয়ে সঠিক ইতিহাস তুলে ধরি। ধন্যবাদ।
২৫ মার্চ ২০১৫ রাত ১১:০৪
252179
মন্টি পাগলা লিখেছেন : কে দেবে আমাদের সত্যিকারের ইতিহাস..?
আমাদের সে আশা পূরণ বোধহয় সুদূর পরাহত।
311106
২৫ মার্চ ২০১৫ রাত ১১:১৬
আবু জান্নাত লিখেছেন : সবাই তো ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য মরিয়া। একজনের কথায় কি আর দেশ স্বাধীন হয়। এটা ছিল ভারতের এক গভীর ষড়যন্ত্র। আজ এক পাকিস্তানি বললঃ দেখ ইয়াহিয়া খান জাতে পাঠান, বিবেক বিবেচনা একেবারেই কম, পাঠানি দেমাগ তো। শেখ মুজিবকে ক্ষমতা দিলেই বা কি ক্ষতি হত। ২/৩ বছর পর মানুষ যখন আস্থা হারাতো শেখ মুজিব নিজে নিজেই ক্ষমতা ছেড়ে দিত। শেখ মুজিবকে ক্ষমতা না দেওয়া ও ইন্ডিয়ার উস্কানিতেই আজ আমরা বিভক্ত।
কথাটি একেবারে ফেলে দেওয়ার মত নয়। আমার কাছে ভালোই লেগেছে। ধন্যবাদ।
২৫ মার্চ ২০১৫ রাত ১১:২৮
252182
মন্টি পাগলা লিখেছেন : অবশ্যই আমিও মনে করি ৭১ এর স্বাধীনতা যুদ্ধ বাংলার মানুষ সাধ করে শুরু করেনি। এটা ছিল ইন্দিরা মুজিব-চক্রান্ত এবং আইয়ুব-ইয়াহিয়ার একগুয়েমিতার যুগ্ম যোগফল।

কিন্তু যে কারনেই শুরু হোক না কেন, ২৫ মার্চের ঘটনায় বিষ্ময়ে পথহারা জাতিকে পথ দেখিয়েছেন যে কজন তাদের মধ্যে জিয়ার অবদান ই সবচেয়ে বেশি। অথচ আজ ক্রেডিট নিচ্ছে চক্রান্তকারীরা...।।
311136
২৬ মার্চ ২০১৫ রাত ০১:৩৯
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আইনের লড়াই চালাবার মানুষ আছেতো? শেখ পরিবারের বিরুদ্ধে লিখলে প্রস্তুতি নিতে হয় আইনের সাথে লড়বার!!!!
২৬ মার্চ ২০১৫ রাত ০২:০৫
252203
মন্টি পাগলা লিখেছেন : যার কেউ নাই তার আল্লাহ আছে...!!!
এই ভয়ে ই কি ইদানিং টুডে ব্লগে ভাল লেখকের আনাগোনা কমে গেছে....?
২৬ মার্চ ২০১৫ রাত ০২:১৫
252206
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : হতে পারে.....এই জন্য!!! ব্লগে লেখক আছে।
মন্তব্য করার জন্য ব্লগার নেই!!! মন্তব্য প্রতিমন্তব্য ছাড়া লেখার কি দাম আছে বলুন।

কষ্ট করে লিখে লাভ কি যদি পড়ার মত পাঠক না থাকে?

আপনাকেও দেখিনা অন্য ব্লগারের লেখায় মন্তব্য করতে.,...! ভালো ব্লগার তৈরী করতে হলে ব্লগে সময় দিতে হবে। মন্তব্য করতে হবে
২৬ মার্চ ২০১৫ রাত ০২:৫১
252210
মন্টি পাগলা লিখেছেন : সবার আগে ভাল মানের লেখা আসতে হবে,পাঠকের ক্ষুধা আছে ভাল লেখা পড়ার, কিন্তু সেই ক্ষুধা আমরা মিটাতে পারছি না। পাঠকের ক্ষুধা মিটাতে পারলে পাঠক এমনিতেই মন্তব্য করবে।

ইনশা আল্লাহ, আরো বেশি সময় দেয়ার চেষ্টা করবো।
২৬ মার্চ ২০১৫ রাত ০৩:০০
252211
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন :



মন্তব্য কারিরা কিন্তু ব্লগার কথাটি মনে রাখতে হবে!! আপনি ১ বছর ৮ মাস ব্লগিংয়ে মাত্র শুধু মাত্র কেবল মাত্র ৫টি মন্তব্য করেছেন!!!

