মওকা মওকাঃ ভারতের অর্ধেক লোক ৬০ কোটি খোলা জায়গায় টয়লেট করে

লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ১৫ মার্চ, ২০১৫, ০৩:৫৪:১১ রাত



১, পেপসি পানীয় নিয়ে- বাংলাদেশ ইন্ডিয়া কোয়ার্টার ফাইনাল ম্যাচ নিয়ে মওকা মওকা নামে একটি বিজ্ঞাপন বানিয়েছে ভাঁড়ত। এই বিজ্ঞাপনে দেখা যায়-

'বুকে ইন্ডিয়া লেখা এক ছেলের বাসায় কলিংবেল বাজছে। ছেলেটি দরজা খুলে দেখে বুকে বাংলাদেশ লেখা একটি ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটি হাতে পূজার ফুল ও প্রসাদ। তারপর বুকে ইন্ডিয়া লেখা ছেলেটি তার ঘরের দেওয়ালের দিকে আঙ্গুল দিয়ে নির্দেশ করে, সেখানে একটি বিশ্বমানচিত্র আছে যেখানে ইন্ডিয়ার পাশে বাংলাদেশকে দেখাচ্ছে এবং পাশে লেখা

" 1971, India created Bangladesh"

এটা দেখার পর বুকে বাংলাদেশ লেখা ছেলেটা ইন্ডিয়ার পায়ে ফুল দিয়ে প্রণাম করে চলে যায়।'

https://www.youtube.com/watch?v=8osmsfcmjhk

তার সঠিক জবাবে কারা যেন আবার এই ভিডিও বানিয়েছে https://www.youtube.com/watch?v=6ul5B17T1HI

২, ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর Early life and education সম্পর্কে বলতে যেয়ে Wikipedia উল্লেখ করেছে ১৯৭১ সালের ভারত- পাকিস্থানের যুদ্ধের পর মোদী আর এস এস এ জয়েন করেন। "After the Indo-Pakistani War of 1971, he (Narendra Modi) stopped working for his uncle and became a full–time pracharak (campaigner) for the RSS."

৩, ক'দিন আগে মুক্তিযুদ্ধের নেতৃত্বের একমাত্র দাবীদার চেতনায় উজ্জীবিত আওয়ামী নেতাদের সামনে ভারতের নায়ক দেব বলে গেল " দুই বাংলা এক করে দাও" ।

৪, তারও আগে সম্ভবত স্বরাষ্ট্র মন্ত্রী ঢাকায় এক অনুষ্ঠানে বলেছিলেন- ভারত ও বাংলাদেশ একই দেশ কারণ আমরা একই ভাষায় কথা বলি।

৫, ফেলানী হত্যা সহ এ পর্যন্ত ১০০০ লোক ভারতের সীমান্ত কশাই বি এস এফ আমাদের নীরিহ মানুষদের হত্যা করেছে। আহত করেছে আরো অনেক। অবৈধ ফারাক্কা বাধ দিয়ে পদ্মার পানি প্রবাহ বন্ধ, অযাচিত ট্রানজিট দাবী, সুজাতার হুমকী কোন দল দেশে রাজনীতি করবে আর কোন দল করবে না- সর্বোপরি আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নগ্ন হস্তক্ষেপ করেই চলেছে।

৬, আমি ১০০% শিউর, আমাদের দেশের কেউ এরকম ইন্ডিয়াকে কটাক্ষ করে আজ কোন ভিডিও/ বিজ্ঞাপন বানালে কাল সে গ্রেপ্তার হবে।

৭, দুঃখ জনক হলেও সত্য আমাদের কর্তা ব্যক্তিরা উপরোক্ত কোন বিষয়ের প্রতিবাদ করার ইচ্ছাও পোষণ করেনি। করবে কীভাবে! ক্ষমতায় আসতে ও থাকতে যে দাদাবাড়ির কাছে আমাদের স্বাধীনতার চেতনায় উজ্জীবিত নেতারা অনেক ঋণী।

