........."কিন্তু" অতঃপর "কিন্তু".........

লিখেছেন লিখেছেন লজিকাল ভাইছা ০৯ নভেম্বর, ২০১৪, ০১:২৬:০২ রাত

১) "কিন্তু" শব্দটাই একটা বিরক্তিকর শব্দ। কেউ যখন বলে, যুদ্ধাপরাধীদের বিচার হোক, কিন্তু সেটা হতে হবে নিরপেক্ষ। তখনই আমার গা জ্বলে। রাগে নিজের মোচ নিজে ছিড়ে ফেলতে ইচ্ছে করে!

কিন্তু শেখ হাসিনা যখন বলেন, " আমার বেয়াই রাজাকার কিন্তু যুদ্ধাপরাধী না। ইন্ডিয়া আমাদের সীমান্তে হয়ত কিছু মানুষ মারে কিন্তু তারা আমাদের বন্ধু"

তখন "কিন্তু" শব্দটা খুব শ্রুতিমধুর লাগে। মনে হয়, এটা মুক্তিযুদ্ধের পক্ষের শব্দ।

২) গত জোট সরকারের আমলে কৃষি অফিসের স্মারকে আমার নিজের মন্তব্য লিখতে গিয়ে দেখি, আমার ঠিক উপরেই মন্ত্রী মতিউর রহমান নিজামীর স্বাক্ষর। আমি তীব্র অপমান বোধ করলাম। যদিও নিজামীর মন্ত্রণালয়ে তিল পরিমাণ দুর্নীতির চিহ্নও পাওয়া যায় নি, তবুও তো সে রাজাকার। আর রাজাকারের স্বাক্ষরের নিচে স্বাক্ষর করলাম! লজ্জায় ঘৃণায় ১০ টা ইয়াবা ট্যাবলেট খেলাম।

গত কিছু দিন আগে যোগাযোগ মণ্ত্রণালয়ের স্মারকে স্বাক্ষর করতে গিয়ে দেখি, আমার ঠিক উপরেই আবুল হোসেনের স্বাক্ষর। আমি আনন্দে উদ্বেলিত হয়ে "জয় বাংলা" বলে চেঁচিয়ে উঠলাম। এমন একজন মহান দেশপ্রেমিকের স্বাক্ষরের নিচে আমি স্বাক্ষর করছি!

আরেকটা স্বাক্ষর করতে গিয়ে দেখি উপরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের স্বাক্ষর। যদিও তিনি প্রশ্ণফাঁস মন্ত্রী হিশেবে পরিচিত তবু তিনি চেতনার পক্ষের শক্তি। তাই এবারও আনন্দে আমার এক ছাত্রীকে ডেকে এনে চেতনা শিক্ষা দিলাম।

৩) গত জোট সরকারের আমলে যখন দেখতাম, রাজাকারের গাড়িতে পতাকা, খুব খারাপ লাগতো। হায় পতাকার এ কী অপমান!

কিন্তু সেদিন একটা নিউজে দেখলাম পটুয়াখালীতে এক ছাত্রলীগ নেতা স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণ করেছে। এসময় তার গায়ে নাকি লাল সবুজের পতাকা ওয়ালা গেন্জি ছিল!

খুশিতে আমার দাঁড়াইয়া গেল, লোম! সোনার ছেলেরা জাতীয় পতাকাকে এত সম্মান দিচ্ছে!

গর্বে আমার বুকটা শাহবাগের চেতনাকন্যাদের চেয়েও দুই ইন্চি ফুলে গেল!

“কিন্তূ”শিরোনামে আমার পড়া সেরা গদ্য কার্টুন।

( সংগ্রহীতঃ আমার অতি প্রিয় একজন ফেসবুক সেলেব্রেটি “কাউসার আলম”এর স্ট্যাটাস।)

