? Bee Punchপ্রশ্ন আমার, আমারা প্রস্তুতি নিয়ে দিচ্ছি কি পরীক্ষা? Bee Punch✔✔✔নুর আয়শা

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ১৩ সেপ্টেম্বর, ২০১৪, ১২:২২:৪০ দুপুর



?

? Bee Punch

?

?

??

???

????

?????

???????

?????????

???????????

?????????????

সমাজকে সুস্থ দ্বারায় ফেরাতে চাই আল-কোরআনের আইন ,

কোরআন ছাড়া সুস্থ দ্বারা কল্পনা বিহীন !!

সুস্থ দ্বারা, সুস্থ দ্বারা, বলে গলাবাজী বিশ্বজুড়ে ,

সুস্থ দ্বারার আইনকে রেখেছে তারা সুকৌশলে আঁধারে !!!

সুস্থ দ্বারা চাইলে হতে হবে ''নত'' নির্ভুল আইনের কাছে ,

নিশ্চয় মানুষের অহংকার ধ্বংস হবে মৃত্যুর কাছে !

জীবন সৃষ্টি পরীক্ষার জন্য আল কোরআনে পাই শিক্ষা ,

প্রশ্ন আমার, আমারা প্রস্তুতি নিয়ে দিচ্ছি কি পরীক্ষা ??

প্রস্তুতিহীন পরীক্ষা হলে পরিক্ষায় ফেল নিশ্চিত !

জীবনের কর্মে নির্ধারিত হবে জাহান্নাম অথবা জান্নাত ।

জান্নাত যদি লক্ষ্য হয় আপনার বা আমার ,

মানতে হবে কথা কোরআন ও সহী হাদীসের ।

কোরআনকে নিতে হবে জীবনের সকল কর্ম পথে ,

তবেই পাব আমরা ছুড়ান্ত ফল জান্নাতে ।

মোহা সত্য আল-কোরআনে পাই জান্নতের অমিয় বর্ণনা ,

সুস্থ পথে জন্নাতের দিকে চল সবাই মিলে দিই রওনা !!

সুস্থ পথের নির্দেশনা আল কোরআন ও শেষ নবীর কথা ''হাদীস''

-অনুসরণ করলে নিশ্চয় ফিরবে সুস্থ দ্বারায় সমজ বিশ্ব !!

বিষয়: বিবিধ

১০৩১ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

264511
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:০৩
ইমরান ভাই লিখেছেন : মাশাআল্লাহ! বারাকাল্লাহুলাক।
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:১৬
208085
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ
264526
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৩৭
কাহাফ লিখেছেন : কোরআন-হাদিস পড়তে হবে,
সঠিক বিষয় জানতে হবে।
আক্বিদা ঠিক রাখতে হবে,
খোদার পথে ভলতে হবে।
.............
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:০৮
208121
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সহমত। ধন্যবাদ আপনাকে।
264587
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৪৭
নজরুল ইসলাম টিপু লিখেছেন : সুন্দর ও ভাল লাগল। অনেক ধন্যবাদ
১৩ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:১৪
208179
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ, আপনি একজন ভাল লেখক আপনার মন্তব্য আমাদের অনুপ্রাণিত করবে!
265130
১৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:০১
বাজলবী লিখেছেন : কোরঅানের পথে চলার তাওফিক দাও প্রভু।
১৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:১৬
208863
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আমিন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File