সে ফুরফুরে মেজাজে...!? আমি দুঃখ ভারাক্রান্ত মনে...! দু'জনার সংসার জীবন যেন দুটি একাকীত্ব জীবনের চেয়েও আরোও বেশী একাকীত্ব! একটু ধর্য্য একটু সয্য প্রতিটি সংসারে সুখের স্রোত বয়ে আনবে এটাই প্রত্যাশা✔✔✔ আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১৫ মার্চ, ২০১৫, ০১:২৫:০৭ রাত
১/ আমি চাহি আমার জীবন সঙ্গী আমার মত করে চলবে! আমার আত্ম সম্মান সামাজিকতা ও যোগ্যতা যা আছে তা নিয়ে আমাদের সংসার জীবনটাকে সাজাবে....
বাস্তবতা কি?
আমার জীবন সঙ্গী নিজেও একই মানসিকতার তিনিও চান তার মানসিকতা ও চিন্তা চেতনার বাস্তবায়ন করে আমাদের সংসার জীবনটা সাজাবে!!
২/ দু'জনার চাওয়া যখন এক তখন ধন্ধ, তর্ক বিতর্ক আসাটা অস্বাভাবিক কিছু নয়.....!
আমি যদি বলি উত্তরে যাও.....! সে বলে দক্ষিণে বাতাস আছে ওদিকে যাব! আমিও দেখছি যে দক্ষিণে বাতাস আছে...! যদিও বাতাসের আদ্রতা ও ক্ষতির ব্যপারটা আমার জানা আছে, তার দৃঢ় মানসিকতা ও জেদের কারনে ক্ষতির ব্যাপারটা বুঝিয়ে বুঝে আনার অক্ষমতা আমার.....! দক্ষিণে সে যাবেই.....!! সে যখন যাবেই আমি কি আর করেতে পারি? হয় সাথে দক্ষিণে যাবো না হয় স্থায়ী ধন্ধ বা তর্ক বিতর্ক....!!!
৩/ দু'জন মিলে যখন সংসার, কি আর করা দক্ষিণেই যাচ্ছি; ধন্ধ আর তর্ক বিতর্ক এড়াতে.....! ("দক্ষিণ" "বাতাস" শব্দ গুলো প্রতিকী ব্যবহার) দক্ষিণে গিয়ে দক্ষিণা বাতাসের ১০০ ভাগ ক্ষতি নিরবে বুক পকেটে ভরে ফিরে এলাম দু'জন!!
৪/ সে ফুরফুরে মেজাজে....!? আমি দুঃখ ভারাক্রান্ত মনে...! দু'জনার সংসার জীবন যেন দুটি একাকীত্ব জীবনের চেয়েও আরোও বেশী একাকীত্ব!
এর চেয়ে কষ্ট, এর চেয়ে বেদনা, এর চেয়ে যন্ত্রণা আর কি হতে পারে??
৫/ সংসার ( সং) শব্দটির অর্থ কি শুধু সঙ্গে থাকা? নাকি সঙ্গে থেকে সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা সহ প্রতিটি মুহুর্ত এক সং.....ঙ্গে অতিক্রম করা?
আমার দুঃখ ভারাক্রান্ত মনটাকে যে জীবন সঙ্গী বুঝতে অক্ষম তার সাথে সংসার করে কি হবে?
আমার জীবন সঙ্গীর কাছে আমি কি আশা করেছিলাম?
আমি আশা করেছিলাম আমার ভারাক্রান্ত মনে একটু শান্তনার প্রলেপ!
আশা করেছিলাম আজকের ক্ষতির বিষয়ে সে উদ্যোগী হয়ে আমার সাথে আলোচনা করবে, আলোচনা করে আগামী দিনগুলোর জন্য সাবধান হবো দুজন দুজনার সংসার জীবনে....।
৬/ কিন্তু বাস্তবতা বড় কঠিন, আমি নিরবে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বুঝতে চেষ্টা করলাম তার ভেতরে কোন অনুচুসনা আছে কি না..!
আমি তার ভেতরে কোন অনুচুসনা দেখতে পাইনি, বেদনার অথৈই সাগরে ভেসে যাচ্ছিলাম আমি, দুচোখে বেয়ে যাচ্ছিল অশ্রুর স্রোত! ইচ্ছে করলে আমি নিজেও উদ্যোগী হতে পারতাম কিন্তু হইনি, মনের মধ্যে দৃধা কাজ করছিলো.........