লিংক:https://www.facebook.com/kawsar.poet?fref=nf

বিষয়: বিবিধ

১২৬২ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

282512
০৯ নভেম্বর ২০১৪ রাত ০৪:২৬
জোনাকি লিখেছেন : বাহ! সুন্দর লিখা। Applause
মোচালা যদি দেখতো এইটা ভালোই হইতো।
০৯ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৫৪
226018
লজিকাল ভাইছা লিখেছেন : ঐ বিড়াল টা দেখলে ম্যাও ম্যাও ম্যাও করত। শালা একটা ভণ্ড নাম্বার ওয়ান। Good Luck Good Luck
282535
০৯ নভেম্বর ২০১৪ সকাল ১১:৪১
সন্ধাতারা লিখেছেন : Chalam vaiya. Jajakallahu for your beautiful writing.
০৯ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:০০
226019
লজিকাল ভাইছা লিখেছেন : ওয়ালাইকুম সালাম সন্ধাতারা আপু/ভাইয়া, আল্লাহ্‌ আপনাকে ও রহম করুন। আর মুল লেখাটি আমার প্রিয় একজন ফেসবুক সেলিব্রেটি কাউসার আলমের
282715
১০ নভেম্বর ২০১৪ রাত ১২:১০
আবু জারীর লিখেছেন : ভালো লাগলো।
শেয়ার করার জন্য ধন্যবাদ।
১০ নভেম্বর ২০১৪ রাত ১২:১৪
226087
লজিকাল ভাইছা লিখেছেন : আপনাকে ও অনেক ধন্যবাদ আবু জারীর ভাই।
282763
১০ নভেম্বর ২০১৪ রাত ০৪:০২
আফরা লিখেছেন : গত কালকেই আপনার পোষ্টা পড়েছিলাম ভাইয়া কিন্তু কমেন্ট করতে পারি নাই । কিন্তু আমি ভুলে যাই নাই আপনার পোষ্টে একটা মন্তব্য করতে হবে।কিন্তু সকাল বেলা মনটা অনেক খারাপ ছিল দুপুর গড়িয়ে গেল কিন্তু বিকালে বাহিরে ছিলাম ।কিন্তু কি আর করব সময়ের সাথে পারা যায় কিন্ত আজ রাতেই কমেন্টা করতেই হবে তাই আর দেরি করলাম না ভাইয়া ।


১০ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:২২
226262
লজিকাল ভাইছা লিখেছেন : বুঝতে পেরেছি, বিষয়টা আমি জানি। এই বিসয়ে আপনার পোষ্ট এ একটা কমেন্ট ও দিয়েছি।আফরা আপু মনথেকে বিষয়টাকে Shift+Delete করে দেন। আর শুনুন
আমার এক শিক্ষক বলেছিলেন “ তুমি সঠিক পথে আছ বা তোমার কাজটা সঠিক বা তুমি সমাজে ভাল কিছু করছ, সেটা কি ভাবে বুঝবে ? যখন দেখবে তুমি বাধার সম্মুখীন হইতেছ”।
Good Luck Good Luck
১৮ নভেম্বর ২০১৪ সকাল ১১:২৯
228750
বৃত্তের বাইরে লিখেছেন : ভাইছা আপনি আফরার মন্তব্যে ‘কিন্তু’ শব্দটা কতবার লিখেছে খেয়াল করেননি মনে হয়। আমিও কিছু বলতে চেয়েছিলাম কিন্তু.........।Worried Angel
১৮ নভেম্বর ২০১৪ দুপুর ১২:১৯
228764
লজিকাল ভাইছা লিখেছেন : কিন্তু আপনি বাইরে থেকে বলে পেলেন, বৃত্তের বাইরে ভাই/ আপু । আপনাকে অনেক ধন্যবাদ, বিষয়টি খেয়াল করার জন্য, আমি ও খেয়াল করেছিলাম কিন্তু তখন তার মনের কথা ভেবে ......বাদ দিলাম।
284060
১৪ নভেম্বর ২০১৪ রাত ০৩:৩১
নাছির আলী লিখেছেন : ধন্যবাদ
১৪ নভেম্বর ২০১৪ রাত ০৩:৪২
227226
লজিকাল ভাইছা লিখেছেন : আপনাকে ও অনেক ধন্যবাদ।Good Luck Good Luck
288516
২৬ নভেম্বর ২০১৪ রাত ১০:০০
২৬ নভেম্বর ২০১৪ রাত ১১:৩২
232287
লজিকাল ভাইছা লিখেছেন : হুমম--------------------Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File