ক্ষমা করে দিও..... ✔✔✔আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০৯ নভেম্বর, ২০১৪, ০১:৩২:১১ রাত
আল্লাহ আমার সকল অপরাধ ক্ষমা করে দিও.....,
আমাকে তোমার নেয়ামত পাপ্তদের মাঝে যুক্ত করে নিও....।
নিজের জানা অজানায় কতই করেছি আল্লাহ তোমায় অমান্য..!
অনুসুচনায় খুজতে গিয়ে পেয়েছি পূন্যের খাতাটি রয়েছে শূণ্য....।
আল্লাহ তুমি করুণাময়, আমার সকল চেষ্টা ব্যর্থ তোমার করুণা ছাড়া...,
সকল সৃষ্টির মাঝে রয়েছে হে আল্লাহ তোমার ইশারা....।
আমি অধম, তুমি দয়াময়, শুধুমাত্র তোমার তরে পেতেছি হাত....,
তোমার পথে যেন অতিবাহিত করতে পারি আমার বাকিটুকু হায়াত...।
বিষয়: বিবিধ
১৪৬২ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনুসুচনায় খুজতে গিয়ে পেয়েছি পূন্যের খাতাটি রয়েছে শূণ্য....।
অনেক সুন্দর। খুব খুব ভালো লাগলো।
আপনার লিখিত সুন্দর প্রতিটা কথা-প্রতিটা অনুভূতির সাথে সুর মিলিয়ে আমারও মহান রবের কাছে বিনীত প্রার্থনা... তুমি মাফ করে দাও প্রভূ!!!
আল্লাহতায়লা যেন আমাদের আশা পুর্ন করেন।
মন্তব্য করতে লগইন করুন