........."কিন্তু" অতঃপর "কিন্তু".........
লিখেছেন লিখেছেন লজিকাল ভাইছা ০৯ নভেম্বর, ২০১৪, ০১:২৬:০২ রাত
১) "কিন্তু" শব্দটাই একটা বিরক্তিকর শব্দ। কেউ যখন বলে, যুদ্ধাপরাধীদের বিচার হোক, কিন্তু সেটা হতে হবে নিরপেক্ষ। তখনই আমার গা জ্বলে। রাগে নিজের মোচ নিজে ছিড়ে ফেলতে ইচ্ছে করে!
কিন্তু শেখ হাসিনা যখন বলেন, " আমার বেয়াই রাজাকার কিন্তু যুদ্ধাপরাধী না। ইন্ডিয়া আমাদের সীমান্তে হয়ত কিছু মানুষ মারে কিন্তু তারা আমাদের বন্ধু"
তখন "কিন্তু" শব্দটা খুব শ্রুতিমধুর লাগে। মনে হয়, এটা মুক্তিযুদ্ধের পক্ষের শব্দ।
২) গত জোট সরকারের আমলে কৃষি অফিসের স্মারকে আমার নিজের মন্তব্য লিখতে গিয়ে দেখি, আমার ঠিক উপরেই মন্ত্রী মতিউর রহমান নিজামীর স্বাক্ষর। আমি তীব্র অপমান বোধ করলাম। যদিও নিজামীর মন্ত্রণালয়ে তিল পরিমাণ দুর্নীতির চিহ্নও পাওয়া যায় নি, তবুও তো সে রাজাকার। আর রাজাকারের স্বাক্ষরের নিচে স্বাক্ষর করলাম! লজ্জায় ঘৃণায় ১০ টা ইয়াবা ট্যাবলেট খেলাম।
গত কিছু দিন আগে যোগাযোগ মণ্ত্রণালয়ের স্মারকে স্বাক্ষর করতে গিয়ে দেখি, আমার ঠিক উপরেই আবুল হোসেনের স্বাক্ষর। আমি আনন্দে উদ্বেলিত হয়ে "জয় বাংলা" বলে চেঁচিয়ে উঠলাম। এমন একজন মহান দেশপ্রেমিকের স্বাক্ষরের নিচে আমি স্বাক্ষর করছি!
আরেকটা স্বাক্ষর করতে গিয়ে দেখি উপরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের স্বাক্ষর। যদিও তিনি প্রশ্ণফাঁস মন্ত্রী হিশেবে পরিচিত তবু তিনি চেতনার পক্ষের শক্তি। তাই এবারও আনন্দে আমার এক ছাত্রীকে ডেকে এনে চেতনা শিক্ষা দিলাম।
৩) গত জোট সরকারের আমলে যখন দেখতাম, রাজাকারের গাড়িতে পতাকা, খুব খারাপ লাগতো। হায় পতাকার এ কী অপমান!
কিন্তু সেদিন একটা নিউজে দেখলাম পটুয়াখালীতে এক ছাত্রলীগ নেতা স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ করেছে। এসময় তার গায়ে নাকি লাল সবুজের পতাকা ওয়ালা গেন্জি ছিল!
খুশিতে আমার দাঁড়াইয়া গেল, লোম! সোনার ছেলেরা জাতীয় পতাকাকে এত সম্মান দিচ্ছে!
গর্বে আমার বুকটা শাহবাগের চেতনাকন্যাদের চেয়েও দুই ইন্চি ফুলে গেল!
“কিন্তূ”শিরোনামে আমার পড়া সেরা গদ্য কার্টুন।
( সংগ্রহীতঃ আমার অতি প্রিয় একজন ফেসবুক সেলেব্রেটি “কাউসার আলম”এর স্ট্যাটাস।)
লিংক:https://www.facebook.com/kawsar.poet?fref=nf
বিষয়: বিবিধ
১২৬২ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মোচালা যদি দেখতো এইটা ভালোই হইতো।
শেয়ার করার জন্য ধন্যবাদ।
আমার এক শিক্ষক বলেছিলেন “ তুমি সঠিক পথে আছ বা তোমার কাজটা সঠিক বা তুমি সমাজে ভাল কিছু করছ, সেটা কি ভাবে বুঝবে ? যখন দেখবে তুমি বাধার সম্মুখীন হইতেছ”।
মন্তব্য করতে লগইন করুন