পরিসংখ্যান দেখে মৌমাছিও লজ্জা পাবে।
২৬ মার্চ ২০১৫ রাত ০৩:০৬
252212
মন্টি পাগলা লিখেছেন : হ্যা ভাই, আমি মন্তব্য কম করেছি, আমি পড়ি অনেক। তবে যাদের লেখা ভাল লাগে শেয়ার করে দিই। সাধারনত দ্বিমত না হলে কারো পোস্টে মন্তব্য করা হয় না। এটা কি কোন অপরাধ....? আমার কাছে শেয়ার করাটা ইমপরটেন্ট, কারন এতে পাঠক বাড়ে।
ধন্যবাদ।
২৬ মার্চ ২০১৫ রাত ০৩:০৮
252213
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : দৃমতের লেখক মানে মুক্তমনা মানে ইসলাম বিদ্ধেষী....! সহমত হলে বলতে অসুবিধা কোথায়? আপনার মতামত একজন লেখককে অনুপ্রাণিত করবে।
২৬ মার্চ ২০১৫ রাত ০৩:১৫
252214
মন্টি পাগলা লিখেছেন : ভাই, আমার হাতে সময় খুব ই কম থাকে। যখন সময় পাই কেবল তখর ই একটা লেখা দেয়ার চেষ্টা করি। আমি একজন চাকরীজীবি। যখন স্টুডেন্ট ছিলাম, তখন ফেবুতে প্রচুর সময় দিতাম। এখন এতোটা টাইম পাইনা। তাই শেয়ার করে দিই।
শেয়ার করাতে কি কোন উপকার হয়না বলে আপনি মনে করেন...?
২৬ মার্চ ২০১৫ রাত ০৩:১৭
252215
মন্টি পাগলা লিখেছেন : তবে, আপনি যেহেতু বললেন, এখন থেকে মন্তব্য করতে চেষ্টা করবো।
২৬ মার্চ ২০১৫ রাত ০৩:১৭
252216
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : কথাটি আগে বললেতো আমার এত সময় নষ্ট হতোনা!!!!!!


আমার হাতে সময় খুব ই কম থাকে। যখন সময় পাই কেবল তখর ই একটা লেখা দেয়ার চেষ্টা করি
২৬ মার্চ ২০১৫ রাত ০৩:২৪
252221
মন্টি পাগলা লিখেছেন : আমি আপনাকে মিস্টি করে ভাই ডাকছি, আর আপনি আমার উপর রাগ করে কথা বলছেন....কেন ভাইয়া...??? Yahoo! Fighter
২৬ মার্চ ২০১৫ রাত ০৩:২৭
252222
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : মানুষের ইচ্ছে শক্তি অনেক বড়! মন্তব্য করার ইচ্ছে আপনার নেই। ভালো থাকুন।
২৬ মার্চ ২০১৫ রাত ০৩:৩৯
252224
মন্টি পাগলা লিখেছেন : আপনি তো ভাই বড্ড রি-একটিভ। অল্পতে ই রেগে যান। Love Struck
২৬ মার্চ ২০১৫ রাত ০৩:৪৫
252226
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : রাগ করা হয় ওখানে, যেখানে রাগ ভাঙাবার মানুষ থাকে।
২৬ মার্চ ২০১৫ রাত ০৩:৫৭
252228
মন্টি পাগলা লিখেছেন : আপনার রাগ ভাঙানোর জন্যই তো বারবার ভাই ভাই বলে ডাকছি, এই ভাইয়া ডাক শুনেও কি আপনার রাগ ভাংছে না...? Clown
311138
২৬ মার্চ ২০১৫ রাত ০১:৫৭
আবু জারীর লিখেছেন : হতভাগা লিখেছেন : আপনি আদালত অবমাননার কাজ করেছেন
২৬ মার্চ ২০১৫ রাত ০২:০৭
252204
মন্টি পাগলা লিখেছেন : Surprised phbbbbt
আদালত মানে তো শেখ হাসিনার পেটিকোট, ওইটা অবমাননা আবার ক্যাম্নে করলাম...?
২৬ মার্চ ২০১৫ সকাল ০৬:২৪
252233
শেখের পোলা লিখেছেন : পাগলদের আওয়ামী আমলে বিচার হয়না তাই কত ভাল লোককে পপাগল সাজিয়ে রেহাই দেওয়া হল৷
২৬ মার্চ ২০১৫ দুপুর ০১:৪৩
252256
মন্টি পাগলা লিখেছেন : আমিও পাগল, আর পাগলে কি না বলে। তাই আপা (হাসিনা) আম্রে কিছু কইবেক না।
311157
২৬ মার্চ ২০১৫ সকাল ০৬:২৬
শেখের পোলা লিখেছেন : ইতিহাস অনেকেরই জানা আছে তবে তারা দশ চক্রে ভূত নাহয়ে চুপ আছেন৷ সময় হলে তা লেখা হবে৷
২৬ মার্চ ২০১৫ দুপুর ০১:৪৫
252257
মন্টি পাগলা লিখেছেন : চুপ থাকিতে থাকিতে একদিন তারা ইন্তেকাল ফরমাইবেন আর ইতিহাস ও চাপা পড়িয়া যাইবে। তখন সবাই প্রথম আলো,৭১ টিভির পাতিহাসকে ইতিহাস মনে করিপে।
311166
২৬ মার্চ ২০১৫ সকাল ১০:৪০
আহমেদ ফিরোজ লিখেছেন : ব্লগে প্রথমবারের মত মন্তব্য করলাম... তাও একটি দারুন লেখায়.. তেমন একটা লিখতে পারিনা.. এরপরেও আইডি খুললাম
২৬ মার্চ ২০১৫ দুপুর ০১:৪৭
252258
মন্টি পাগলা লিখেছেন : লিখুন, আপনাদের মতো প্রতিভাবান লেখকদের লেখা পড়ার ক্ষুধায় ভুগছে এ জাতি।
311254
২৬ মার্চ ২০১৫ রাত ১০:২৯
আহমেদ ফিরোজ লিখেছেন : যারপরনাই লজ্জিত হলাম......
২৬ মার্চ ২০১৫ রাত ১১:২১
252343
মন্টি পাগলা লিখেছেন : সত্যি কথা বললাম, লজ্জিত হবেন কেন...?
376851
২৭ আগস্ট ২০১৬ সন্ধ্যা ০৭:৩৯
আসমানি লিখেছেন : ২৬শে মার্চ ২০১৫ থেকে আপনাকে দেখা যাচ্ছে না কেন?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File