৭/ মনে হচ্ছিল এ এক অভিনয়ের সঙ্গে অভিনব সংসার....! সঙ্গে থেকে সংসারের নামে যারা অভিনয় করে যাচ্ছেন তাদের জন্য সমবেদনা....!
৮/ আমি আজ একটি বিষয়ে একটি ঘটনার কথা সাজিয়ে ঘুঝিয়ে উপস্থাপন করলাম, আসলে মানুষের বাস্তব জীবনে এমন হাজারো ঘটনা ঘটে যা সঙ্গে থাকার জীবনটাকে বিচ্ছিন্ন আরে করে দিতে বাধ্য, তাই আমি প্রথমে আমাকে ও আমার জীবন সঙ্গীকে সতর্ক করছি......। এরপর সতর্কতা আপনাদের জন্য যারা এ লেখাটি পড়বেন।
সঙ্গে থাকা মানে সংসার নয়, সঙ্গে থেকে একজন আর একজনকে বুঝে ভালোটা খূজে নেয়ার নাম সংসার! অনেকে বুঝেও নিজেকে নিজের ভেতরে লুকিয়ে রাখে প্রকাশ করেনা সঙ্গীর সামনে একটু শরম পাবে ভাবে! বুঝতে চেষ্টা করেনা সঙ্গীর সামনে একটু শরম সয্য করলে সঙ্গীর মন যে কত বড় হবে তা ভাববার দরকার।
এই একটু ধর্য্য একটু সয্য প্রতিটি সংসারে সুখের স্রোত বয়ে আনবে এই প্রত্যাশা রাখি...
বিষয়: বিবিধ
১৬৮৮ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সঙ্গে থাকা মানে সংসার নয়, সঙ্গে থেকে একজন আর একজনকে বুঝে ভালোটা খূজে নেয়ার নাম সংসার! অনেকে বুঝেও নিজেকে নিজের ভেতরে লুকিয়ে রাখে প্রকাশ করেনা সঙ্গীর সামনে একটু শরম পাবে ভাবে! বুঝতে চেষ্টা করেনা সঙ্গীর সামনে একটু শরম সয্য করলে সঙ্গীর মন যে কত বড় হবে তা ভাববার দরকার।
এই একটু ধর্য্য একটু সয্য প্রতিটি সংসারে সুখের স্রোত বয়ে আনবে এই প্রত্যাশা রাখি...
অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো ।
আপনার ভালো লাগার সাথে কিছু পরামর্শও আশা করেছিলাম....! ধন্যবাদ।
একটা প্রশ্ন, 'বাস্তবতার আলোকে নারীর মর্যাদা রক্ষায় হিজাবের ভূমিকা'- নূর আয়েশা সিদ্দীকা
এই বইটা কি আপনার স্ত্রী রচনা করেছেন? আমি এটা কিনেছি,পড়েছি, বেশ ভাল লেগেছে, শুধু তাই নয়, আমি বইটি আমার অধস্তনদের অনেক পড়িয়ে শুনিয়েছি এবং একজন কে গিপ্ট করেছি। যদি আপনার অর্ধাঙ্গীর হয়ে থাকে, তাহলে জানিয়ে কৌতূহল নিবৃত করুন।
একটা কৌতূহল নিবৃত করুন। দি স্লেভ কেন আপনি?
০ তার কথায় যদি দক্ষিনেই যান তাহলে দুজনে মিলে সংসার কিভাবে হয় ? এখানে একজন কমান্ড করে এবং আরেকজন তা পালন করে ।
সংসারে শান্তি আসে তখনই যখন একজন স্বামী তার স্ত্রীর অনুগত হয়ে চলে এবং তার কথা মত উঠ বস করে , যদিও শরিয়ত মোতাবেক স্ত্রীরই স্বামীর অনুগত হয়ে চলার কথা ।
আশা করেছিলাম আজকের ক্ষতির বিষয়ে সে উদ্যোগী হয়ে আমার সাথে আলোচনা করবে, আলোচনা করে আগামী দিনগুলোর জন্য সাবধান হবো দুজন দুজনার সংসার জীবনে....।
ভুল বুঝতে পারলে দুজনের মাঝে তিক্ততা দূর হয়ে যেত।
মন্তব্য করতে লগইন করুন