মওকা মওকাঃ ভারতের অর্ধেক লোক ৬০ কোটি খোলা জায়গায় টয়লেট করে
লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ১৫ মার্চ, ২০১৫, ০৩:৫৪:১১ রাত
১, পেপসি পানীয় নিয়ে- বাংলাদেশ ইন্ডিয়া কোয়ার্টার ফাইনাল ম্যাচ নিয়ে মওকা মওকা নামে একটি বিজ্ঞাপন বানিয়েছে ভাঁড়ত। এই বিজ্ঞাপনে দেখা যায়-
'বুকে ইন্ডিয়া লেখা এক ছেলের বাসায় কলিংবেল বাজছে। ছেলেটি দরজা খুলে দেখে বুকে বাংলাদেশ লেখা একটি ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটি হাতে পূজার ফুল ও প্রসাদ। তারপর বুকে ইন্ডিয়া লেখা ছেলেটি তার ঘরের দেওয়ালের দিকে আঙ্গুল দিয়ে নির্দেশ করে, সেখানে একটি বিশ্বমানচিত্র আছে যেখানে ইন্ডিয়ার পাশে বাংলাদেশকে দেখাচ্ছে এবং পাশে লেখা
" 1971, India created Bangladesh"
এটা দেখার পর বুকে বাংলাদেশ লেখা ছেলেটা ইন্ডিয়ার পায়ে ফুল দিয়ে প্রণাম করে চলে যায়।'
https://www.youtube.com/watch?v=8osmsfcmjhk
তার সঠিক জবাবে কারা যেন আবার এই ভিডিও বানিয়েছে https://www.youtube.com/watch?v=6ul5B17T1HI
২, ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর Early life and education সম্পর্কে বলতে যেয়ে Wikipedia উল্লেখ করেছে ১৯৭১ সালের ভারত- পাকিস্থানের যুদ্ধের পর মোদী আর এস এস এ জয়েন করেন। "After the Indo-Pakistani War of 1971, he (Narendra Modi) stopped working for his uncle and became a full–time pracharak (campaigner) for the RSS."
৩, ক'দিন আগে মুক্তিযুদ্ধের নেতৃত্বের একমাত্র দাবীদার চেতনায় উজ্জীবিত আওয়ামী নেতাদের সামনে ভারতের নায়ক দেব বলে গেল " দুই বাংলা এক করে দাও" ।
৪, তারও আগে সম্ভবত স্বরাষ্ট্র মন্ত্রী ঢাকায় এক অনুষ্ঠানে বলেছিলেন- ভারত ও বাংলাদেশ একই দেশ কারণ আমরা একই ভাষায় কথা বলি।
৫, ফেলানী হত্যা সহ এ পর্যন্ত ১০০০ লোক ভারতের সীমান্ত কশাই বি এস এফ আমাদের নীরিহ মানুষদের হত্যা করেছে। আহত করেছে আরো অনেক। অবৈধ ফারাক্কা বাধ দিয়ে পদ্মার পানি প্রবাহ বন্ধ, অযাচিত ট্রানজিট দাবী, সুজাতার হুমকী কোন দল দেশে রাজনীতি করবে আর কোন দল করবে না- সর্বোপরি আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নগ্ন হস্তক্ষেপ করেই চলেছে।
৬, আমি ১০০% শিউর, আমাদের দেশের কেউ এরকম ইন্ডিয়াকে কটাক্ষ করে আজ কোন ভিডিও/ বিজ্ঞাপন বানালে কাল সে গ্রেপ্তার হবে।
৭, দুঃখ জনক হলেও সত্য আমাদের কর্তা ব্যক্তিরা উপরোক্ত কোন বিষয়ের প্রতিবাদ করার ইচ্ছাও পোষণ করেনি। করবে কীভাবে! ক্ষমতায় আসতে ও থাকতে যে দাদাবাড়ির কাছে আমাদের স্বাধীনতার চেতনায় উজ্জীবিত নেতারা অনেক ঋণী।
বিষয়: বিবিধ
১৫২০ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
"আমি ১০০% শিউর, আমাদের দেশের কেউ এরকম ইন্ডিয়াকে কটাক্ষ করে আজ কোন ভিডিও/ বিজ্ঞাপন বানালে কাল সে গ্রেপ্তার হবে।"
মন্তব্য করতে লগইন করুন