যৌতুক না নিলে পুরুষ মানুষের সম্মান থাকেনা বা কমে যায় ✔✔✔ আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১৬ অক্টোবর, ২০১৪, ০২:২১:১৮ রাত
সব মানুষের ভাবনা আছে, সব মানুষই নিজের সুস্থ ভাবনাটাকে জনসাধারণকে সামনে উপস্থাপন করতে চাই, কিন্তু পরিবেশের কারনে বস্তবায়ন করতে পরেনা!!!!
যেমন যৌতুক এমন একটি কালচারে পরিণত হয়েছে যা না নিলে অথবা কম নিলে নাকি পুরুষ মানুষের সম্মান থাকেনা বা কমে যায়।
পরিবারের ধারণায় পরিণত হয়েছে যে যত বেশি যৌতুক নেয়া যাবে তত বেশি সম্মান ঘরে উঠবে!!!!
লজ্জার বিষয় হচ্ছে পুরুষ মানুষটি বিয়ে করবে অথচ তার ঘুমাবার জন্য খাট নেই, খাট দিতে হবে মেয়ের পক্ষ থেকে! প্রিজ নেই প্রিজ দিতে হবে, বাইক নেই দিতে হবে!!! আরো কত কি...........
বিষয়: বিবিধ
১১৩৯ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যৌতুক নেয়া হারাম নিঃসন্দেহে।বাধ্য হয়ে দেয়ার বিষয়ে কিছুটা ছাড় থাকলেও না দেয়াই সব চেয়ে ভাল।
নৈতিকতার অধঃপতনের এই সময়ে যৌতুক দেয়া-নেয়া স্বাভাবিক পর্যায়ে চলে গেছে।
খোদা ভীতি এ থেকে মুক্তির কার্যকর পথ।
সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ। ভাইয়া/ভাবি
মন্তব্য করতে লগইন করুন