বিষয়: বিবিধ

১৫২০ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

309020
১৫ মার্চ ২০১৫ সকাল ০৭:৩৬
জোনাকি লিখেছেন : তথ্যবহুল পোস্টের জন্য ধন্যবাদ।
"আমি ১০০% শিউর, আমাদের দেশের কেউ এরকম ইন্ডিয়াকে কটাক্ষ করে আজ কোন ভিডিও/ বিজ্ঞাপন বানালে কাল সে গ্রেপ্তার হবে।"
১৫ মার্চ ২০১৫ রাত ১০:২৮
250108
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : জাযাকাল্লাহ খাইর
309026
১৫ মার্চ ২০১৫ সকাল ১০:১১
দ্য স্লেভ লিখেছেন : তারা নীচু জাতের লোক এ কারনে তাদের কথা,আচরণ,অভিলাষে নীচুতা থাকে। তবে তারা বরাবরই দূর্বলের সামনে ফালাফালি করে। সহি হাদীস অনুযায়ী ইন্ডিয়া মুসলিমদের মাধ্যমেই বিজীত হবে।
১৫ মার্চ ২০১৫ রাত ১০:২৯
250109
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : ধন্যবাদ ভাই
309032
১৫ মার্চ ২০১৫ সকাল ১০:৪৫
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : একটা কথা মনে পরে গেল। আলজাজিরা, বিবিসি ইত্যাদি ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোর ওয়েবসাইটে মুসলিম রিলেটেড কোন খবর থাকলে ভারতের হিন্দুরা সবসময় এসে নেগেটিভ কমেন্ট করবেই, ঘৃণা ও বিদ্বেশের কথা বলবেই। আর মুসলিমরা সেখানে কমেন্ট করলে আর রক্ষে নেই, দল বেঁধে তারা মুসলিমদের কমেন্টের নীচে গন্ডাখানিক ঘৃণা-বিদ্বেশপূর্ণ রিপ্লাই কমেন্ট করবে। সম্ভবত তাদের ন্যাশনাল ডিএনএ_তেই সমস্যা। এমন হয়রাণিতে আমাকেও প্রতিদিন পরতে হত। একবার আমার কমেন্টের নীচে এক ভারতীয় হিন্দু প্রতিউত্তর করে যে: "তোমরা মুসলিমরা হচ্ছ হাফ হিউম্যান, অশিক্ষিত, অসভ্য। এসব মোল্লাহদের হত্যা করে ফেলাই সবচাইতে সঠিক সমাধান।" আমি প্রতিউত্তর দিলাম, ইডিয়ট ইন্ডিয়ান সভ্য কি তোমরা? তোমাদের ৬০% পিপল টয়লেট ইউজ করেনা, ধর্ষণ তোমাদের দেশের জনপ্রিয় কালচার তাই বিশ্বে তোমরা আজ রেপিন্ট ন্যাশন নামে সমাদৃত। তোমাদের দেশে সবচাইতে বেশি কৃষক আত্বহত্যা করে সুদের টাকা শোধ করতে অপারগ বলে। তোমরা ভাব তোমরা পৃথিবীর অন্যতম ধনী দেশ কিন্তু বাস্তবতা হল তোমাদের দেশের কোটি কোটি লোক (29.5%)দারিদ্রসীমার নীচে বাস করে। শিক্ষার হার ৭১% বা তার কম যা কিনা মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশের চাইতেই কম। মুসলিম মোল্লাহদের পকেট থেকেই তোমাদের পকেট খরচ আসে। তোমরা আয়ের জন্য অনেকাংশেই আরব দেশগুলোর উপর নির্ভরশীল। তোমাদের শ্রমিকরা মধ্যপাচ্যে গা-গতর খাটিয়ে ভারতে টাকা পাঠায়, আবরদের দেশে দোকান-পাট বানিয়ে তোমাদের চলতে হয়। তার মানে তোমরা মোল্লাদের উপর কতটা নির্ভরশীল ভাবো। অকৃতজ্ঞতাবোধ তোমাদের ন্যাশনাল ক্যারেকটার। আগে নিজের দেশের ৬০% পিপলকে টয়লেট ব্যাবহার শিখাও তারপর না হয় মুসলিমদের সভ্যতার জ্ঞান বিলাতে এসো। বর্বরতার সংজ্ঞা জানো? আগে নিজের দিকে তাকাও। প্রতিউত্তর দেয়ার সাহস পায়নি আরো কিছু বলার ছিল কিন্তু সে তাই বিতর্কে ইস্তফা দিয়েই ভাগলো।
309131
১৫ মার্চ ২০১৫ রাত ১০:৩১
রঙ্গিন স্বপ্ন লিখেছেন : হাহাহাহা যেমন কুকুর তেমন মুগুর

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File